ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
একটি দল সম্পর্কে লিখছেন না, সাংবাদিকদের মির্জা আব্বাস আবারও শাহরুখ-মাধুরী জুটিকে দেখতে চায় দর্শক! সমালোচনার জবাব দিলেন প্যারিস জ্যাকসন মারা গেলেন ব্রিটিশ তারকা সাইমন ফিশার ইন্ডাস্ট্রিকে থেকে তারা আমাকে সরিয়ে দিতে চেয়েছিল : গোবিন্দ ইফতারে যোগ দিয়ে তোপের মুখে বিজয় এবার ভারতীয় সিনেমায় দেখা যাবে হানিয়া আমিরকে ভারতের ফিল্মফেয়ারে মনোনীত হলেন বাংলাদেশি তিন তারকা ওমরাহ হজ পালন করতে মক্কায় বর্ষা উত্তোলন করা হলো তানজিন তিশার সহকারীর লাশ শ্রীপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, যুবক আটক অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে ঐকমত্য কমিশন আসামিদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা মধ্যরাতে আদালতে চার আসামি রিমান্ড মঞ্জুর পাচারকৃত টাকা ফেরাতে আগামী সপ্তাহে নতুন আইন -প্রেস সচিব সাবেক ৬৪ সচিবের তথ্য উপাত্ত সংগ্রহ করে যাচাই করবে সরকার চোখের পাতা নেড়েছে সেই শিশুটি নিরাপত্তায় কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার করারোপের আগে বাজার প্রভাব বিশ্লেষণ চান ব্যবসায়ীরা

‘জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন’

  • আপলোড সময় : ১৪-০২-২০২৫ ০৭:৫০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৫ ০৭:৫০:৫৭ অপরাহ্ন
‘জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন’
সুনামগঞ্জ প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী  বলেছেন, বাংলার মানুষ আজ শান্তি চায়, স্বস্তি চায়। অবিলম্বে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেশের শাসনভার তুলে দেয়ার দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। তাই যত দ্রুত সম্ভব সংস্কারের পাশাপাশি নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে হবে। পতিত সরকারের দোসরদের ছাড় দেয়া যাবে না। তাদের কারণে দ্রব্যমূল্য আজ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। আগামী রমজানের আগে দ্রব্যমূল্য স্থানীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। তিনি বলেন, পতিত সরকারের অনেক দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদের কারণে আজকে দেশের এই অবস্থা। আজকে নিত্যপণ্যের বাজারে গেলে সাধারণ মানুষ দিশেহারা হয়ে উঠেন। আওয়ামী লীগের লুটপাটের কারণেই দেশের আজ এই অবস্থা। আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনতে হবে। গত বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ডে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্র নিয়ে পতিত ফ্যাসিবাদের চক্রান্ত মোকাবেলার দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন’র সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মো. আব্দুল হক, এডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমেদ সোহেল, এডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, সেলিম উদ্দিন আহমদ, আতম মিসবাহ, মো. নজরুল ইসলাম, আবুল মনসুর শওকত, মুনাজ্জির হোসেন সুজন, এডভোকেট জিয়াউর রহিম শাহীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, ফারুক আহমদ, কামরুজ্জামান কামরুল, আব্দুল মোতালেব, জেলা যুবদলের সভাপতি আমিনুর রশীদ আমিন, সাধারণ সম্পাদক এডভোকেট মামনুর রশীদ কয়েস ও জেলা ছাত্রদল আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমসহ জেলার ১২ উপজেলা ও ৪ পৌরসভা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্বঘোষিত এই সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে সমবেত হন। শেষ পর্যন্ত সমাবেশটি একটি বিশাল সমাবেশে পরিণত হয়। আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনও চলছে, সে জন্য সকলকে সচেতন থাকতে হবে। কোনো ধরনের দুষ্কৃতকারী যেনো দলে ঢুকতে না পারে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য