ঢাকা , শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে ৫ ছাত্রী বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে-গোলাম পরওয়ার দুর্গাপূজা ঘিরে পাশের দেশ মিথ্যাচার করছে- স্বরাষ্ট্র উপদেষ্টা লক্ষ্মী নারায়ণ জিও ঠাকুর মন্দিরে শ্রাবন্তী সরকার রিতুর আত্মার শান্তি কামনা প্রার্থনা সভা অনুষ্ঠিত ৮ আইনে সরাসরি মামলা নেবেন না আদালত ৪ আগস্টেই নতুন সরকার গঠনের প্রস্তুতিতে ড. ইউনূসের সঙ্গে কথা হয়-নাহিদ গণতন্ত্রের পথে ঐক্যবদ্ধ থাকতে হবে-তারেক রহমান আন্দোলনকারীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলেননি শেখ হাসিনা-রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ৭৭ অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪ আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি অহেতুক চাপ-মির্জা ফখরুল নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশসহ ৪ অধ্যাদেশ অনুমোদন সচিবালয়ে আবারও কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ বিএনপি-জামাত আন্দোলনের সময় রাস্তায় ছিল না:মুফতি ফয়জুল করীম প্রক্রিয়াজাত খাদ্যপণ্য শিল্প ঝুঁকিতে বিনিয়োগে স্থবিরতা এয়ার ইন্ডিয়া ফ্লাইট বিধ্বস্ত : বোয়িং ও হানিওয়েলের বিরুদ্ধে মামলা আফগানিস্তানে ইন্টারনেট বন্ধের ঘোষণা দিল তালেবান সরকার ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা, বড় ধর্মঘটের প্রস্তুতি গাজা নিয়ে চাপের মুখে যুক্তরাষ্ট্র নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান ও সৌদি আরব

বরুণের হাতে কি হয়েছে? ছবি দেখে চিন্তিত ভক্তরা

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ১১:০৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ১১:০৫:১৭ অপরাহ্ন
বরুণের হাতে কি হয়েছে? ছবি দেখে চিন্তিত ভক্তরা
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান অভিনীত ‘বেবি জন’ গত বছরের ডিসেম্বরে মুক্তি পায়, যা বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। তবে সাময়িক বিরতি নিয়ে এবার ‘বর্ডার টু’ সিনেমার শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত তিনি। শুটিংয়ের মাঝেই হঠাৎ ক্ষতবিক্ষত হাতের ছবি পোস্ট করলেন অভিনেতা। হঠাৎ কী হলো তার? অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’ সিনেমার শুটিং চলছে উত্তরপ্রদেশে। আপাতত সেখানেই রয়েছে গোটা টিম। শুটিংয়ের মাঝেই আচমকা নিজের ক্ষতবিক্ষত হাতের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন অভিনেতা। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন-এই সপ্তাহের অনেক আঘাতের মধ্যে খুব কম। যুদ্ধ সহজ নয়। বরুণের পোস্ট দেখলেই বোঝা যায় যে, সিনেমার শুটিং একেবারেই আরামদায়ক হচ্ছে না। যেহেতু এটি একটি দেশপ্রেমের গল্প, তাই সৈনিকের চরিত্রে অভিনয় করার জন্য কিছুটা ঘাম যে ঝরাতেই হবে তা বলাই বাহুল্য। কর্মজীবনে এই প্রথমবার কোনো সৈনিকের ভূমিকায় অভিনয় করছেন বরুণ। বরুণ যে নিজের চরিত্র নিয়ে ভীষণ গর্বিত তা তার ইনস্টাগ্রাম পোস্ট দেখলেই আপনি বুঝতে পারবেন। কিছু দিন আগেই একটি ছবি তিনি পোস্ট করেছিলেন, যেখানে দেখা গেছে-ভারতের পতাকা হাতে নিয়ে সামরিক যুদ্ধ ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে রয়েছেন তিনি। ক্যাপশন লিখেছেন-এই প্রজাতন্ত্র দিবসে আসুন ঐক্যবদ্ধ হই। জয় হিন্দ। এর আগে গত ১৬ জানুয়ারি ঝাঁসিতে প্রথম শুটিং শুরু হয় এই সিনেমার। প্রথম দিনের শুটিংয়ের একটি ছবি পোস্ট করা হয়েছিল নির্মাতাদের তরফ থেকে, যেখানে প্রযোজক ভুষণ কুমার, নিধি দত্ত, সহ-প্রযোজক শিব চানানা, পরিচালক অনুরাগ সিংয়ের সঙ্গে পোজ দিতে দেখা যায় বরুণকে। উল্লেখ্য, সিনেমাটি ১৯৯৭ সালের বর্ডার সিনেমার সিক্যুয়েল হতে চলেছে। এই সিনেমায় বরুণের সঙ্গে অভিনয় করবেন সানি দেওল, দিলজিত দোসাঞ্জ, অহন শেট্টি। ঝাঁসির প্রেক্ষাপটে তৈরি হওয়া এই সিনেমার গল্পের মূল আকর্ষণ সিনেমার চিত্রনাট্য ও অ্যাকশন। সিনেমাটি ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের দিন মুক্তি পাওয়ার কথা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ