ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হঠাৎ অস্থির শিক্ষাঙ্গন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারেক রহমান ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ-মির্জা ফখরুল পুরুষশূন্য জোবরা গ্রাম, চবি ক্যাম্পাসে উৎকণ্ঠা অর্ধশত শিক্ষার্থীর মাথায় অস্ত্রের কোপ অনেকের থেঁতলে গেছে হাত-পা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই -আসিফ নজরুল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা নীতিমালা সংশোধন ভোট কক্ষের সংখ্যা কমছে নির্বাচনে তিন বাহিনীকে কাজে লাগানো হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কৌশল নতুন চ্যালেঞ্জে নির্বাচন কমিশন ২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’ সাইমন টোফেলকে নিয়োগ দিলো বিসিবি কর্মশালার মাধ্যমে জাপানিজ ভাষা শিক্ষা দিচ্ছে আর আর গ্রুপ

প্রিমিয়ার লিগে এখনো দল শূন্য লিটন-মুমিনুল

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ১০:৩৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ১০:৩৬:৩০ অপরাহ্ন
প্রিমিয়ার লিগে এখনো দল শূন্য লিটন-মুমিনুল
মেহেদী হাসান মিরাজের জায়গায় তিনি সহ-অধিনায়ক হয়ে দুবাই গেলেও অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু সময় খারাপ হলে বুঝি এমনই হয়। বলা হচ্ছে লিটন দাসের কথা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেই জায়গা হয়নি ডানহাতি এ ব্যাটারের। সেটাই শেষ নয়, ঢাকার ক্লাব ক্রিকেটের একমাত্র আসর প্রিমিয়ার লিগেও এখনো দল পাননি লিটন। লিটন একা নন, খোঁজ নিয়ে জানা গেছে, এখনো ঢাকার ক্লাব লিগে দল পাননি মুুমিনুল হকও। তবে জানা গেছে, মুমিনুলের সঙ্গে লিজেন্ডস অব রূপগঞ্জের কথা-বার্তা চলছে। হয়তো বাঁহাতি অভিজ্ঞ ব্যাটারকে রূপগঞ্জের জার্সিতে দেখা যেতে পারে। গতকাল রোববার পর্যন্ত কোনো দলের সঙ্গে কথা-বার্তা চূড়ান্ত হয়নি লিটনের। গতবার আবাহনীর হয়ে খেলা লিটনের ব্যাপারে কোনো দল কেন আগ্রহ দেখাচ্ছে না, তা নিয়ে জেগেছে প্রশ্ন। খোঁজ নিয়ে জানা গেছে, পারিশ্রমিক বেশি। তাই মাঝারী ও ছোট সারির দলগুলো লিটনের প্রতি উৎসাহ দেখায়নি। ধারণা করা হচ্ছিল, পুরোনো দল আবাহনীর হয়ে খেলতে পারেন লিটন। কিন্তু আবাহনী কোচ হান্নান সরকার গতকাল রোববার দুপুরে নিশ্চিত করেছেন, ‘নাহ, লিটন প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলছে না।’ কেন এ বরেণ্য ব্যাটারকে দলে নেওয়া হলো না? এ প্রশ্নের মুখোমুখি হয়ে আবাহনী কোচ বলেন, ‘লিটনের ডিমান্ড অনেক। আবাহনীর পক্ষে এমন উচ্চপর্যায়ের চাহিদা পূরন করা সম্ভব হবে না এ বছর। তাই লিটনের আবাহনীতে খেলার কোনোই সম্ভাবনা নেই।’ এদিকে লিটন ও মুমিনুল এখন বেঙ্গল ‘টাইগার্সের’ হয়ে কোচ সোহেল ইসলামের অধীনে কোচিং করছেন। গতকাল সকালে শেরে বাংলায় অনুশীলন শুরু হয়েছে বেঙ্গল টাইগার্সের। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বলে রাখা ভালো, তারকা ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদেরও নতুন বছরে পর্যন্ত দল মেলেনি এখনো। তবে এ দেশ সেরা পেসারের সঙ্গেও কথা চলছে লিজেন্ডস অব রূপগঞ্জের। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের বাইরে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই চলছে ১০ দিনের টাইগার্সের অনুশীলন। লিটন, মুমিনুল ছাড়াও টেস্ট স্পেশালিস্ট সাদমান ইসলাম, মাহমুদুল হাসায় জয়, সাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, নাইম হাসানসহ ২১ ক্রিকেটার অংশ নিচ্ছেন এ ক্যাম্পে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স