ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফেনীতে ৩ সমন্বয়ককে পিটিয়ে আহত মেহেরপুরে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে নিহত ৩ পণ্যের নামে বিষ কিনে খাচ্ছেন মানুষ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন-দুদু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনে ইউজিসির নতুন নীতিমালা ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ তারেকের নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু শিল্পখাতে অশনি সংকেত ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা মূল্যস্ফীতির উদ্বেগ কাটেনি বাড়ি ভাড়া-চালের দামে অস্বস্তি একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেয়ার নির্দেশ শাহবাজ শরিফের পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো উসকানিমূলক

অবশেষে আইপিএলে ডাক পেলেন মুজিব

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ১০:৩৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ১০:৩৫:৫৮ অপরাহ্ন
অবশেষে আইপিএলে ডাক পেলেন মুজিব
আইপিএলে দল পেয়েছেন আফগান স্পিনার মুজিব-উর-রহমান। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি তো বটেই আইপিএল থেকেও ছিটকে গেছেন আফগান তারকা এএম গাজানফার। তার বদলি হিসেবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন আরেক আফগান স্পিনার মুজিব। আফগানিস্তানের জিম্বাবুয়ে সফরে চোট পান এএম গাজানফার। মেরুদন্ডের চোটের কারণে চার মাস মাঠের বাইরে থাকতে হবে এই স্পিনারকে। ফলে আইপিএলে খেলা হবে না তার। তাকে দলে ভেড়াতে ৪.৮ কোটি রূপি খরচ করেছিল মুম্বাই। তার বদলি হিসেবে মুজিব - উর - রহমানকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মুম্বাই। এ বিষয়ে এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘২০২৫ আইপিএলের জন্য গাজানফারের বিকল্প ক্রিকেটার হিসেবে মুজিবকে নিয়েছে মুম্বাই। ইনজুরির কারণে তিনি পুরো মৌসুম ছিটকে গেছেন। এর আগে অফস্পিনার মুজিব আইপিএলে ১৯টি ম্যাচে শিকার করেন ১৯ উইকেট। তাকে মুম্বাই নিয়েছে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে।’ ২৩ বছর বয়সী মুজিব ক্যারিয়ারে ২৫৬টি টি-টোয়েন্টিতে খেলেছেন। যেখানে ২৩.৬৭ গড়ে এবং ৬.৭৫ ইকোনমিতে ২৭৫টি উইকেট নিয়েছেন তিনি। এবারই প্রথম আইপিএলে খেলবেন পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এর পাঞ্জাব কিংসের হয়েও আইপিএল মাতিয়েছেন তিনি। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলেন এই তারকা স্পিনার। সম্প্রতি এসএ-টোয়েন্টিতে মাঠ মাতিয়েছেন মুজিব। এই আসরে ১২টি ম্যাচে ১৪টি উইকেট নেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিও খেলেছেন এই স্পিনার। যদিও আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে জায়গা হয়নি তার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য