ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

স্বপ্নপুরী থেকে উদ্ধার ৫ ভল্লুক গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ১২:১৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ১২:১৭:২৭ অপরাহ্ন
স্বপ্নপুরী থেকে উদ্ধার ৫ ভল্লুক গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে হস্তান্তরকৃত ভল্লুক গুলো
মোঃ উজ্জল মিয়া শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ এলাকায় স্বপ্নপুরী পার্ক থেকে উদ্ধারকৃত ৫টি ভল্লুক উদ্ধার করে গাজীপুরের শ্রীপুর সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। বুধবার(১২ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় প্রাণীগুলোকে হস্তান্তরের পর পার্কের কোয়ারেন্টাইন এ রাখা হয়েছে। এর আগে গত মঙ্গলবার বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা স্বপ্নপুরী পার্ক থেকে ভল্লুক গুলো উদ্ধার করে। বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম কুমার মল্লিক বিষটি নিঃসৃত করেন। তিনি জানান, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারী সার্বিক দিক নির্দেশনায় অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্রগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের সময় ওই পার্ক থেকে ভল্লুক ছাড়াও আরো ৪৩টি পশুপাখি উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ৫টি মায়া হরিণ, ১১টি বানর, ১৭টি সাম্বার হরিন, ৫টি রাজধনেশ, ২টি সজারু ও ১ টি ভোদর।এগুলোর মধ্যে কেবল ৫টি ভল্লুক গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে। উদ্ধারের পর বন্ধ করা হয়েছে স্বপ্নপুরী পার্কের মিনি চিড়িয়াখানা। অসীম কুমার মল্লিক আরো বলেন, এর আগে গত ২৬ জানুয়ারি পার্কটিতে ১ম ধাপে অভিযানে ৭৪ টি বন্যপ্রাণী জব্দকরে। এগুলোর মধ্যে ৫২ টি বন্যপ্রাণী পার্ক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছিল। কিন্তু পার্ক কর্তৃপক্ষ সেসব প্রাণীর বেশিরভাগের পক্ষে কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় মঙ্গলবার অভিযান পরিচালনা করে প্রাণীগুলো নিয়ে আসা হয়। বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অপর বণ্যপ্রাণী পরিদর্শক আবদুল্লাহ আল সাদিক বলেন, স্বপ্নপুরী পার্কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে প্রাণীগুলো সাফারি পার্কে আনা হয়েছে। এগুলোর চিকিৎসা ও পুনর্বাসন চলবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য