ঢাকা , রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ছুটির দিনে নিউমার্কেটে উপচেপড়া ভিড় ১০ শতাংশের বেশি খেলাপি ঋণ থাকা ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না ঢিলেঢালার কারণে দুষ্কৃতকারীরা আসকারা পাচ্ছে- রিজভী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেয়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর চালের পাশাপাশি বেড়েছে সবজির দাম ভূমিকম্পের উচ্চঝুঁকিতে ঢাকার ৫৬ শতাংশ ভবন স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর লাগবে-মান্না বাজেটের মধ্যে মিলছে না পছন্দের পোশাক ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিলো জনতা জনপ্রশাসনের কর্মচারীদের বেতন-ভাতায় প্রতি বছরই বাড়ছে ব্যয় অনলাইনে আধা ঘণ্টায় ২০ লাখ হিট ঈদযাত্রায় কঠোর নিরাপত্তা : যানজটের ১৫৯ স্পট চিহ্নিত বিপুলসংখ্যক কারখানা স্থায়ীভাবে বন্ধ রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়-জাতিসংঘ মহাসচিব সংক্ষিপ্ত সংস্কার হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে আগামী জুনে : ড. ইউনূস নারী-শিশু নির্যাতন রোধে সহায়তা সেল গঠন বিএনপি’র আগামী ঈদ নিজ দেশে করবে রোহিঙ্গারা, প্রত্যাশা প্রধান উপদেষ্টার রোহিঙ্গার সঙ্গে ইফতার প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ

শাস্তি পেলেন শাহীন-গুলাম-শাকিল

  • আপলোড সময় : ১৪-০২-২০২৫ ০৭:৩৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৫ ০৭:৩৪:৪৭ অপরাহ্ন
শাস্তি পেলেন শাহীন-গুলাম-শাকিল
ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গ করে সাজা পেয়েছেন তিন পাকিস্তানি ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি, সাউদ শাকিল এবং কামরান গুলাম। ডিমেরিট পয়েন্টের পাশাপাশি জরিমানাও করা হয়েছে তিনজনকে। তিন ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান পর্যায়ের নিয়ম ভঙ্গ করার অভিযোগ এনেছে আইসিসি। তিনজনকেই করা হয়েছে আর্থিক জরিমানা। সবচেয়ে বেশি শাস্তি পেয়েছেন পেসার শাহীন শাহ আফ্রিদি। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১২ ধারা ভঙ্গ করার দায়ে অভিযুক্ত হয়েছেন শাহীন। যেখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ চলাকালে প্লেয়ার, প্লেয়ারের সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কারও সাথে (দর্শকদেরও) অনুপযুক্ত শারীরিক স্পর্শ করার ব্যাপারে নিষেধ রয়েছে। ম্যাচের দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৮তম ওভারে প্রোটিয়া ব্যাটার ম্যাথু ব্রিটজকে রান নেওয়ার সময় শাহীন তার পথে ইচ্ছা করে দাঁড়িয়ে থাকেন। যার ফলে দুজনের মধ্যে ধাক্কা লাগে এবং কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় শাস্তি হিসেবে শাহীনকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচের ২৯তম ওভারে টেম্বা বাভুমার রান আউটের পর তার খুব কাছাকাছি গিয়ে উদযাপন করেন কামরান গুলাম এবং সাউদ শাকিল। এখানে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫ ধারা ভঙ্গ করেছেন দুজন। যেখানে আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো ব্যাটার আউট হওয়ার পর আগ্রাসী হয়ে উঠতে পারেন এমন কোনো ভাষা, অঙ্গভঙ্গি বা আচার-আচরণ করার ব্যাপারে নিষেধ করা আছে। জরিমানার পাশাপাশি তিন ক্রিকেটারের নামের পাশে যুক্ত হয়েছে ১টি করে ডিমেরিট পয়েন্ট, যা গত ২৪ মাসের মধ্যে তিনজনের জন্যই প্রথম। তিনজনই নিজেদের ভুল স্বীকার করে নেওয়ার কারণে কোনো প্রকার আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচটা অবশ্য শেষমেশ জিতেছে পাকিস্তান, নিশ্চিত করেছে ফাইনাল। আজ শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে মাঠে নামছে পাকিস্তান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স