
তসলিমার ‘চুম্বন’ বিক্রি, জয় বাংলা সেøাগান : স্টল সাময়িক বন্ধ
- আপলোড সময় : ১১-০২-২০২৫ ১১:১১:২৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০২-২০২৫ ১১:১১:২৫ পূর্বাহ্ন


অমর একুশে বইমেলার একটি স্টলে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরীনের বই বিক্রি ও ‘জয় বাংলা’ সেøাগান দেয়ায় শতাব্দী ভব নামের এক লেখককে বইমেলা থেকে বের করে দিয়েছে উত্তেজিত জনতা। ‘সব্যসাচী’ নামের ওই স্টলে ভাঙচুরও চালানো হয়। পরে শিক্ষার্থীদের উত্তেজনার মুখে স্টলটি সাময়িক বন্ধ করে দেয় পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের সব্যসাচী স্টলের সামনে এমন ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল শিক্ষার্থী সব্যসাচী স্টলে তসলিমা নাসরীনের বই বিক্রি করা দেখে সেখানে ভিড় জমান। শতাব্দী ভব নামের ওই লেখক তখন সেখানেই বসেছিলেন। শিক্ষার্থীরা তসলিমা নাসরীনের বই বিক্রি কেন করছেন জানতে চাইলে তাদের ‘জঙ্গি’ বলেন ওই লেখক। ফলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়। এক পর্যায়ে শতাব্দী ভব ‘জয় বাংলা’ সেøাগান দিলে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে মারতে গেলে পুলিশ বাধা দেয় এবং তাকে নিয়ে চলে যায়।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা এখানে এসে দেখতে পেয়েছি সব্যসাচী স্টলে প্রকাশ্যে তসলিমা নাসরীনের বই বিক্রি করছে। পরবর্তীতে আমরা কারণ জানতে চাইলে ওই লোক আমাদের জঙ্গি বলে ও জয় বাংলা সেøাগান দেয়। ওই লেখক জয় বাংলা সেøাগান দিয়ে আমাদের গায়ে হাত তুলেছে। সে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমরা এর বিচার চাই।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, শিক্ষার্থীরা ওই লেখককে মারতে গেলে পুলিশ বাধা দেয় এবং তাকে নিয়ে বইমেলার বাইরে চলে যায়। এসময় শতাব্দী ভব উত্তেজিত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ