ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফেনীতে ৩ সমন্বয়ককে পিটিয়ে আহত মেহেরপুরে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে নিহত ৩ পণ্যের নামে বিষ কিনে খাচ্ছেন মানুষ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন-দুদু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনে ইউজিসির নতুন নীতিমালা ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ তারেকের নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু শিল্পখাতে অশনি সংকেত ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা মূল্যস্ফীতির উদ্বেগ কাটেনি বাড়ি ভাড়া-চালের দামে অস্বস্তি একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেয়ার নির্দেশ শাহবাজ শরিফের পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো উসকানিমূলক
শিক্ষক নিয়োগ

দ্রুত আপিল নিষ্পত্তির ব্যবস্থা নেয়ার আহ্বান সাকির

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৩:১০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৩:১০:৪৩ অপরাহ্ন
দ্রুত আপিল নিষ্পত্তির ব্যবস্থা নেয়ার আহ্বান সাকির
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ বাতিল করে দেওয়া হাই কোর্টের রায় পুনর্বিবেচনায় করা আপিলের দ্রুত নিষ্পত্তিতে ‘কার্যকর পদক্ষেপ’ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। গতকাল রোববার দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে হাই কোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের মহাসমাবেশে এসে এ আহ্বান জানান জোনায়েদ সাকি। একটি রিট মামলার প্রেক্ষিতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নির্বাচিত ৬ হাজার ৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করে গত ৬ ফেব্রুয়ারি রায় দেয় হাই কোর্ট। ওই রায় পুনর্বিবেচনায় আপিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা হাই কোর্টের রায়ের পর থেকেই তাদের নিয়োগ নিশ্চিতের দাবিতে আন্দোলন করছেন।নিয়োগ নিশ্চিতের দাবিতে গতকাল রোববার শাহবাগে মহাসমাবেশ করেন শিক্ষকরা। এদিন দুপুরে মহাসমাবেশে আসেন জোনায়েদ সাকি। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দুপুর আড়াইটায় বক্তব্য দেন। সাকি বলেন, “আপনাদের যে দাবি সে দাবির বিষয়ে যাতে চূড়ান্ত মীমাংসা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় করে সেজন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করি। আপনারা দ্রুত কার্যকর উদ্যোগ নেন, যাতে স্বল্পতম সময়ের মধ্যে উচ্চ আদালতে আপিল মীমাংসা হয়।” নিয়োগ বাতিল হওয়ার প্রার্থীদের যোগদানে জটিলতা দ্রুত নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সুপারিশ করবেন বলেও জানান তিনি। জোনায়েদ সাকি আরও বলেন, “এই নিয়োগে যদি কোনো ত্রুটি-বিচ্যুতি থাকে এর দায়তো সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ওপর বর্তায় না। ভুলত্রুটি যদি হয়ে থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হয়েছে।” তিনি প্রার্থীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচির পালনের আহ্বান জানান। দুপুর তিনটার দিকে প্রার্থীরা মহাসমাবেশ শেষ করে মিছিল নিয়ে টিএসসির দিকে চলে যান। গত ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া ৬ হাজার ৫৩১ জনের ফল বাতিল করে হাই কোর্ট। আদালত মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশও দেয়। সেদিন রাত থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স