ঢাকা , বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পুলিশের জন্য বিপুলসংখ্যক গাড়ি কেনার উদ্যোগ ১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না আবাসন ব্যবসায়ীদের দুর্দিন কাটছে না যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন আলোচনায় বসবো না যা ইচ্ছা করুন মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে কিল সুইচ সংঘাত থেকে বাঁচতে লেবাননে পালাচ্ছেন সিরীয়রা ইউক্রেনের পর ৩ দেশে হামলা করবেন পুতিন বিপরীতমুখী অবস্থানে ভারত-যুক্তরাষ্ট্র নিহত ২৭ সশস্ত্র হামলাকারী উদ্ধার ১৫৫ যাত্রী অনুপ্রবেশে ৫ বছর কারাদণ্ড লিভারপুলকে কাঁদিয়ে কোয়ার্টারে পিএসজি লেভারকুজেনের সাথে জয় পেলো বায়ার্ন বেনফিকার বিপক্ষে সহজ জয় পেলো বার্সা আফগানিস্তান সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড জানা গেলো যে জন্য কেন্দ্রীয় চুক্তিতে নেই শামীম তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি, বড়ো ব্যবধানে জয় পেলো মোহামেডান কোন ম্যাচ না খেলেই দেশে ফিরছে বাংলাদেশ টাইগার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফগানিস্তানকে নিষিদ্ধের আহ্বান রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো ভারত

  • আপলোড সময় : ১৪-০২-২০২৫ ১২:০৯:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৫ ১২:০৯:৫৮ পূর্বাহ্ন
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো ভারত
ওপেনার শুভমান গিলের সেঞ্চুরিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক ভারত। গত বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারত ১৪২ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডকে। সিরিজের প্রথম দুই ম্যাচই ৪ উইকেটে জিতেছিলো টিম ইন্ডিয়া। এর মাধ্যমে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ভালোভাবেই সাড়লো ভারত। আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই অধিনায়ক রোহিত শর্মাকে হারায় ভারত। ১ রানে আউট হন আগের ম্যাচে সেঞ্চুরি করা রোহিত। এরপর বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের সাথে যথাক্রমে- ১১৬ ও ১০৪ রানের জুটি গড়েন গিল। কোহলি ৫২ ও আইয়ার ৭৮ রানে থামলেও ওয়ানডেতে সপ্তম সেঞ্চুরি তুলে নেন গিল। শেষ পর্যন্ত ১৪টি চার ও ৩টি ছক্কায় ১০২ বলে ১১২ রান করেন গিল। পরের দিকে লোকেশ রাহুলের ২৯ বলে ৪০, হার্ডিক পান্ডিয়ার ১৭, ওয়াশিংটন সুন্দরের ১৪, অক্ষর প্যাটেল ও হার্ষিত রানার ১৩ রানের সুবাদে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ৩৫৬ রান করে ভারত। ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে এটি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ রান টিম ইন্ডিয়ার। ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ ৬৪ রানে ৪ উইকেট নেন। ৩৫৭ রানের বড় টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৬০ রান উঠলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন ইংল্যান্ডের উপরের সারির ব্যাটাররা। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে দুই ওপেনার ফিল সল্ট ২৩, বেন ডাকেট ৩৪ ও টম ব্যান্টন ৩৮ রান করেন। মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পর আট নম্বরে নামা গাস অ্যাটকিনসন ১৯ বলে ৩৮ রান করেন। ভারতের বোলারদের তোপে শেষ পর্যন্ত ৩৪ দশমিক ২ ওভারে ২১৪ রানে অলআউট ইংল্যান্ড। ভারতের আর্শদীপ সিং, রানা, প্যাটেল ও হার্ডিক ২টি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হন ভারতের গিল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স