ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া ফেরত পাঠানো ৩ জন কারাগারে পবিত্র আশুরা আজ সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত পবিত্র আশুরা ন্যায় প্রতিষ্ঠায় সাহস জোগাবে-প্রধান উপদেষ্টা ত্রয়োদশ নির্বাচন নিয়ে বিরোধ তুঙ্গে চুয়াডাঙ্গায় ট্যাংকলরি ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ডিএসসিসির মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ সময়ের দাবি : বিএসআরইএ ঢাকা বিভাগে ৫৬ সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা খেলাফত মজলিসের এ কে আজাদের বাড়িতে হামলা: ১৬ বিএনপি নেতার নামে মামলা রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার তিন শূন্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান পরিবেশ উপদেষ্টার অগ্রিম কর বাড়ায় গণপরিবহনে জটিলতা বাড়ার শঙ্কা ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়ি, বরসহ নিহত ৮ মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ পৌঁছেছে ৩৭ ট্রিলিয়ন ডলারে

প্রিমিয়ার লিগে এখনো দল শূন্য লিটন-মুমিনুল

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ১০:৩৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ১০:৩৬:৩০ অপরাহ্ন
প্রিমিয়ার লিগে এখনো দল শূন্য লিটন-মুমিনুল
মেহেদী হাসান মিরাজের জায়গায় তিনি সহ-অধিনায়ক হয়ে দুবাই গেলেও অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু সময় খারাপ হলে বুঝি এমনই হয়। বলা হচ্ছে লিটন দাসের কথা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেই জায়গা হয়নি ডানহাতি এ ব্যাটারের। সেটাই শেষ নয়, ঢাকার ক্লাব ক্রিকেটের একমাত্র আসর প্রিমিয়ার লিগেও এখনো দল পাননি লিটন। লিটন একা নন, খোঁজ নিয়ে জানা গেছে, এখনো ঢাকার ক্লাব লিগে দল পাননি মুুমিনুল হকও। তবে জানা গেছে, মুমিনুলের সঙ্গে লিজেন্ডস অব রূপগঞ্জের কথা-বার্তা চলছে। হয়তো বাঁহাতি অভিজ্ঞ ব্যাটারকে রূপগঞ্জের জার্সিতে দেখা যেতে পারে। গতকাল রোববার পর্যন্ত কোনো দলের সঙ্গে কথা-বার্তা চূড়ান্ত হয়নি লিটনের। গতবার আবাহনীর হয়ে খেলা লিটনের ব্যাপারে কোনো দল কেন আগ্রহ দেখাচ্ছে না, তা নিয়ে জেগেছে প্রশ্ন। খোঁজ নিয়ে জানা গেছে, পারিশ্রমিক বেশি। তাই মাঝারী ও ছোট সারির দলগুলো লিটনের প্রতি উৎসাহ দেখায়নি। ধারণা করা হচ্ছিল, পুরোনো দল আবাহনীর হয়ে খেলতে পারেন লিটন। কিন্তু আবাহনী কোচ হান্নান সরকার গতকাল রোববার দুপুরে নিশ্চিত করেছেন, ‘নাহ, লিটন প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলছে না।’ কেন এ বরেণ্য ব্যাটারকে দলে নেওয়া হলো না? এ প্রশ্নের মুখোমুখি হয়ে আবাহনী কোচ বলেন, ‘লিটনের ডিমান্ড অনেক। আবাহনীর পক্ষে এমন উচ্চপর্যায়ের চাহিদা পূরন করা সম্ভব হবে না এ বছর। তাই লিটনের আবাহনীতে খেলার কোনোই সম্ভাবনা নেই।’ এদিকে লিটন ও মুমিনুল এখন বেঙ্গল ‘টাইগার্সের’ হয়ে কোচ সোহেল ইসলামের অধীনে কোচিং করছেন। গতকাল সকালে শেরে বাংলায় অনুশীলন শুরু হয়েছে বেঙ্গল টাইগার্সের। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বলে রাখা ভালো, তারকা ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদেরও নতুন বছরে পর্যন্ত দল মেলেনি এখনো। তবে এ দেশ সেরা পেসারের সঙ্গেও কথা চলছে লিজেন্ডস অব রূপগঞ্জের। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের বাইরে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই চলছে ১০ দিনের টাইগার্সের অনুশীলন। লিটন, মুমিনুল ছাড়াও টেস্ট স্পেশালিস্ট সাদমান ইসলাম, মাহমুদুল হাসায় জয়, সাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, নাইম হাসানসহ ২১ ক্রিকেটার অংশ নিচ্ছেন এ ক্যাম্পে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স