 
                            
                        শিগগিরই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক-আলী রিয়াজ
- আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০৩:০২:৫৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০৩:০২:৫৩ অপরাহ্ন
 
                                  
                     
                             
                            
                            
                               সংস্কার কমিশনগুলোর রিপোর্ট নিয়ে শিগগিরই প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা করে বৈঠক করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ। তিনি বলেন, যতদ্রুত সম্ভব আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাই। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ফরেন সার্ভিস একাডেমিতে চলা জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আলী রিয়াজ বলেন, আজকের (শনিবার) বৈঠকে সবগুলো রাজনৈতিক দলই ঐকমত্য পোষণ করেছে যে, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আর কোনও বিকল্প নেই। এমনকি সবগুলো দলই সংস্কার কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকারকে সহযোগী করবেন বলে একমত হয়েছেন, এমনকি তারা সরকারের সংস্কার কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছেন। আমরা মনে করি প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব আমাদের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, সংলাপের ক্ষেত্রে আমরা যত দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছাতে চাই। কিন্তু যেহেতু ছয়টি কমিশনের প্রতিবেদন আমরা রাজনৈতিক দলগুলোকে পাঠাচ্ছি, এগুলো পর্যালোচনা করার জন্য তাদেরকে কিছুটা সময় দিতে হবে। আমরা চাই অত্যন্ত দ্রুততার সঙ্গে সংলাপটি সম্পন্ন হোক। কেননা, এই সংস্কারকর কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐকমত্যটা প্রতিষ্ঠা করা দরকার। যেন আমরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের পথে অগ্রসর হতে পারি। সংস্কার কমিশনকে বেঁধে দেয়া ছয় মাসের মধ্যেই সংলাপ হবে কি না জানতে চাইলে আলী রিয়াজ বলেন, আমরা আশা করছি, যদি সম্ভব হয় ছয় মাসের মধ্যেই করে ফেলব। তবে আমরা তো সংস্কার প্রতিবেদনগুলো মাত্র পেয়েছি। রাজনৈতিক দলগুলোকেও প্রতিবেদনগুলো পর্যালোচনা করতে হবে। এ লক্ষ্যে তাদেরকে সময়ও দিতে হবে। ফলে আমরা মনে করছি কিছুটা সময় লাগবে। তবে বাস্তবতা হলো, আমরা যত দ্রুত সম্ভব সংলাপ এবং পর্যালোচনাগুলো শুরু করতে চাচ্ছি। তিনি আরও বলেন, বৈঠকে ড. ইউনূস জানিয়েছেন এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। রাজনৈতিক দল, নাগরিক এবং দেশের মানুষ হিসেবে সবার দায়িত্ব হচ্ছে সংস্কার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা আশা করছি জাতীয় ঐকমত্য কমিশনের কাজ এখন শুরু হবে। আমরা আলাদা-আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলব। প্রক্রিয়াটা আমরা দীর্ঘসূত্রী করতে চাই না।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে এখন পর্যন্ত যেসব সংস্কার প্রতিবেদন হাতে এসেছে সেগুলো তাদের কাছে পৌঁছে দেয়ার জন্য। আমরা এ ব্যাপারে খুব দ্রুতই ব্যবস্থা নেব।
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
                            
                       
     কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
  স্টাফ রিপোর্টার
 স্টাফ রিপোর্টার  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                