ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছায় টাকা ধার না দেয়াকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ময়মনসিংহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।
জানা গেছে, মুক্তাগাছা উপজেলার বন্দে স্বরস্বতী গ্রামের মো. সুরুজ আলী বেগুন বাড়ি বাজারে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিল। সুখেই চলছিল তাদের সংসার। তার ভালো চলা দেখে পরশী খোরশেদ গংরা বিভিন্নভাবে তার কাছ থেকে কৌশলে টাকা নেয়ার জন্য ফন্দি আটে। গত ০৮/০৯/২০২৪ তারিখ বিকাল সাড়ে ৩টায় পরশী মৃত মহির উদ্দিনের পুত্র খোরশেদ আলী (৫২) দেড় লাখ টাকা ধার চায়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে তার হুকুমে পূর্ব থেকেই ওঁৎ পেতে থাকা ৮/১০ জন দেশীয় অস্ত্রসহ সুরুজ আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা রাম দা, লোহার রড, শাবল, বাঁশের লাটি, কাঁঠের লাঠি ইত্যাদি অস্ত্রে সজ্জিত হয়ে অবৈধভাবে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় বাধা দিলে সুরুজ আলী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী রোজিনা খাতুনের উপর হামলা চালায়। এক পর্যায়ে রোজিনার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় এবং রোজিনাকে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম ও তলপেটে আঘাত করলে রক্তক্ষরণ হয়ে গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এ সময় হামলাকারীরা তার ঘরে প্রবেশ করে ওয়ার্ডড্রোবের তালা ভেঙে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা লুট করে এবং বার আনি ওজনের স্বর্ণের চেন ছিনিয়ে নেয় বলে মামলার বিবরণে জানা যায়। পরবর্তীতে বাদীরা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সাহায্য চাইলে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। উক্ত ঘটনায় থানায় মামলা দিতে গেলে বিবাদী পক্ষ প্রভাবশালী হওয়ায় থানা কর্তৃপক্ষ মামলা নিতে অনীহা প্রকাশ করে। পরে ২৪/০৯/২০২৪ তারিখে ময়মনসিংহ সিনিয়র মেজিস্ট্রেট আদালতে মামলা করলে বিজ্ঞ আদালতে মামলা করে যাহার নং ৯৮৫/২০২৪। মামলাটি বিজ্ঞ আদালত মুক্তাগাছা থানা পুলিশকে তদন্ত করার নির্দেশ দেন। এ ব্যাপারে মুক্তাগাছা থানার ওসি তদন্তের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেডিকেল রিপোর্ট পেলেই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
