ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সংলাপে সমাধানের পথ খুঁজছে বিএনপি জাবির ৯ শিক্ষক বরখাস্ত ২৫৯ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার সেমিনারের ঘোষণা বিএনপির ৩ অঙ্গ সংগঠনের শুধু আ’লীগ করে বলে আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ চট্টগ্রামে বন উজাড় করে অর্থনৈতিক অঞ্চল আরও এক পুলিশ সুপার সাময়িক বরখাস্ত টাঙ্গাইলে রাস্তার কাজের টাকা আত্মসাৎ পাসপোর্ট অধিদপ্তরের ‘টাকার কুমির’ সেই মামুন বরখাস্ত বাংলাদেশের পোশাক রফতানি বাড়ছে ভারতে নিষিদ্ধ ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল, বিবিসিকে সতর্কবার্তা ইউক্রেন যুদ্ধে সৈন্য পাঠানোর কথা নিশ্চিত করলো উত্তর কোরিয়া বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার ২৬টি রাফালে এম যুদ্ধবিমান কিনতে ফ্রান্স-ভারত চুক্তি ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ৭৮ পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে হতাহত ২৩ ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে : পাকিস্তানের মন্ত্রী রাশিয়ার সীমান্ত অঞ্চলে শতাধিক ড্রোন হামলা করছে ইউক্রেন: মস্কো স্পিরিট অ্যারো সিস্টেমসের সম্পদ কেনার চূড়ান্ত চুক্তি করলো এয়ারবাস ওষুধ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় চায় সিঙ্গাপুর

প্রিমিয়ার লিগে এখনো দল শূন্য লিটন-মুমিনুল

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ১০:৩৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ১০:৩৬:৩০ অপরাহ্ন
প্রিমিয়ার লিগে এখনো দল শূন্য লিটন-মুমিনুল
মেহেদী হাসান মিরাজের জায়গায় তিনি সহ-অধিনায়ক হয়ে দুবাই গেলেও অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু সময় খারাপ হলে বুঝি এমনই হয়। বলা হচ্ছে লিটন দাসের কথা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেই জায়গা হয়নি ডানহাতি এ ব্যাটারের। সেটাই শেষ নয়, ঢাকার ক্লাব ক্রিকেটের একমাত্র আসর প্রিমিয়ার লিগেও এখনো দল পাননি লিটন। লিটন একা নন, খোঁজ নিয়ে জানা গেছে, এখনো ঢাকার ক্লাব লিগে দল পাননি মুুমিনুল হকও। তবে জানা গেছে, মুমিনুলের সঙ্গে লিজেন্ডস অব রূপগঞ্জের কথা-বার্তা চলছে। হয়তো বাঁহাতি অভিজ্ঞ ব্যাটারকে রূপগঞ্জের জার্সিতে দেখা যেতে পারে। গতকাল রোববার পর্যন্ত কোনো দলের সঙ্গে কথা-বার্তা চূড়ান্ত হয়নি লিটনের। গতবার আবাহনীর হয়ে খেলা লিটনের ব্যাপারে কোনো দল কেন আগ্রহ দেখাচ্ছে না, তা নিয়ে জেগেছে প্রশ্ন। খোঁজ নিয়ে জানা গেছে, পারিশ্রমিক বেশি। তাই মাঝারী ও ছোট সারির দলগুলো লিটনের প্রতি উৎসাহ দেখায়নি। ধারণা করা হচ্ছিল, পুরোনো দল আবাহনীর হয়ে খেলতে পারেন লিটন। কিন্তু আবাহনী কোচ হান্নান সরকার গতকাল রোববার দুপুরে নিশ্চিত করেছেন, ‘নাহ, লিটন প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলছে না।’ কেন এ বরেণ্য ব্যাটারকে দলে নেওয়া হলো না? এ প্রশ্নের মুখোমুখি হয়ে আবাহনী কোচ বলেন, ‘লিটনের ডিমান্ড অনেক। আবাহনীর পক্ষে এমন উচ্চপর্যায়ের চাহিদা পূরন করা সম্ভব হবে না এ বছর। তাই লিটনের আবাহনীতে খেলার কোনোই সম্ভাবনা নেই।’ এদিকে লিটন ও মুমিনুল এখন বেঙ্গল ‘টাইগার্সের’ হয়ে কোচ সোহেল ইসলামের অধীনে কোচিং করছেন। গতকাল সকালে শেরে বাংলায় অনুশীলন শুরু হয়েছে বেঙ্গল টাইগার্সের। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বলে রাখা ভালো, তারকা ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদেরও নতুন বছরে পর্যন্ত দল মেলেনি এখনো। তবে এ দেশ সেরা পেসারের সঙ্গেও কথা চলছে লিজেন্ডস অব রূপগঞ্জের। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের বাইরে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই চলছে ১০ দিনের টাইগার্সের অনুশীলন। লিটন, মুমিনুল ছাড়াও টেস্ট স্পেশালিস্ট সাদমান ইসলাম, মাহমুদুল হাসায় জয়, সাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, নাইম হাসানসহ ২১ ক্রিকেটার অংশ নিচ্ছেন এ ক্যাম্পে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স