দুই দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির পর আগামী রোববার মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রত্যাশীরা। গতকাল বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তারা। তবে কোথায় এ সমাবেশ করা হবে তা জানানো হয়নি। সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা তুলে ধরেন জান্নাতুন নাঈম সুইটি, সামিয়া আক্তার ও নওরীন আক্তার। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান স্থলত্যাগ না করবেন না বলে জানান তারা। নিয়োগপ্রত্যাশীরা বলেন, অধিকার আদায় না হলে আত্মহত্যা করবো, তবু আমাদের অধিকার আদায় করবো। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী দুই দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলমান থাকবে। নারী শিক্ষিকাদের গায়ে পুলিশের হাত তোলার প্রতিবাদ এবং যোগাদানের দাবিতে রবিবার মহাসমাবেশ করা হবে। আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়ে নিয়োগপ্রত্যাশীরা বলেন, আমরা নিয়োগপত্র পেয়েছি। ডোপ টেস্ট হয়েছে। যারা চাকরি পয়নি তারা রিট করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। অথচ আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। তারা বলেন, পুলিশ যেসব শিক্ষকদের আটক করেছে, তাদের এক ঘণ্টার মধ্যে ছেড়ে দিতে হবে। দাবি আদায় না হলে আমরা রাজপথে আত্মহত্যা করবো। রবিবারের মধ্যে অবৈধ প্রহসনের রায় বাতিল করে আমাদের যোগদান নিশ্চিত করতে হবে। দাবি আদায়ে গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে সড়কে অবস্থান নেন তারা। এতে সায়েন্স ল্যাব হয়ে মৎস্যভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আন্দোলনকারীদের সড়ক থেকে উঠিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। এছাড়া জলকামান ব্যবহার করা হয়। আন্দোলনে তাদের ওপর লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের পর ৮ থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ছয় জন অসুস্থ হয়ে পড়েছেন। আন্দোলনে অংশ নেওয়া সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ পাওয়া মহিব উল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, আমাদের ৮ থেকে ১০ জনের মতো শিক্ষককে আকট করা হয়েছে। ছয় জন আহত হয়েছে পুলিশি অ্যাকশনে। মহিবউল্লাহ জানান, বিকাল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর শাহবাগে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে সায়েন্সল্যাব হয়ে মৎস্যভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আন্দোলনকারীদের সড়ক থেকে উঠিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। এছাড়া জলকামান ব্যবহার করা হয়। তারপরও সেখানে তারা অবস্থান করলে পুলিশ তাদের আটক করে। একাধিক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

মহাসমাবেশের ঘোষণা প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের
- আপলোড সময় : ১৪-০২-২০২৫ ০৮:২৬:১৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-০২-২০২৫ ০৮:২৬:১৯ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ