ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফেনীতে ৩ সমন্বয়ককে পিটিয়ে আহত মেহেরপুরে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে নিহত ৩ পণ্যের নামে বিষ কিনে খাচ্ছেন মানুষ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন-দুদু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনে ইউজিসির নতুন নীতিমালা ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ তারেকের নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু শিল্পখাতে অশনি সংকেত ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা মূল্যস্ফীতির উদ্বেগ কাটেনি বাড়ি ভাড়া-চালের দামে অস্বস্তি একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেয়ার নির্দেশ শাহবাজ শরিফের পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো উসকানিমূলক

আশুলিয়ায় ১২শ’ পিস ইয়াবা উদ্ধার আটক ৩

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ১১:০৩:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ১১:০৩:৫০ পূর্বাহ্ন
আশুলিয়ায় ১২শ’ পিস ইয়াবা উদ্ধার আটক ৩
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি আশুলিয়ায় অভিযান চালিয়ে নারীসহ তিন মাদককারবারিকে আটক করেছেন পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিকী। এর আগে, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-ঢাকার আশুলিয়া থানাধীন ধলপুর এলাকার মো. বাদশা মিয়ার ছেলে মো. আরিফ মিয়া (৩২) ও তার স্ত্রী মোসা. মিতানুর বেগম (২৬) এবং শরিয়তপুরের জাজিরা থানার গুলারচর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. আল আমিন (২২)। সে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ হাউজিং রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল। আটক তিনজনই মাদককারবারি বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়া থানার এসআই মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালানোর চেষ্টা করে। পরে এক নারীসহ তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা ১ হাজার ২শ ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩ লাখ ৬৩ হাজার টাকা। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিকী জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে নানা কৌশলে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য