ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি ভারতীয় অভিনেতার রহস্যজনক মৃত্যু পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বক্স অফিসে কেমন পারফর্ম করছে ‘কেসারি চ্যাপ্টার টু’? ঋতুপর্ণার নতুন সিনেমার পোস্টার নিয়ে চলছে বিতর্ক ‘আমাকে এতো খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন?’ প্রেক্ষাগৃহে আসছে জয়ার নতুন সিনেমা অবশেষে ‘তাণ্ডবে’ শাকিবের নায়িকা হচ্ছেন সাবিলা নূর মার্চ মাসে নির্যাতনের শিকার ৪৪২ জন নারী-কন্যা শিশু সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি শিক্ষকদের মানহানির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন বাসস এমডি ড্যাপ সংশোধন নিয়ে মতপার্থক্য ত্রয়োদশ নির্বাচনের ভোটার তালিকায় ভুল থাকার শঙ্কা নকশাবহির্ভূত সব রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল ৬ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদি স্টারলিংকের লাইসেন্স অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা

দর্শকদের ওপর মেজাজ হারালেন সোনু নিগম

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ১১:০৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ১১:০৬:০২ অপরাহ্ন
দর্শকদের ওপর মেজাজ হারালেন সোনু নিগম
শ্রোতা-দর্শকদের ওপর মেজাজ হারালেন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। কলকাতায় একটি কনসার্টে গান গাওয়ার সময় তিনি এ কথা বলেন। কনসার্ট চলাকালে দর্শকদের উপর চটে যান এ গায়ক। গত রোববার এ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। কলকাতায় দীর্ঘ সময়ের ব্যবধানে কনসার্ট করলেন সোনু নিগম। তার গান শুনতে শ্রোতা-দর্শকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। কনসার্ট চলাকালে দর্শকদের একাংশ উঠে দাঁড়ালে গায়ক চটে যান। সেই সঙ্গে ভিড় নিয়ন্ত্রণের জন্য নিজেই দায়িত্ব নিয়ে নেন। মাইক হাতে রীতিমতো দর্শকদের কড়া ভাষায় কথা শুনিয়েছেন। কলকাতার এ কনসার্টের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে সোনুকে মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের দিকে ইঙ্গিত করে বলতে দেখা গেছে, ‘আপনি যদি সত্যিই দাঁড়াতে চান তবে নির্বাচনে দাঁড়ান! দয়া করে বসুন। আমার সময় নষ্ট হচ্ছে। কাট অফ টাইম চলে আসবে’। এরপরও কেউ কথা না শুনলে চিৎকার করে গায়ক বলেন, ‘দ্রু বসো, বেরিয়ে যাও, জায়গা খালি করো। এই জায়গাটা সম্পূর্ণ খালি করে দাও’। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় কয়েকজন অনুরাগী সোনুর পক্ষে দাঁড়িয়েছেন। তারা মন্তব্য করে লিখেছেন, যাদের অনেকেই ওই অনুষ্ঠানে হাজির ছিলেন। কনসার্টে দুর্বল ব্যবস্থাপনার সমালোচনা করে একজন মন্তব্য করেছেন, ‘এটা এতটাই ন্যক্কারজনক ছিল যে আয়োজকদের দুর্বল ব্যবস্থাপনার কারণে সোনু স্যারকে নিজেই হস্তক্ষেপ করতে হয়েছিল। খুবই লজ্জাজনক।’ আরেকজন মন্তব্য করেন, ‘আসলে তাকে নিজেই ভিড় ও নিরাপত্তার দায়িত্ব সামলাতে হয়েছে। কারণ ব্যবস্থাপনা ছিল খুবই দুর্বল।’ অন্য একজন লিখেছেন, ‘সোনু বাধ্য হয়ে এটা করেছেন কারণ তিনি জানেন এই ধরনের ব্যবস্থাপনা ও নিরাপত্তার কারণে কণ্ঠশিল্পী কেকের সঙ্গে কী ঘটেছিল। আত্মনিরাপত্তার জন্য অনুষ্ঠান চালানোর সময় সবাইকে এটাই করতে হবে’। ২০২২ সালের জুন মাসে নজরুল মঞ্চে পারফর্ম করার সময় কেকে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করা হয়। যদিও সোনুর এটি ছিল উন্মুক্ত কনসার্ট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স