
বিবাড়িয়া সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার ভোররাতে আখাউড়া উপজেলার মালদারপাড়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে বিজিবি টহল দলের সদস্যরা ২ হাজার ২১টি ভারতীয় শাড়ি এবং ৩৬৬টি থ্রি-পিস জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮১ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা ধরা হয়েছে। এ ব্যাপারে সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে যেন কোনও ধরনের চোরাই মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবির সদস্যরা তৎপর রয়েছেন। এরই ধারাবাহিকতায় বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চোরাই মাল জব্দ করা হচ্ছে। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, সরাইল ব্যাটালিয়ন কর্তৃক এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ