ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফেনীতে ৩ সমন্বয়ককে পিটিয়ে আহত মেহেরপুরে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে নিহত ৩ পণ্যের নামে বিষ কিনে খাচ্ছেন মানুষ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন-দুদু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনে ইউজিসির নতুন নীতিমালা ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ তারেকের নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু শিল্পখাতে অশনি সংকেত ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা মূল্যস্ফীতির উদ্বেগ কাটেনি বাড়ি ভাড়া-চালের দামে অস্বস্তি একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেয়ার নির্দেশ শাহবাজ শরিফের পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো উসকানিমূলক

শ্রমিকদের মজুরি ৩০ হাজার টাকা দাবি

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০৩:১৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০৩:১৮:৪৩ অপরাহ্ন
শ্রমিকদের মজুরি ৩০ হাজার টাকা দাবি
সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে নিন্দা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে নির্মাণ শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। এ সময় নেতৃবৃন্দ নির্মাণ শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা উল্লেখ করে অবিলম্বে ৩০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, শ্রমআইন প্রণয়ন, রেশনিং ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করাসহ নির্মাণ শ্রমিকদের ১২ দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। গতকাল বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক মতবিনিময় ও প্রতিবাদ সভায় ‘ওসমান গনি ও ফারুক গংদের’ বেআইনী কার্যকলাপের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
ইনসাবের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় দেশের বিদ্যমান শ্রম পরিস্থিতি ও সাংগঠনিক রিপোর্ট তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক। রিপোর্টে বলা হয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর জাতীয় কনভেনশনে উত্থাপিত ৩০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি, রেশনিং, শ্রমআইন, কর্মস্থলে নিরাপত্তাসহ বিভিন্ন দাবির পক্ষে দেশের নির্মাণ শ্রমিকরা জোরালো ভূমিকা রেখে আসছে। নানাভাবে সে প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করাই হচ্ছে শ্রমিক স্বার্থ বিরোধী এই চক্রের লক্ষ্য। সভায় ওসমান গনি গংদের অপতৎপরতায় বিভ্রান্ত না হয়ে নির্মাণ শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন ইনসাবের কার্যকরী সভাপতি মো. মিজানুর রহমান বাবুল, সাধারণ সম্পদক মো. আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক মাহাবুব আলম, সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স