ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ আমতলীতে প্রকাশিত সংবাদের গুরুত্ব ধামাচাপা দিতে গিয়ে সুপারের সংবাদ সম্মেলন গাজীপুরে সন্ত্রাসী সুমন শেখের টর্চার সেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৩ ডিজিটাল হচ্ছে বিনিয়োগকারীদের নিরাপত্তা ছাড়পত্র গণধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেন ঢাবি থেকে বহিষ্কার নির্বাচন সামনে রেখে ৪ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে-আইজিপি মাতারবাড়ী মহেশখালীকে সাংহাই সিঙ্গাপুরের মতো দেখতে চাই-আশিক চৌধুরী মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন আগস্টে সড়ক, রেল ও নৌ-পথ দুর্ঘটনায় নিহত ৫৬৩ নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে-ডা. জাহিদ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২৫ বিচারপতি সাক্ষাৎ রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী অসুস্থ, জেরা হয়নি রাজসাক্ষীর ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা রংপুরে জ্বালানি তেলের সংকট, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কেরানীগঞ্জ-৩ আসন ঘিরে সরব রাজনৈতিক অঙ্গন চট্টগ্রামে স্থানীয়দের সঙ্গে পর্যটকদের সংঘর্ষ আহত ১৫ ৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ লোহালিয়া নদীতে মিলল ২ যুবকের লাশ

গাজীপুরে চার সাংবাদিকের ওপর হামলা, আটক এক

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ১০:২৮:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ১০:২৮:২৬ পূর্বাহ্ন
গাজীপুরে চার সাংবাদিকের ওপর হামলা, আটক এক
জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুর সদর উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক। এই ঘটনায় আব্দুল্লাহ নিরব নামে এক যুবককে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। গত শুক্রবার সদর উপজেলার নয়নপুর বড়ইবাগান এলাকায় ওই ঘটনা ঘটে। হামলার শিকার এক সাংবাদিক জয়দেবপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন। আহত সাংবাদিকরা হলো, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার গাজীপুর প্রতিনিধি রুকনুজ্জামান খান, বিডি ২৪ লাইভ গাজীপুর প্রতিনিধি রাসেল শেখ, দৈনিক তরুণকণ্ঠ পত্রিকার উত্তর প্রতিনিধি নজরুল ইসলাম এবং দৈনিক মুক্ত বলাকা পত্রিকার স্টাফ রিপোর্টার মিলন শেখ। আহত সাংবাদিকরা জানান, সরকারি বনভূমিতে গাছ কেটে অবৈধ দখলের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ভূমিদস্যু শাহাবুল ইসলাম (৫৮), তার ছেলে আব্দুল্লাহ নিরব (২০), নাঈম মিয়া (২৮) এবং তাদের সহযোগী মৃত আঃ রহমানের ছেলে আকবর আলী (৫০)-সহ অজ্ঞাতনামা ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়। পরে হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে এবং তাদের ক্যামেরা, মোটরসাইকেল, মোবাইলসহ মূল্যবান সামগ্রী লুট করে। হামলার ঘটনায় আহত সাংবাদিকরা শুক্রবার রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে থানায় এজাহার দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত আব্দুল্লাহ নিরবকে আটক করেছেন। স্থানীয় সাংবাদিকরা হামলায় দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম জানান, সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। আমরা লিখিত এজাহার পেয়েছি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ