ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
একটি দল সম্পর্কে লিখছেন না, সাংবাদিকদের মির্জা আব্বাস আবারও শাহরুখ-মাধুরী জুটিকে দেখতে চায় দর্শক! সমালোচনার জবাব দিলেন প্যারিস জ্যাকসন মারা গেলেন ব্রিটিশ তারকা সাইমন ফিশার ইন্ডাস্ট্রিকে থেকে তারা আমাকে সরিয়ে দিতে চেয়েছিল : গোবিন্দ ইফতারে যোগ দিয়ে তোপের মুখে বিজয় এবার ভারতীয় সিনেমায় দেখা যাবে হানিয়া আমিরকে ভারতের ফিল্মফেয়ারে মনোনীত হলেন বাংলাদেশি তিন তারকা ওমরাহ হজ পালন করতে মক্কায় বর্ষা উত্তোলন করা হলো তানজিন তিশার সহকারীর লাশ শ্রীপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, যুবক আটক অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে ঐকমত্য কমিশন আসামিদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা মধ্যরাতে আদালতে চার আসামি রিমান্ড মঞ্জুর পাচারকৃত টাকা ফেরাতে আগামী সপ্তাহে নতুন আইন -প্রেস সচিব সাবেক ৬৪ সচিবের তথ্য উপাত্ত সংগ্রহ করে যাচাই করবে সরকার চোখের পাতা নেড়েছে সেই শিশুটি নিরাপত্তায় কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার করারোপের আগে বাজার প্রভাব বিশ্লেষণ চান ব্যবসায়ীরা

বিএনপিতে বহিষ্কার আতঙ্ক

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০৫:৩৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০৫:৩৪:৪১ অপরাহ্ন
বিএনপিতে বহিষ্কার আতঙ্ক
* অনৈতিক কার্যকলাপের দায়ে নেতা-কর্মীদের মাঝে বেড়েছে অস্থিরতা * চাঁদাবাজি, দখল ও শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থানে হাই কমান্ড * জড়িতদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেয়ার নিদের্শ দিয়েছেন তারেক রহমান ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখল, সংগঠনবিরোধী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে একের পর এক নেতা কর্মীকে দল থেকে বহিষ্কার হচ্ছেন। বিএনপি’র নেতাকর্মীরা ফুরফুরে মেজাজে থাকলেও বর্তমানে বহিষ্কার আতঙ্ক বিরাজ করছে। শৃঙ্খলা ভঙ্গ করলেই চলে যাচ্ছে দলীয় পদপদবি। প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসতে বলা হচ্ছে নেতাকর্মীদের। জড়িতদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেয়ার নিদের্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও তিনি বলেছেন, প্রতিহিংসার রাজনীতি এড়িয়ে চলতে নেতাকর্মীদের কড়া নির্দেশনা দিয়েছেন। তবুও বিভিন্ন স্থানে অতিউৎসাহী নেতাকর্মীরা প্রতিহিংসামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। প্রতিপক্ষের পাশাপশি নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে দ্বন্দ্ব-কোন্দলে জড়িয়ে পড়ছেন। এতেই চলে যাচ্ছে দলীয় পদপদবি। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলে নেয়ার কয়েকটি বিচ্ছিন্ন অভিযোগ ওঠে বিএনপির বিভিন্নস্তরের নেতাকর্মীর বিরুদ্ধে। তবে এসব কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকতে বলা হচ্ছে। কারো বিরুদ্ধে চাঁদাবাজি, সহিংসতা কিংবা জমি-প্রতিষ্ঠান দখলের তথ্য-প্রমাণ পেলেই দল থেকে বহিষ্কার করা হচ্ছে। ছাড় পাচ্ছেন না কেউই। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছে আইনবহির্ভূত কোনো কাজে কেউ জড়ালে বিন্দুমাত্র ছাড় পাবে না। পদ-পদবিতো হারাবেনই, একইসঙ্গে তুলে দেয়া হবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জমি দখল, চাঁদাবাজি ও প্রতিহিংসায় লিপ্ত হবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। বিএনপির নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করতে চাইলে তাকে আইনের হাতে তুলে দেয়া হোক। জানা গেছে, আওয়ামী লীগের পতনে আপাতত স্বস্তি ফিরেছে। প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতির পক্ষে নয় বিএনপি। শুধু মুখে মুখে নয়, বাস্তব অর্থেই বিএনপি এটা প্রতিষ্ঠা করতে চায়। দলের ভাবমূর্তি রক্ষায় ব্যবস্থা নেয়া হচ্ছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কাউকে ছাড় দেয়া হবে না বলে নেতাকর্মীদের সর্তক করা হয়েছে। ইতোমধ্যে বিএনপি অ্যাকশনে গেছে বলেও জানান তারা। দিনদিন দীর্ঘ হচ্ছে বিএনপির বহিষ্কারের তালিকা। কেন্দ্র থেকে তৃণমূল এবং দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারাও বহিষ্কার আতংকে রয়েছেন। অনেকের পদ স্থগিত করা হচ্ছে। পদপদবির বিবেচনায় কাউকে রেহাই দেয়া হচ্ছে না। যার বিরুদ্ধেই তথ্য-প্রমাণ আসছে তাকে বহিষ্কার করা হচ্ছে কিংবা তার পদ স্থগিত করা হচ্ছে। পুকুর ভরাটের অভিযোগে গত ১১ আগস্ট বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিছ জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়। গত ১৫ আগস্ট উস্কানিমূলক বক্তব্য দেয়ায় কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। গত ২১ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সদস্য পদ স্থগিত করে বিএনপি। গত মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য পল্লবী ৬নং ওয়ার্ডে যুবদল যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন রানা, যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাকে বহিষ্কার করা হয়েছে। বরিশালে শৃঙ্খলা ভঙ্গের কারণে ইতোমধ্যে প্রায় এক হাজার ২০০ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, আমাদের স্পষ্ট বার্তা সুবিধাভোগী, অনিয়মকারীদের দলে জায়গা হবে না। বরিশালেও যদি কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে দল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। সংগঠনবিরোধী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানাধীন ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি কামাল হোসেনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠনবিরোধী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানাধীন ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি কামাল হোসেনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে কোনো প্রকার রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য সবাইকে নির্দেশনা দেয়া হলো। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন গত মঙ্গলবার এ সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এছাড়াও বিএনপির বিভিন্ন জেলা-উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বড় কিছু অর্জন করতে হলে ছোট কিছু হারাতে হয় এবং হারানোর সেই উদাহরণ আমরা ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে সৃষ্টি করেছি। আমরা আমাদের দলের একজন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ স্থগিত করেছি। দলের চেয়ারপার্সনের একজন উপদেষ্টাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই ধরনের বার্তা দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স