ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরিষাবাড়ীতে নদী ভাঙনের আতঙ্কে তিন গ্রামের মানুষ ইঞ্জিন সঙ্কটে পূর্বাঞ্চলে রেলযাত্রীদের ভোগান্তি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে-আলী রীয়াজ ভারত-মিয়ানমারের সাথে টানাপোড়েনে বাংলাদেশ দেশ-বিদেশ থেকে ছড়ানো গুজব এক প্রকার অবিরাম বোমাবর্ষণ : ড. ইউনূস ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি বরখাস্ত মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে মারামারি করে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া বিদেশিদের বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে নেগোসিয়েশন চলছে-নৌ-উপদেষ্টা বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায়-তারেক রহমান এফবিসিসিআই নির্বাচনে সময় বাড়লো দেড় মাস শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড হরমুজ প্রণালী অবরোধ ও মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে নিজস্ব মজুদ কমায় ইউক্রেনে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের ২ লাখ ৯৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিলে বিসিবির বাইরের যারা থাকবেন এশিয়া কাপের সম্ভাব্য সূচি প্রকাশ, একাধিকবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান চেলসি ছাড়লেন কেপা, আর্সেনালে নতুন যাত্রা বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের স্ত্রী-সন্তানের ভরণপোষণে মাসে ৪ লাখ রুপি দিতে হবে শামিকে রাজনৈতিক টানাপোড়েনে অনিশ্চিত ভারতের বাংলাদেশ সফর

বিবি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০৩:১৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০৩:১৭:২১ অপরাহ্ন
বিবি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত নগদের প্রশাসক বদিউজ্জামান দিদারের ওপর সন্ত্রাসী হামলা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সবুজ দলের নেতৃত্বে সর্বদলীয় ঐক্য পরিষদ। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংক চত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব মোহাম্মদ রোকনুজ্জামানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আনিসুর রহমান, সবুজ দলের সভাপতি মিজানুর রহমান আকন, ভুক্তভোগী কর্মকর্তা বদিউজ্জামান দীদার, অতিরিক্ত পরিচালক অমিতাভ চক্রবর্তী, জিয়া পরিষদের প্রেসিডেন্ট আব্দুল কুদ্দুস। সভায় বক্তারা বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ বলে আখ্যায়িত করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। অথচ তাদের নিরাপত্তার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বক্তারা বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষকে এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ফ্যাসিস্ট শাসনের ছত্রচ্ছায়ায় নগদে লুটপাটের অভিযোগ: বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের পরিচালক আনিসুর রহমান বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের ছত্রচ্ছায়ায় নগদে দুর্নীতি ও লুটপাট চলেছে। যারা এই অপকর্মের সঙ্গে জড়িত, তারা ব্যাংকের ভেতরে বা বাইরে যেই হোক, তাদের বিচার চাই। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক কঠোর পরিশ্রম করে সেই দুর্নীতির মূল হোতাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন, আর এ কারণেই তার ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। সবুজ দলের সভাপতি মিজানুর রহমান আকন বলেন, নগদের দুর্নীতি তদন্তে নিয়োজিত কর্মকর্তাদের কাজে বাধা দিতেই এই হামলা চালানো হয়েছে। এ ঘটনা কোনো ব্যক্তিবিশেষের ওপর হামলা নয়, বরং এটি বাংলাদেশ ব্যাংকের ওপর পরিকল্পিত আক্রমণ।
নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান : জিয়া পরিষদের প্রেসিডেন্ট আব্দুল কুদ্দুস বাংলাদেশ ব্যাংকের স্পেশাল অ্যাসাইনমেন্টে কর্মরত কর্মকর্তাদের নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার দাবি জানান। তিনি বলেন, যেসব কর্মকর্তা ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করছেন, তাদের জন্য ঝুঁকিভাতা চালু করতে হবে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। ভুক্তভোগী বদিউজ্জামান দীদার জানান, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা ধরনের হুমকির সম্মুখীন হচ্ছিলাম। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হলেও শুধু সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে সিকিউরিটি ম্যানেজমেন্ট বিভাগকে জানালেও তারা যথাযথ ব্যবস্থা নেয়নি, যার ফলে আমি হামলার শিকার হয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সমাবেশে ব্যাপক উপস্থিতি: প্রতিবাদ সভায় বাংলাদেশ ব্যাংকের সবুজ দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, জিয়া পরিষদের সেক্রেটারি মাহবুবুর রহমানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সকলেই হামলার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রতিক্রিয়া: বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স