ঢাকা , বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
টি-টোয়েন্টি বোলিং চার্টে বাংলাদেশের তিন তারকার দাপট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ ডট বলের বেড়াজালে বাংলাদেশ আইএল টি-টোয়েন্টিতে সাকিবদের এমআই এমিরেটসে পুরান-পোলার্ড নেটে বলের আঘাতে প্রাণ গেল অস্ট্রেলিয়ান তরুণ ক্রিকেটারের গুরুতর চোটে ছয় সপ্তাহ মাঠের বাইরে পেদ্রি ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে শতবর্ষের লজ্জায় লিভারপুল ঐকমত্য কমিশনের প্রতিবেদন সহজভাবে প্রকাশের আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে-প্রধান উপদেষ্টা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা হবে-প্রেস সচিব ঐকমত্য কমিশন প্রতারণা করেছে-ফখরুল ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশের ওপর চাপ বাড়াবে ব্রিটিশ পার্লামেন্ট গ্রুপ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ অর্ধশত শিক্ষক আহত ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল নির্বাচন নাও হতে পারে, জুলাই সনদ আগে হতে হবে-ডা. তাহের কমিশনের সুপারিশ বাদ দিয়ে দুদক সংশোধন খসড়া অনুমোদনে টিআইবির উদ্বেগ জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই- নাহিদ ইসলাম তত্ত্বাবধায়ক সরকার ফের আলোচনায় ডিজিটাল লেনদেনে বছরে ২০ হাজার কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা

আশুলিয়ায় ১২শ’ পিস ইয়াবা উদ্ধার আটক ৩

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ১১:০৩:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ১১:০৩:৫০ পূর্বাহ্ন
আশুলিয়ায় ১২শ’ পিস ইয়াবা উদ্ধার আটক ৩
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি আশুলিয়ায় অভিযান চালিয়ে নারীসহ তিন মাদককারবারিকে আটক করেছেন পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিকী। এর আগে, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-ঢাকার আশুলিয়া থানাধীন ধলপুর এলাকার মো. বাদশা মিয়ার ছেলে মো. আরিফ মিয়া (৩২) ও তার স্ত্রী মোসা. মিতানুর বেগম (২৬) এবং শরিয়তপুরের জাজিরা থানার গুলারচর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. আল আমিন (২২)। সে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ হাউজিং রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল। আটক তিনজনই মাদককারবারি বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়া থানার এসআই মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালানোর চেষ্টা করে। পরে এক নারীসহ তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা ১ হাজার ২শ ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩ লাখ ৬৩ হাজার টাকা। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিকী জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে নানা কৌশলে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য