ঢাকা , মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ , ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে দিশাহারা হাজারো পরিবার শুল্ক চাপে ব্যবসা-বাণিজ্য হঠাৎ অস্থির শিক্ষাঙ্গন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারেক রহমান ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ-মির্জা ফখরুল পুরুষশূন্য জোবরা গ্রাম, চবি ক্যাম্পাসে উৎকণ্ঠা অর্ধশত শিক্ষার্থীর মাথায় অস্ত্রের কোপ অনেকের থেঁতলে গেছে হাত-পা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই -আসিফ নজরুল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা নীতিমালা সংশোধন ভোট কক্ষের সংখ্যা কমছে নির্বাচনে তিন বাহিনীকে কাজে লাগানো হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কৌশল নতুন চ্যালেঞ্জে নির্বাচন কমিশন ২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’
অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

ব্রাজিলের অবিশ্বাস্য প্রত্যাবর্তন: ৬ গোল হজম করেও চ্যাম্পিয়ন

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৭:৩৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৭:৩৩:২১ অপরাহ্ন
ব্রাজিলের অবিশ্বাস্য প্রত্যাবর্তন: ৬ গোল হজম করেও চ্যাম্পিয়ন
শুরুতেই বিধ্বস্ত হওয়া এক দল কীভাবে চূড়ান্ত বিজয়ী হতে পারে, তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ফুটবল দল। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬-০ ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। সেই দলটিই শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলল, পিছনে ফেলে দিল আর্জেন্টিনাকে। টুর্নামেন্টের শুরুর সেই হার ব্রাজিলের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। তবে দলটি ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় এবং চূড়ান্ত পর্বে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে। প্রথম ৪ ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনার পয়েন্ট ছিল সমান ১০ করে, ফলে শেষ ম্যাচের ওপর নির্ভর করছিল শিরোপার ভাগ্য। ভেনেজুয়েলার জোসে অ্যান্তোনিও স্টেডিয়ামে শেষ ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। ৭২ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য। এরপরই ব্রাজিলের দুর্দান্ত প্রত্যাবর্তন। ডেভিড ওয়াশিংটন (৭৩ মিনিট), পেদ্রো (৮৬ মিনিট) এবং রিকার্ডো ম্যাথিয়াস (৮৮ মিনিট) গোল করে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল। এই জয়ে তারা আর্জেন্টিনার চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে যায় এবং গোল পার্থক্যেও (+৪) এগিয়ে থেকে শিরোপার দৌড়ে নিজেদের শীর্ষে নিয়ে যায়। অন্যদিকে, শিরোপা নিশ্চিত করতে হলে আর্জেন্টিনাকে প্যারাগুয়ের বিপক্ষে ৪-০ গোলে জিততে হতো। কিন্তু কঠিন সমীকরণে পড়ে প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে পড়ে দলটি। শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্ন চুরমার হয়ে যায়। এই জয়ে ব্রাজিল তাদের ইতিহাসে ১৩তম বারের মতো অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল। তারা এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল। দ্বিতীয় সর্বোচ্চ ৮টি শিরোপা জিতেছে উরুগুয়ে, আর আর্জেন্টিনার শিরোপার সংখ্যা মাত্র ৫। প্রথম ম্যাচে ৬ গোল হজম করে হতাশ হয়ে পড়েনি ব্রাজিল। তারা নিজেদের গুছিয়ে নিয়ে টুর্নামেন্টের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে এবং সাফল্য অর্জন করেছে। এই জয় শুধু শিরোপা জয় নয়, বরং মানসিক দৃঢ়তার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে বিশ্ব ফুটবলে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স