ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে রাজনৈতিক দলগুলো কর্মসূচির মাধ্যমে নজীর সৃষ্টি করবে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে চীন ইতিবাচক-ফখরুল ভুল থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রীয় স্বার্থে দায়িত্বশীল হতে হবে-এনবিআর চেয়ারম্যান এনবিআরে কাজ শুরু পুরোদমে স্বাভাবিক দফতরের কার্যক্রম বহুজাতিকের শেয়ারও ছাড়ছে বিদেশিরা আজ বিএনপির কর্মসূচিতে খালেদা-তারেকের বার্তা থাকবে আশা রিজভীর এনসিপি সততা ও আর্থিক স্বচ্ছতার প্রমাণ দিতে ব্যর্থ-আপ বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ আদালত চত্বরে স্থায়ী নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠন করতে রুল রফতানি ঝুঁকিতে বাংলাদেশ গোপালগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ৬ শিশুসহ আহত ২০ বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে হেলপারসহ নিহত-২ শিশু সৌরভ হত্যার দুসপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য গ্যাস সরবরাহে পিছিয়ে পড়ছে বাপেক্স রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জার্মান রাষ্ট্রদূতের হাতিরঝিলে শিশু ধর্ষণচেষ্টায় আসামির ১০ বছর কারাদণ্ড দুদক কর্মকর্তা পরিচয়ে ঘুষ চাওয়া প্রতারক চক্রের ৫ সদস্য রিমান্ডে গোপালগঞ্জে সালিশ বৈঠকে সংঘর্ষ আহত অর্ধশতাধিক

পুঁজিবাজারের ৭ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

  • আপলোড সময় : ১৪-০২-২০২৫ ১২:০৬:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৫ ১২:০৬:২৭ পূর্বাহ্ন
পুঁজিবাজারের ৭ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন
অর্থনৈতিক রিপোর্টার
ঢাকার পুঁজিবাজারে সাতটি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। এর মধ্যে দুটি কোম্পানির উন্নতি হয়েছে, অর্থাৎ তারা জেড ও বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উঠে এসেছে। বাকি চারটি কোম্পানি বি ও এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে নেমে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এসব তথ্য পাওয়া গেছে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্যানুসারে, জেনেক্সিল বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে, সাইফপাওয়ার বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে, আরামিট এ থেকে ‘জেড’ ক্যাটাগরি, শেফার্ড বি থেকে জেড ক্যাটাগরি ও এআইএল এ থেকে জেড ক্যাটাগরিতে নেমে এসেছে। এ ছাড়া বিচাটেক বি থেকে এ ক্যাটাগরিতে এবং ইউনিয়ন ইনস্যুরেন্স জেড থেকে এ ক্যাটাগরিতে উঠে এসেছে। মূলত যেসব কোম্পানি ঘোষিত লভ্যাংশ দিতে পারেনি, সেসব কোম্পানিকে জেড তালিকাভুক্ত করা হয়েছে। যারা ঘোষিত লভ্যাংশ বণ্টন করেছে, তাদের ‘এ’ ক্যাটারগরিতে উঠিয়ে আনা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের নীতিমালা অনুযায়ী তালিকাভুক্ত যেসব কোম্পানি নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে এবং আর্থিক বছর শেষে বিনিয়োগকারীদের ১০ শতাংশ বা তার চেয়ে বেশি হারে লভ্যাংশ দেবে, সেসব কোম্পানিকে ‘এ’ শ্রেণিভুক্ত করা হবে। যেসব কোম্পানি নিয়মিত এজিএম করবে, কিন্তু ১০ শতাংশের কম লভ্যাংশ দেবে, তাদের বি শ্রেণিতে রাখা হবে। নতুন তালিকাভুক্ত কোম্পানিকে এন শ্রেণি এবং গ্রিনফিল্ড কোম্পানি তথা যেসব কোম্পানি উৎপাদনে আসার আগে তালিকাভুক্ত হবে, সেগুলোকে জি শ্রেণিভুক্ত করা হবে। আর যেসব কোম্পানি নিয়মিত এজিএম করবে না, বিনিয়োগকারীদের লভ্যাংশ দেবে না, টানা ছয় মাসের বেশি যাদের উৎপাদন বন্ধ থাকবে, সেসব কোম্পানি হবে জেড শ্রেণিভুক্ত।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ