স্পোর্টস ডেস্ক
এই মৌসুমে আবাহনী লিমিটেড এখন পর্যন্ত কোনো ট্রফি জিততে পারেনি। বসুন্ধরা কিংস প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুললেও তাদের সুযোগ রয়েছে ফেডারেশন কাপে ট্রফি জেতার। আজ মঙ্গলবার সেমিফাইনালে কিংসের মুখোমুখি হতে যাচ্ছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল। জিততে পারলে ২১ মে মোহামেডানের বিপক্ষে ফাইনালে খেলবে। ফাইনালে ওঠা যে বেশ কঠিন তা সাম্প্রতিক পারফরম্যান্স দেখলেই পরিষ্কার। কিংস তিন ম্যাচ আগেই লিগে শিরোপা উৎসব করেছে। সেখানে আবাহনীর অবস্থান ছিল তৃতীয়। এ ছাড়া লিগে লড়াই করলেও জীবন-হৃদয়রা হার এড়াতে পারেনি। কাল অবশ্য মাঠে লড়াই করে ঘুরে দাঁড়াতে চায় একসময়ের ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দল।
দলের অন্যতম মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়বলেছেন, ‘আমরা জেতার জন্যই মাঠে নামবো। শেষ সময় পর্যন্ত একই তাল লয়ে খেলতে পারলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আশা করছি সবাই নিজেদের সেরাটা দিতে পারবে।’ দলের ম্যানেজার কাজী নজরুল ইসলামও আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘আমরা লিগ কিংবা স্বাধীনতা কাপ পাইনি। ফেডারেশন কাপে সম্ভাবনা আছে। কাল যদি সবাই ভালো খেলতে পারে তাহলে হয়তো ফাইনালে যেতে পারবো। তবে কিংস ভালো দল। তাদের বিপক্ষে লড়াইটা জমজমাট হবে।’ ময়মনসিংহে বসুন্ধরা কিংসও পুরোপুরি উৎসব করেনি। তাদের মগজে ফেডারেশন কাপের সেমিফাইনাল। বিশেষ করে আবাহনীর বিপক্ষে লড়াই অনেকটাই চিরপ্রতিদ্বন্দ্বীর মতো। তাদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন তাই বলেছেন, ‘এখনই আনন্দ নয়। আমাদের সামনে সেমিফাইনাল ম্যাচ রয়েছে। আবাহনী ভালো দল। তাদের বিপক্ষে খেলতে হবে। দলের সবাইকে প্রস্তুতি নিতে হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata