বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য প্রান্তিক নওরোজ নাবিল মাত্র ২১ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে অবসরের ঘোষণা দিলেও পরে জানা গেছে, গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণেই তাকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। নাবিল দীর্ঘদিন ধরে অ্যাজমা ও মারাত্মক ধুলাজনিত অ্যালার্জিতে ভুগছিলেন। স্থানীয় ও আন্তর্জাতিক চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ক্রিকেট চালিয়ে গেলে তার স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারত। ধুলার সংস্পর্শ ও শারীরিক পরিশ্রমের কারণে তার সমস্যা আরও বেড়ে যাওয়ার শঙ্কা ছিল। এই তরুণ ডানহাতি ব্যাটসম্যান ২০২০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ঐতিহাসিক বিশ্বকাপজয়ের সদস্য ছিলেন। নিজের অবসরের বিষয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) জানিয়ে দিয়েছেন। নাবিলের হঠাৎ অবসরের সংবাদে দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃখজনক খবর হলেও, তার সুস্থতা ও ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

যে জন্য ক্রিকেটকে বিদায় জানালেন প্রান্তিক নাবিল
- আপলোড সময় : ১৪-০২-২০২৫ ১২:০৯:০০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০২-২০২৫ ১২:০৯:০০ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ