ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৬ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদি স্টারলিংকের লাইসেন্স অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে আইন উচ্চ আদালতের ওপর আমাদের হস্তক্ষেপের সুযোগ নেই-আইন উপদেষ্টা দেশকে ভালোবাসলে কেউ পালাতে পারে না-জামায়াত আমির চীনা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ঢাকায় আসছেন ১০০ ব্যবসায়ী বিচারক নিয়োগ অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিট পর্যবেক্ষণসহ নিষ্পত্তি সংলাপে সমাধানের পথ খুঁজছে বিএনপি জাবির ৯ শিক্ষক বরখাস্ত ২৫৯ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার সেমিনারের ঘোষণা বিএনপির ৩ অঙ্গ সংগঠনের শুধু আ’লীগ করে বলে আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ চট্টগ্রামে বন উজাড় করে অর্থনৈতিক অঞ্চল আরও এক পুলিশ সুপার সাময়িক বরখাস্ত টাঙ্গাইলে রাস্তার কাজের টাকা আত্মসাৎ পাসপোর্ট অধিদপ্তরের ‘টাকার কুমির’ সেই মামুন বরখাস্ত বাংলাদেশের পোশাক রফতানি বাড়ছে ভারতে নিষিদ্ধ ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল, বিবিসিকে সতর্কবার্তা ইউক্রেন যুদ্ধে সৈন্য পাঠানোর কথা নিশ্চিত করলো উত্তর কোরিয়া

৫০২ দিন পর গোল পেলেন নেইমার, সান্তোসের জয়

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৭:৩৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৭:৩৩:৫০ অপরাহ্ন
৫০২ দিন পর গোল পেলেন নেইমার, সান্তোসের জয়
ব্রাজিলের সুপারস্টার ফুটবলার নেইমার, যিনি গত দেড় বছর ধরে গোলের জন্য অপেক্ষা করছিলেন, অবশেষে ফিরে পেয়েছেন সেই কাঙ্খিত মুহূর্ত। ২০২৩ সালের ৩ অক্টোবরের পর দীর্ঘ ৫০২ দিন পর সান্তোসের হয়ে গোল করলেন তিনি। সান্তোসের হয়ে চতুর্থ ম্যাচে অ্যাগুয়া সান্তার বিপক্ষে পেনাল্টি থেকে গোলটি করেন নেইমার। এর মাধ্যমে সান্তোস ৩-১ গোলে জয়লাভ করে, যা ছিল নেইমারের সান্তোসে ফেরার পর প্রথম জয়। নেইমারের গোলের মুহূর্তটি ছিল বিশেষভাবে আবেগময়, কারণ তিনি দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। আল হিলালের সঙ্গে চুক্তি ভাঙার পর শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন নেইমার। কিন্তু সান্তোসের হয়ে আগের তিনটি ম্যাচে তিনি গোল না পেলেও, এবার গোলের খরা কাটিয়েছেন। ম্যাচের ১২ মিনিটে বক্সে ঢ়ুকতে গিয়ে ফাউলের শিকার হলে পেনাল্টি আদায় করেন তিনি এবং স্পটকিক থেকে গোল করে সান্তোসকে এগিয়ে নেন। নেইমারের গোলের পর থাচিয়ানো ও গিলার্মে আরও দুটি গোল করে দলকে ৩-১ ব্যবধানে জয় এনে দেন। ২০২৩ সালের অক্টোবরের পর নেইমার আর কোনো গোল করেননি, যা ছিল তার ক্যারিয়ারের এক অদ্ভুত বিরতি। ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড তারই, ১২৮ ম্যাচে ৭৯ গোল। তবে, চোটের কারণে তিনি নিয়মিত খেলার সুযোগ পাননি এবং মাঠে ছিলেন না দীর্ঘ সময়। সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে ছাড় পাওয়ার পর সান্তোসে ফেরার পরও প্রথম তিন ম্যাচে জয় থেকে অনেকটা দূরে ছিলেন তিনি। কিন্তু অবশেষে গোলের খরা কাটিয়ে সান্তোসকে একটি গুরুত্বপূর্ণ জয় উপহার দিলেন। নেইমারের গোলের মাধ্যমে বোঝা যায়, তিনি শারীরিকভাবে প্রস্তুত এবং তার ফুটবল জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করছেন। তবে, এই দীর্ঘ বিরতি তার ক্যারিয়ারে কিছুটা অন্ধকারাচ্ছন্ন অধ্যায়। আল হিলালের হয়ে ২০২৩ সালে পিএসজি ছাড়ার পর বেশ কিছু ম্যাচে খেলার সুযোগ পেলেও চোটের কারণে দলের হয়ে তার প্রভাবের বাইরে থাকতে হয়েছিল। এর পরবর্তী সময়ে ক্লাবটি তার সঙ্গে চুক্তি বাতিল করে দেয় এবং শৈশবের ক্লাবে ফিরতে হয় তাকে। এখন সান্তোসের হয়ে নতুন করে শুরুর পথে পা বাড়িয়েছেন তিনি। গোল করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন নেইমার। তিনি লিখেছেন, “এটি একটি গুরুত্বপূর্ণ জয়। দলকে অভিনন্দন। এগিয়ে চলো সান্তোস।” তার এই বার্তা ফুটবল ভক্তদের কাছে একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে, যেখানে তাকে এবং তার ক্লাব সান্তোসকে পুনরায় শীর্ষে দেখার প্রত্যাশা বেড়ে গেছে। এটি ছিল একটি চমৎকার মুহূর্ত, যেখানে নয় শুধু নেইমার, বরং তার ক্লাব সান্তোসও নতুন করে সফলতার পথ চলতে শুরু করেছে। ৫০২ দিন পর গোল করার পরে, সান্তোসের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে, এবং নেইমারের পথচলা এবার নতুন উদ্দীপনায় পূর্ণ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স