ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

সরিষার বাম্পার ফলন কৃষক খুশি

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ১০:৩৪:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ১০:৩৪:৩৮ পূর্বাহ্ন
সরিষার বাম্পার ফলন কৃষক খুশি
শেরপুর প্রতিনিধি ঝিনাইগাতীতে সরিষার বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার সরিষার মাঠে কিছুদিন আগেও যেখানে বাতাসে দুলছিল হলুদ ফুল। আর ফুল ফুলে মধু আহরণে ভিড় ছিল মৌমাছিদের। এখন ওই সরিষার মাঠে চলছে সরিষা মাড়াইয়ের ধুম। কৃষকরা জানান, এ বছর আবহাওয়া অনকুলে থাকায় ভালো ফলন হয়েছে । চাহিদা অনুযায়ী ফলনে খুশি তারা। বাজারে প্রতিমণ কাঁচা সরিষা ২ হাজার ৬শ টাকা থেকে ৩ হাজার টাকা ও শুকনা সরিষা ৩ হাজার ৫শ টাকা মূল্যে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে ঝিনাইগাতী উপজেলায় এক হাজার ৬০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আর আবাদ হয়েছে এক হাজার ৪৫০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৯০ হেক্টর বেশি। উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা জানান, সরকারিভাবে বিনামূল্যে সার, বীজসহ পর্যাপ্ত সহযোগিতার পাশাপাশি আমন ও বোরো ফসলের মাঝের সময়ে বাড়তি ফসল হিসেবে সরিষার আবাদ লাভজনক হওয়ায় এর আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সরিষা আবাদে সেচ ও সার খরচ কম হওয়ায় এর আবাদও বেড়েছে । বালিয়াগাঁও গ্রামের কৃষক আবু হারেজ বলেন, এবারের বন্যায় আমার চাষ করা আমন ধান নষ্ট হয়েছিল। পরে কৃষিপ্রণোদনা হিসেবে কৃষি অফিস থেকে বিনামূল্যে সার, বীজ দেওয়ায় উৎসাহিত হয়ে সরিষার চাষ করেছিলাম। আমি সরিষা কাটাই-মাড়াই শেষ করেছি। ফলন ভালো পেয়েছি এবং বাজারে দামও ভালো পাচ্ছি।বন্দভাটপাড়া গ্রামের কৃষক মো. মাসুদ মিয়া বলেন, ‘আমি ৪০ শতাংশ জমিতে সরিষা চাষ করেছিলাম। এতে খরচ হয়েছিল মাত্র ৩ হাজার ৫শ টাকা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফলন ভালো হয়েছে। সরিষা কাটাই-মাড়াই শেষ করে বাজারে ২২ হাজার টাকার সরিষা বিক্রি করেছি। ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, এ উপজেলায় প্রায় দশ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে এক কেজি করে সরিষা বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার দেওয়া হয়। এছাড়া সরিষা চাষের পদ্ধতি বিষয়ে কৃষকদের প্রশিক্ষণও দেওয়া হয়। ধানের তুলনায় সরিষা চাষ লাভজনক হওয়ায় চাষির সরিষা চাষে ঝুঁকছে এবং অনেকটা বিনা খরচে লাভের মুখ দেখছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ