ঢাকা , বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পুলিশের জন্য বিপুলসংখ্যক গাড়ি কেনার উদ্যোগ ১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না আবাসন ব্যবসায়ীদের দুর্দিন কাটছে না যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন আলোচনায় বসবো না যা ইচ্ছা করুন মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে কিল সুইচ সংঘাত থেকে বাঁচতে লেবাননে পালাচ্ছেন সিরীয়রা ইউক্রেনের পর ৩ দেশে হামলা করবেন পুতিন বিপরীতমুখী অবস্থানে ভারত-যুক্তরাষ্ট্র নিহত ২৭ সশস্ত্র হামলাকারী উদ্ধার ১৫৫ যাত্রী অনুপ্রবেশে ৫ বছর কারাদণ্ড লিভারপুলকে কাঁদিয়ে কোয়ার্টারে পিএসজি লেভারকুজেনের সাথে জয় পেলো বায়ার্ন বেনফিকার বিপক্ষে সহজ জয় পেলো বার্সা আফগানিস্তান সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড জানা গেলো যে জন্য কেন্দ্রীয় চুক্তিতে নেই শামীম তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি, বড়ো ব্যবধানে জয় পেলো মোহামেডান কোন ম্যাচ না খেলেই দেশে ফিরছে বাংলাদেশ টাইগার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফগানিস্তানকে নিষিদ্ধের আহ্বান রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব

ইউনাইটেডের জালে সিটির একহালি গোল

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ১০:৩৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ১০:৩৭:২৪ অপরাহ্ন
ইউনাইটেডের জালে সিটির একহালি গোল
পেপ গার্দিওলা এতদিন কেন সন্ধান পাননি মিশরীয় তারকা ওমর খালেদ মোহাম্মদ আবদ এলসালা মারমোশের? জানুয়ারিতেই ম্যানসিটিতে যোগ দিয়েছিলেন তিরি। অবশেষে নিউক্যাসলের মাঠে গিয়ে ওমর মারমোশকে মাঠে নামালেন ম্যানসিটি কোচ। মাঠে নেমেই সুযোগ সর্বোচ্চ সদ্ব্যবহার করলেন তিনি। প্রথমার্ধেই মাত্র ১৩ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেন এই মিশরীয় তারকা। নতুন তারকার দুর্দান্ত হ্যাটট্রিকে ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের জালে একহালি গোল দিয়েছে ম্যানসিটি। জয় নিয়ে ফিরেছে ৪-০ গোলের ব্যবধানে। নিঃসন্দেহে মোহাম্মদ সালাহর পর আরও এক অসাধারণ তারকার সন্ধান পেলো মিশর। যদিও এরমধ্যে মিশরের হয়ে ৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। গোল করেছেন মাত্র ৬টি। তবে সিটিতে গিয়ে নিজেকে মেলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও নিশ্চয় অসাধারণ পারফম্যান্স দেখাতে পারবেন তিনি। ওমর মারমোশ ছাড়াও সিটির হয়ে গোল করেন হামেশ ম্যাকাতি। এই জয়ে প্রিমিয়ার লিগের চতুর্থ স্থানে উঠে এলো সিটি। ২৫ ম্যাচে তাদের অর্জন ৪৪ পয়েন্ট। ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। নিউক্যাসল ৪১ পয়েন্ট নিয়ে নেমে গেছে ৭ম স্থানে। ২৬ বছর বয়সী মারমোশ ১৯তম মিনিটে ম্যানসিটিকে লিড এনে দেন। গোলরক্ষক এডারসনের লম্বা একটি পাস। নিউক্যাসলের ডিফেন্ডার কিয়েরান ত্রিপিয়ার বুঝতে পারেননি। ফলে বল চলে যায় মারমোশের পায়ে। দারুণ এক লবে নিউক্যাসলের গোলে জড়িয়ে দেন তিনি। ৫ মিনিট পর, ম্যাচরে ২৪তম মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। ইলকায় গুন্দোয়ানের পাস থেকে বল পেয়ে গোলটি করেন তিনি। ৩৩তম মিনিটে ইতিহাস সৃষ্টি করে হ্যাটট্রিকই করে ফেলেন ফ্রাঙ্কফুর্ট থেকে আনা মিশরীয় এই তারকা। সাভিনহোর পাস থেকে বল পেয়েছিলেন ওমর মারমোশ। ৮৪ মিনিটে শেষ গোলটি করেন হামেশ ম্যাকাতি। জয়ের পর বিবিসিকে মারমোশ বলেন, ‘সত্যিই অসাধারণ একটি দিন কাটলো আমার। দারুণ লাগছে। তিন পয়েন্ট। প্রথম মিনিট থেকেই আমরা চেষ্টা করছি এবং ম্যাচ জিতেছি।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স