ঢাকা , বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পুলিশের জন্য বিপুলসংখ্যক গাড়ি কেনার উদ্যোগ ১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না আবাসন ব্যবসায়ীদের দুর্দিন কাটছে না যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন আলোচনায় বসবো না যা ইচ্ছা করুন মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে কিল সুইচ সংঘাত থেকে বাঁচতে লেবাননে পালাচ্ছেন সিরীয়রা ইউক্রেনের পর ৩ দেশে হামলা করবেন পুতিন বিপরীতমুখী অবস্থানে ভারত-যুক্তরাষ্ট্র নিহত ২৭ সশস্ত্র হামলাকারী উদ্ধার ১৫৫ যাত্রী অনুপ্রবেশে ৫ বছর কারাদণ্ড লিভারপুলকে কাঁদিয়ে কোয়ার্টারে পিএসজি লেভারকুজেনের সাথে জয় পেলো বায়ার্ন বেনফিকার বিপক্ষে সহজ জয় পেলো বার্সা আফগানিস্তান সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড জানা গেলো যে জন্য কেন্দ্রীয় চুক্তিতে নেই শামীম তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি, বড়ো ব্যবধানে জয় পেলো মোহামেডান কোন ম্যাচ না খেলেই দেশে ফিরছে বাংলাদেশ টাইগার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফগানিস্তানকে নিষিদ্ধের আহ্বান রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব

৫০২ দিন পর গোল পেলেন নেইমার, সান্তোসের জয়

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৭:৩৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৭:৩৩:৫০ অপরাহ্ন
৫০২ দিন পর গোল পেলেন নেইমার, সান্তোসের জয়
ব্রাজিলের সুপারস্টার ফুটবলার নেইমার, যিনি গত দেড় বছর ধরে গোলের জন্য অপেক্ষা করছিলেন, অবশেষে ফিরে পেয়েছেন সেই কাঙ্খিত মুহূর্ত। ২০২৩ সালের ৩ অক্টোবরের পর দীর্ঘ ৫০২ দিন পর সান্তোসের হয়ে গোল করলেন তিনি। সান্তোসের হয়ে চতুর্থ ম্যাচে অ্যাগুয়া সান্তার বিপক্ষে পেনাল্টি থেকে গোলটি করেন নেইমার। এর মাধ্যমে সান্তোস ৩-১ গোলে জয়লাভ করে, যা ছিল নেইমারের সান্তোসে ফেরার পর প্রথম জয়। নেইমারের গোলের মুহূর্তটি ছিল বিশেষভাবে আবেগময়, কারণ তিনি দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। আল হিলালের সঙ্গে চুক্তি ভাঙার পর শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন নেইমার। কিন্তু সান্তোসের হয়ে আগের তিনটি ম্যাচে তিনি গোল না পেলেও, এবার গোলের খরা কাটিয়েছেন। ম্যাচের ১২ মিনিটে বক্সে ঢ়ুকতে গিয়ে ফাউলের শিকার হলে পেনাল্টি আদায় করেন তিনি এবং স্পটকিক থেকে গোল করে সান্তোসকে এগিয়ে নেন। নেইমারের গোলের পর থাচিয়ানো ও গিলার্মে আরও দুটি গোল করে দলকে ৩-১ ব্যবধানে জয় এনে দেন। ২০২৩ সালের অক্টোবরের পর নেইমার আর কোনো গোল করেননি, যা ছিল তার ক্যারিয়ারের এক অদ্ভুত বিরতি। ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড তারই, ১২৮ ম্যাচে ৭৯ গোল। তবে, চোটের কারণে তিনি নিয়মিত খেলার সুযোগ পাননি এবং মাঠে ছিলেন না দীর্ঘ সময়। সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে ছাড় পাওয়ার পর সান্তোসে ফেরার পরও প্রথম তিন ম্যাচে জয় থেকে অনেকটা দূরে ছিলেন তিনি। কিন্তু অবশেষে গোলের খরা কাটিয়ে সান্তোসকে একটি গুরুত্বপূর্ণ জয় উপহার দিলেন। নেইমারের গোলের মাধ্যমে বোঝা যায়, তিনি শারীরিকভাবে প্রস্তুত এবং তার ফুটবল জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করছেন। তবে, এই দীর্ঘ বিরতি তার ক্যারিয়ারে কিছুটা অন্ধকারাচ্ছন্ন অধ্যায়। আল হিলালের হয়ে ২০২৩ সালে পিএসজি ছাড়ার পর বেশ কিছু ম্যাচে খেলার সুযোগ পেলেও চোটের কারণে দলের হয়ে তার প্রভাবের বাইরে থাকতে হয়েছিল। এর পরবর্তী সময়ে ক্লাবটি তার সঙ্গে চুক্তি বাতিল করে দেয় এবং শৈশবের ক্লাবে ফিরতে হয় তাকে। এখন সান্তোসের হয়ে নতুন করে শুরুর পথে পা বাড়িয়েছেন তিনি। গোল করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন নেইমার। তিনি লিখেছেন, “এটি একটি গুরুত্বপূর্ণ জয়। দলকে অভিনন্দন। এগিয়ে চলো সান্তোস।” তার এই বার্তা ফুটবল ভক্তদের কাছে একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে, যেখানে তাকে এবং তার ক্লাব সান্তোসকে পুনরায় শীর্ষে দেখার প্রত্যাশা বেড়ে গেছে। এটি ছিল একটি চমৎকার মুহূর্ত, যেখানে নয় শুধু নেইমার, বরং তার ক্লাব সান্তোসও নতুন করে সফলতার পথ চলতে শুরু করেছে। ৫০২ দিন পর গোল করার পরে, সান্তোসের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে, এবং নেইমারের পথচলা এবার নতুন উদ্দীপনায় পূর্ণ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স