তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। এই জয়ের ফলে সিরিজে ১-১ সমতা ফেরালো আইরিশরা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভারে ২৪৫ রান তুলে থেমেছে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেছেন ওয়েসলি মাদেভেরে। এছাড়া ফিফটি হাঁকিয়েছেন সিকান্দার রাজাও। ৭৫ বলে ৫৮ রান করেন রাজা। শেষ দিকে ৩৫ বলে ৩৫ রানের ইনিংস খেলেন ওয়েলিংটন মাসাকাদজা। আয়ারল্যান্ডের হয়ে ৪ উইকেট তুলেছেন মার্ক অ্যাডায়ার। ৩ উইকেট শিকার করেন কার্টিস ক্যাম্ফার। জবাব দিতে নেমে শুরুতেই অ্যান্ডি বালবির্নিকে হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। তবে পরিস্থিতি শক্ত হাতে সামাল দেন অধিনায়ক পল স্টার্লিং এবং কার্টিস ক্যাম্ফার। দুজনের দারুণ জুটির ফলে জয়ের ভীত গড়ে ফেলে আয়ারল্যান্ড। ফিফটি হাঁকিয়েছেন দুজনই। সেঞ্চুরির পথে ছিলেন স্টার্লিং। তবে ছুঁতে পারেননি তিন অঙ্কের ম্যাজিক ফিগার। ক্যাম্ফার আউট হয়েছেন ফিফটির একটু পর। ৯৪ বলে ৬৩ রান করে বিদায় নিয়েছেন ক্যাম্ফার। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে মিলে যোগ করেন ১৪৪ রান। স্টার্লিং আউট হন ১০২ বলে ৮৯ রান করে। শেষ দিকে জয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন জর্জ ডকরেল এবং লরকান টাকার। ৮ বল হাতে রেখে ৬ উইকেটের দারুণ এক জয় তুলে নেয় আয়ারল্যান্ড। ৪৮ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন টাকার। ২০ বলে ২০ রান করে টিকে ছিলেন ডকরেল। জিম্বাবুয়ের হয়ে ২ উইকেট তুলেছেন ট্রেভর গুয়ান্দু। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে আজ মঙ্গলবার।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

সিরিজে সমতায় ফিরলো আইরিশরা
- আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৭:৩২:১১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৭:৩২:১১ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ