ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
একটি দল সম্পর্কে লিখছেন না, সাংবাদিকদের মির্জা আব্বাস আবারও শাহরুখ-মাধুরী জুটিকে দেখতে চায় দর্শক! সমালোচনার জবাব দিলেন প্যারিস জ্যাকসন মারা গেলেন ব্রিটিশ তারকা সাইমন ফিশার ইন্ডাস্ট্রিকে থেকে তারা আমাকে সরিয়ে দিতে চেয়েছিল : গোবিন্দ ইফতারে যোগ দিয়ে তোপের মুখে বিজয় এবার ভারতীয় সিনেমায় দেখা যাবে হানিয়া আমিরকে ভারতের ফিল্মফেয়ারে মনোনীত হলেন বাংলাদেশি তিন তারকা ওমরাহ হজ পালন করতে মক্কায় বর্ষা উত্তোলন করা হলো তানজিন তিশার সহকারীর লাশ শ্রীপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, যুবক আটক অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে ঐকমত্য কমিশন আসামিদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা মধ্যরাতে আদালতে চার আসামি রিমান্ড মঞ্জুর পাচারকৃত টাকা ফেরাতে আগামী সপ্তাহে নতুন আইন -প্রেস সচিব সাবেক ৬৪ সচিবের তথ্য উপাত্ত সংগ্রহ করে যাচাই করবে সরকার চোখের পাতা নেড়েছে সেই শিশুটি নিরাপত্তায় কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার করারোপের আগে বাজার প্রভাব বিশ্লেষণ চান ব্যবসায়ীরা
পাঁচ পুলিশসহ ১০ আহত

আদালত পরিচালনার সময় দাউদকান্দিতে এসি ল্যান্ডের ওপর হামলা

  • আপলোড সময় : ১৪-০২-২০২৫ ০৮:৩২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৫ ০৮:৩২:১৩ অপরাহ্ন
আদালত পরিচালনার সময় দাউদকান্দিতে এসি ল্যান্ডের ওপর হামলা
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা সহকারী কমিশনার, ভূমি (এসি ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে অভিযান দলে থাকা ৫ পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। হামলায় অংশ নেওয়ার অভিযোগে পুলিশ দুই নারীকে আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসীন, কনস্টেবল সজল কুমার দাস, জহিরুল ইসলাম, আফসার উদ্দিন ও আতিকুল ইসলাম। এ ছাড়া এসি ল্যান্ড কার্যালয়ের কর্মী মনির হোসেন, জয়নাল আবেদীন, শাহাদাত হোসেন, আলী হোসেন ও সালাহ উদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়।
আহত ব্যক্তিদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে এসআই মহসীনকে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম জানান, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মো. হাসান নামের এক ব্যক্তির নেতৃত্বে গ্রামের মাঠ থেকে এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। এতে আশপাশের কৃষিজমিগুলো ভেঙে ক্ষতিসাধন হচ্ছেÑ এমন অভিযোগ পেয়ে তিনি (এসি ল্যান্ড) আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা মো. হাসানের লোকজন রামদা, লাঠিসোঁটা নিয়ে এসি ল্যান্ড ও তার অভিযান দলের ওপর অতর্কিত হামলা চালান। এসি ল্যান্ডকে রক্ষার সময় হামলায় থানার এসআই মো. মহসীনসহ পাঁচ পুলিশ সদস্য এবং এসি ল্যান্ড কার্যালয়ের পাঁচ কর্মী আহত হন। আহত ব্যক্তিদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে এসআই মহসীনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাদিয়া সুলতানা বলেন, আহত ব্যক্তিদের মধ্যে এসআই মো. মহসীনের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তা ছাড়া এসি ল্যান্ড কার্যালয়ের কর্মী মনির হোসেন, জয়নাল আবেদীন, শাহাদাত হোসেনের শরীরের একাধিক স্থান পিটিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। কয়েকজনের হাত ভেঙে দিয়েছে।
হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. হাসানের স্ত্রী শেলীনা আক্তার ও শেলীনার চাচাতো বোন সাথী আক্তারকে আটক করেছে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, এসি ল্যান্ড, থানা-পুলিশ, এসি ল্যান্ড কার্যালয়ের সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হামলার সঙ্গে জড়িত দুই নারীকে আটক করা হয়েছে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ভ্রাম্যমাণ আদালত অবৈধ খনন কার্যক্রম বন্ধ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স