ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
একটি দল সম্পর্কে লিখছেন না, সাংবাদিকদের মির্জা আব্বাস আবারও শাহরুখ-মাধুরী জুটিকে দেখতে চায় দর্শক! সমালোচনার জবাব দিলেন প্যারিস জ্যাকসন মারা গেলেন ব্রিটিশ তারকা সাইমন ফিশার ইন্ডাস্ট্রিকে থেকে তারা আমাকে সরিয়ে দিতে চেয়েছিল : গোবিন্দ ইফতারে যোগ দিয়ে তোপের মুখে বিজয় এবার ভারতীয় সিনেমায় দেখা যাবে হানিয়া আমিরকে ভারতের ফিল্মফেয়ারে মনোনীত হলেন বাংলাদেশি তিন তারকা ওমরাহ হজ পালন করতে মক্কায় বর্ষা উত্তোলন করা হলো তানজিন তিশার সহকারীর লাশ শ্রীপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, যুবক আটক অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে ঐকমত্য কমিশন আসামিদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা মধ্যরাতে আদালতে চার আসামি রিমান্ড মঞ্জুর পাচারকৃত টাকা ফেরাতে আগামী সপ্তাহে নতুন আইন -প্রেস সচিব সাবেক ৬৪ সচিবের তথ্য উপাত্ত সংগ্রহ করে যাচাই করবে সরকার চোখের পাতা নেড়েছে সেই শিশুটি নিরাপত্তায় কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার করারোপের আগে বাজার প্রভাব বিশ্লেষণ চান ব্যবসায়ীরা

বরুণের হাতে কি হয়েছে? ছবি দেখে চিন্তিত ভক্তরা

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ১১:০৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ১১:০৫:১৭ অপরাহ্ন
বরুণের হাতে কি হয়েছে? ছবি দেখে চিন্তিত ভক্তরা
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান অভিনীত ‘বেবি জন’ গত বছরের ডিসেম্বরে মুক্তি পায়, যা বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। তবে সাময়িক বিরতি নিয়ে এবার ‘বর্ডার টু’ সিনেমার শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত তিনি। শুটিংয়ের মাঝেই হঠাৎ ক্ষতবিক্ষত হাতের ছবি পোস্ট করলেন অভিনেতা। হঠাৎ কী হলো তার? অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’ সিনেমার শুটিং চলছে উত্তরপ্রদেশে। আপাতত সেখানেই রয়েছে গোটা টিম। শুটিংয়ের মাঝেই আচমকা নিজের ক্ষতবিক্ষত হাতের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন অভিনেতা। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন-এই সপ্তাহের অনেক আঘাতের মধ্যে খুব কম। যুদ্ধ সহজ নয়। বরুণের পোস্ট দেখলেই বোঝা যায় যে, সিনেমার শুটিং একেবারেই আরামদায়ক হচ্ছে না। যেহেতু এটি একটি দেশপ্রেমের গল্প, তাই সৈনিকের চরিত্রে অভিনয় করার জন্য কিছুটা ঘাম যে ঝরাতেই হবে তা বলাই বাহুল্য। কর্মজীবনে এই প্রথমবার কোনো সৈনিকের ভূমিকায় অভিনয় করছেন বরুণ। বরুণ যে নিজের চরিত্র নিয়ে ভীষণ গর্বিত তা তার ইনস্টাগ্রাম পোস্ট দেখলেই আপনি বুঝতে পারবেন। কিছু দিন আগেই একটি ছবি তিনি পোস্ট করেছিলেন, যেখানে দেখা গেছে-ভারতের পতাকা হাতে নিয়ে সামরিক যুদ্ধ ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে রয়েছেন তিনি। ক্যাপশন লিখেছেন-এই প্রজাতন্ত্র দিবসে আসুন ঐক্যবদ্ধ হই। জয় হিন্দ। এর আগে গত ১৬ জানুয়ারি ঝাঁসিতে প্রথম শুটিং শুরু হয় এই সিনেমার। প্রথম দিনের শুটিংয়ের একটি ছবি পোস্ট করা হয়েছিল নির্মাতাদের তরফ থেকে, যেখানে প্রযোজক ভুষণ কুমার, নিধি দত্ত, সহ-প্রযোজক শিব চানানা, পরিচালক অনুরাগ সিংয়ের সঙ্গে পোজ দিতে দেখা যায় বরুণকে। উল্লেখ্য, সিনেমাটি ১৯৯৭ সালের বর্ডার সিনেমার সিক্যুয়েল হতে চলেছে। এই সিনেমায় বরুণের সঙ্গে অভিনয় করবেন সানি দেওল, দিলজিত দোসাঞ্জ, অহন শেট্টি। ঝাঁসির প্রেক্ষাপটে তৈরি হওয়া এই সিনেমার গল্পের মূল আকর্ষণ সিনেমার চিত্রনাট্য ও অ্যাকশন। সিনেমাটি ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের দিন মুক্তি পাওয়ার কথা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স