ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সংলাপে সমাধানের পথ খুঁজছে বিএনপি জাবির ৯ শিক্ষক বরখাস্ত ২৫৯ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার সেমিনারের ঘোষণা বিএনপির ৩ অঙ্গ সংগঠনের শুধু আ’লীগ করে বলে আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ চট্টগ্রামে বন উজাড় করে অর্থনৈতিক অঞ্চল আরও এক পুলিশ সুপার সাময়িক বরখাস্ত টাঙ্গাইলে রাস্তার কাজের টাকা আত্মসাৎ পাসপোর্ট অধিদপ্তরের ‘টাকার কুমির’ সেই মামুন বরখাস্ত বাংলাদেশের পোশাক রফতানি বাড়ছে ভারতে নিষিদ্ধ ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল, বিবিসিকে সতর্কবার্তা ইউক্রেন যুদ্ধে সৈন্য পাঠানোর কথা নিশ্চিত করলো উত্তর কোরিয়া বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার ২৬টি রাফালে এম যুদ্ধবিমান কিনতে ফ্রান্স-ভারত চুক্তি ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ৭৮ পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে হতাহত ২৩ ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে : পাকিস্তানের মন্ত্রী রাশিয়ার সীমান্ত অঞ্চলে শতাধিক ড্রোন হামলা করছে ইউক্রেন: মস্কো স্পিরিট অ্যারো সিস্টেমসের সম্পদ কেনার চূড়ান্ত চুক্তি করলো এয়ারবাস ওষুধ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় চায় সিঙ্গাপুর

তুলুজের বিপক্ষে জয় পেলো পিএসজি

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ১০:৪৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ১০:৪৩:০৩ অপরাহ্ন
তুলুজের বিপক্ষে জয় পেলো পিএসজি
ফরাসি লিগ ওয়ানে তুলুজের বিপক্ষে ১-০ গোলে জিতেছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। গত শনিবার ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন ফাবিয়ান রুইজ। এতে ফরাসি লিগ ওয়ানে চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিতই থাকলো পিএসজি। পাশাপাশি শীর্ষস্থান আরও শক্তিশালী করেছে ক্লাবটির। ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে লুইস এনরিকের দল। ২৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে তুলুজ। তুলুজের ঘরের মাঠে প্রথমার্ধে কাভিচা খারাতখেলিয়া, লি কাং-ইন, দেজিরে দোয়ে ও লুকাস হার্নান্দেজ একাধিকবার সুযোগ পেলেও গোলের দেখা পায়নি পিএসজি। অন্যদিকে তুলুজও ছন্দ খুঁজে পেতে ধুঁকেছে। বিরতির ঠিক ৭মিনিট পর গোলের দেখা পায় পিএসজি। উইলিয়ান পাচোর হেড ক্রসবারে লেগে ফিরে এলে রিবাউন্ড থেকে বল জালে পাঠান ফাবিয়ান রুইজ। রুইজ ম্যাচ শেষে বলেন, ‘উইং দিয়ে জায়গা বের করা কঠিন ছিল। আমরা বল দখলে রাখার চেষ্টা করছিলাম, বেশ কিছু সুযোগও পেয়েছিলাম। শেষ পর্যন্ত একটি গোলই যথেষ্ট হয়েছে।’ এদিন বড় ব্যবধানে জয়ের সুযোগ হাতছাড়া করেছে পিএসজি। একাধিক সুযোগ পেলেও লিড বাড়াতে ব্যর্থ হয় বর্তমান চ্যাম্পিয়নরা। সবচেয়ে ভালো সুযোগ এসেছিল ব্র্যাডলি বারকোলার শট থেকে, যা তুলুজের বদলি গোলকিপার জেটিল হাউগ অসাধারণ দক্ষতায় রুখে দেন। এর আগে প্রথমার্ধের শেষ দিকে মূল গোলকিপার গিয়োম রেস্টেস চোট পেয়ে মাঠ ছাড়েন। তুলুজ আক্রমণে তেমন সুযোগ তৈরি করতে পারেনি। তবে প্রতিরক্ষায় ভালোভাবে নিজেদের গুছিয়ে নিয়ে পিএসজিকে আর কোনো গোল করতে দেয়নি স্বাগতিকরা। চতুর্থ দল হিসেবে পিএসজি ফরাসি লিগে টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করেছে পিএসজি। তবে দলটির কোচ লুইস এনরিকে জানান, রেকর্ড নয় বরং শিরোপা জয়ই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, ‘আমরা লিগ জিততে চাই। যদি সেটা অপরাজিত থেকে করা যায়, তাহলে দারুণ। তবে অপরাজিত থাকার কোনো বিশেষ লক্ষ্য আমাদের নেই।’ আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে ব্রেস্টের বিপক্ষে দ্বিতীয় লেগ খেলবে পিএসজি। প্রথম লেগে ৩-০ ব্যবধানে সহজ জয় পেয়েছিল তারা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স