ঢাকা , সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ , ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফুলবাড়িয়ায় ৫শ’ বছরের পুরনো ঐতিহাসিক মসজিদটির সংস্কার প্রয়োজন ২০ পরীক্ষার্থীর জন্য ১ কক্ষপরিদর্শক ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হাসপাতালে ১১৬২ লটারি সিস্টেম বাতিলের দাবিতে আরইউএমসি শিক্ষার্থীদের আন্দোলন সাউদার্ন ইউনিভার্সিটির ট্রেজারার-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা হুক্কা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জাগপা সংগঠনে নিষ্ঠা ও নেতৃত্বে নতুন আস্থা- মোস্তফা জামান নতুন বই নিয়ে সংশয় কাটেনি অগ্নিনির্বাপণের প্রযুক্তির যন্ত্রপাতি সরঞ্জামের অভাব বিমানবন্দরে চলন বিলে জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ নিতে হবেÑ রিজওয়ানা সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংকট ত্রিমুখী চাপে দেশের অর্থনীতি বিমা পলিসির ক্ষতিপূরণ পাবেন না ব্যবসায়ীরা রিটার্নিং কর্মকর্তা হন ডিসিরা নেয়া হয় না নির্বাচন কমিশনে ৫ বছর ধরে উৎপাদন বন্ধ রাষ্ট্রায়ত্ত ৬ চিনিকলের চীনা অর্থায়ন-প্রযুক্তিতে বদলে গেছে দেশের উন্নয়নের চিত্র গণভোট না হলে নির্বাচনের মূল্য নেই- জামায়াত আমির ঐকমত্য কমিশন হয়ে উঠেছে অনৈক্যের প্রতীক জোট করলেও ভোট নিজ প্রতীকে শরীয়তপুরে চিকিৎসায় আধুনিকতার ছোঁয়া

মিউনিখে ভিড়ের মধ্যে চলন্ত গাড়ি

  • আপলোড সময় : ১৪-০২-২০২৫ ০৭:৪৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৫ ০৭:৪৭:০২ অপরাহ্ন
মিউনিখে ভিড়ের মধ্যে চলন্ত গাড়ি
জার্মানির মিউনিখ শহরে ভিড়ের মধ্যে একটি চলন্ত গাড়ি উঠে গেছে। গতকাল বৃহস্পতিবারের এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশের বরাতে এ খবর জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম দ্য বাইল্ড।
আজ শুক্রবার জার্মানির ওই শহরে মিউনিখ নিরাপত্তা সম্মেলন নামে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। বিশ্বের বহু দেশের প্রতিনিধির এই সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন ঘিরে যখন জোর প্রস্তুতি চলছে, তখন ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়ার ঘটনা ঘটল। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে একটি চলন্ত গাড়ি ভিড়ের মধ্যে উঠে যায়। ঘটনার পরই শহরের কেন্দ্রীয় ট্রেন স্টেশনের কাছে বড় পরিসরে পুলিশ অভিযান শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা এরই মধ্যে গাড়ির চালককে আটক করতে সক্ষম হয়েছে এবং তাকে আর ‘হুমকি’ বলে মনে করা হচ্ছে না। ঘটনাস্থলের বর্ণনা দিয়ে স্থানীয় একজন সাংবাদিক এক্স-এ এক পোস্টে লিখেছেন, একজন ব্যক্তি রাস্তায় পড়ে আছে এবং একজন যুবককে পুলিশ ধরে নিয়ে গেছে। লোকেরা মাটিতে বসে কাঁদছে ও কাঁপছে। স্থানীয় সংবাদমাধ্যমের মতে, চলন্ত গাড়িটি ভার্দি ইউনিয়ন নামে সংগঠনের আয়োজিত ধর্মঘটের সাথে সম্পৃক্ত একটি বিক্ষোভে অংশগ্রহণকারী লোকজনের ওপর উঠে গেছে বলে মনে হচ্ছে। তবে ওই ইউনিয়ন জানিয়েছে, তাদের কাছে এখন পর্যন্ত এই ঘটনার কোনো তথ্য নেই। মিউনিখ নিরাপত্তা সম্মেলন স্থল থেকে মাত্র ১.৫ কিলোমিটার (১ মাইল) দূরে এই ঘটনাটি ঘটেছে। নিরাপত্তা সম্মেলন ও আগামী সপ্তাহে জার্মানির জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে আগেই নিরাপত্তা জোরদার করেছে দেশটির সরকার।  
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স