ঢাকা , মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে দিশাহারা হাজারো পরিবার শুল্ক চাপে ব্যবসা-বাণিজ্য হঠাৎ অস্থির শিক্ষাঙ্গন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারেক রহমান ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ-মির্জা ফখরুল পুরুষশূন্য জোবরা গ্রাম, চবি ক্যাম্পাসে উৎকণ্ঠা অর্ধশত শিক্ষার্থীর মাথায় অস্ত্রের কোপ অনেকের থেঁতলে গেছে হাত-পা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই -আসিফ নজরুল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা নীতিমালা সংশোধন ভোট কক্ষের সংখ্যা কমছে নির্বাচনে তিন বাহিনীকে কাজে লাগানো হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কৌশল নতুন চ্যালেঞ্জে নির্বাচন কমিশন ২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’
শিক্ষক নিয়োগ

দ্রুত আপিল নিষ্পত্তির ব্যবস্থা নেয়ার আহ্বান সাকির

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৩:১০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৩:১০:৪৩ অপরাহ্ন
দ্রুত আপিল নিষ্পত্তির ব্যবস্থা নেয়ার আহ্বান সাকির
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ বাতিল করে দেওয়া হাই কোর্টের রায় পুনর্বিবেচনায় করা আপিলের দ্রুত নিষ্পত্তিতে ‘কার্যকর পদক্ষেপ’ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। গতকাল রোববার দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে হাই কোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের মহাসমাবেশে এসে এ আহ্বান জানান জোনায়েদ সাকি। একটি রিট মামলার প্রেক্ষিতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নির্বাচিত ৬ হাজার ৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করে গত ৬ ফেব্রুয়ারি রায় দেয় হাই কোর্ট। ওই রায় পুনর্বিবেচনায় আপিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা হাই কোর্টের রায়ের পর থেকেই তাদের নিয়োগ নিশ্চিতের দাবিতে আন্দোলন করছেন।নিয়োগ নিশ্চিতের দাবিতে গতকাল রোববার শাহবাগে মহাসমাবেশ করেন শিক্ষকরা। এদিন দুপুরে মহাসমাবেশে আসেন জোনায়েদ সাকি। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দুপুর আড়াইটায় বক্তব্য দেন। সাকি বলেন, “আপনাদের যে দাবি সে দাবির বিষয়ে যাতে চূড়ান্ত মীমাংসা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় করে সেজন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করি। আপনারা দ্রুত কার্যকর উদ্যোগ নেন, যাতে স্বল্পতম সময়ের মধ্যে উচ্চ আদালতে আপিল মীমাংসা হয়।” নিয়োগ বাতিল হওয়ার প্রার্থীদের যোগদানে জটিলতা দ্রুত নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সুপারিশ করবেন বলেও জানান তিনি। জোনায়েদ সাকি আরও বলেন, “এই নিয়োগে যদি কোনো ত্রুটি-বিচ্যুতি থাকে এর দায়তো সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ওপর বর্তায় না। ভুলত্রুটি যদি হয়ে থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হয়েছে।” তিনি প্রার্থীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচির পালনের আহ্বান জানান। দুপুর তিনটার দিকে প্রার্থীরা মহাসমাবেশ শেষ করে মিছিল নিয়ে টিএসসির দিকে চলে যান। গত ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া ৬ হাজার ৫৩১ জনের ফল বাতিল করে হাই কোর্ট। আদালত মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশও দেয়। সেদিন রাত থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স