মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কায় উল্টে পড়া ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী মো. আক্তার হোসেন নামে এক রেস্তোরাঁ ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বুধবার উপজেলার নিজামপুর বাজারে পথচারী সেতুর নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে থাকা একটি লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। নিহত আক্তার হোসেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মৃত রবিউল হোসেন রবির ছেলে।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও তার সহকারী পালিয়ে গেছে। আমরা দুর্ঘটনা কবলিত ট্রাক ও লেগুনাটি হেফাজতে নিয়েছি। ধারণা করছি চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
