ঢাকা , বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন ঢাকা মেডিকেলের আউটডোরে চিকিৎসা বন্ধ পোশাক রফতানিতে প্রবৃদ্ধির রেকর্ড ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিমুখী চিকিৎসকদের পদযাত্রায় বাধা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিলো পুলিশ যমুনায় যাওয়ার চেষ্টা শিক্ষকদের পুলিশের জলকামান-লাঠিচার্জ এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না আজ সারাদেশে ২ ঘণ্টার অবস্থান কর্মসূচির ডাক ইসি কর্মীদের ওআইসিভুক্ত মিশন প্রধানদের কাছে ভোটের প্রস্তুতি তুলে ধরবেন সিইসি প্রক্সি ভোটে বড় সংশয় ‘বিশ্বাস’ পুলিশের জন্য বিপুলসংখ্যক গাড়ি কেনার উদ্যোগ ১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না আবাসন ব্যবসায়ীদের দুর্দিন কাটছে না যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন আলোচনায় বসবো না যা ইচ্ছা করুন মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে কিল সুইচ

৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নে তাগিদ সৌদির

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৪ ০২:৪৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৪ ০২:৪৬:১৬ অপরাহ্ন
৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নে তাগিদ সৌদির ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নে তাগিদ সৌদির
দেশ স্বাধীনের পর বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গা নাগরিকের পাসপোর্ট নবায়নের বিষয়ে তাগিদ দিয়েছে সৌদি সরকারএ বিষয়ে সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেনগতকাল রোববার দুপুরে রাজধানীর নিকুঞ্জে হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশ স্বাধীনের পর বাংলাদেশ থেকে কিছু রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিলএর সংখ্যা কত তা আমাদের জানা নেইতারা আমাদের জানিয়েছে ৬৯ হাজারসৌদি আরবের নিয়ম অনুযায়ী পাসপোর্ট না থাকলে তাদের ফেরত পাঠায়সেক্ষেত্রে আমাদের সঙ্গে সৌদি আরবের একটি চুক্তি হয়েছিল, তারা রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না, তাদের কাগজ রিনিউ করে দেওয়া হবেস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়ে আমরা স্লো যাচ্ছি কেন? বা আমাদের কোন অসুবিধা আছে কি না সেটা দেখার জন্য তারা এসেছিলেনএছাড়াও সৌদি আরবের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের উভয় দেশের সুবিধা-অসুবিধা নিয়ে আলাপ হয়েছেআমাদের সীমান্ত রক্ষীবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড ও পুলিশের সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছেএকইসঙ্গে সৌদি আরবে যেসব প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে আমরা বলেছি তারা যে আমাদের দেশেও এসব প্রশিক্ষণকেন্দ্র পাঠায় এতে উভয় দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্ত হবেস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আববের প্রতিনিধিদল উভয় দেশের বন্দি বিনিময় চুক্তির বিষয়ে প্রস্তাব করেছেবিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছেযদি সৌদি আবর এই চুক্তি করে তবে ভালো হবেবাংলাদেশ থেকে তাদের সিকিউরিটি গার্ডের জন্য আনসার পাঠানোর কথা বলেছিএ বিষয়ে তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেনআপনারা জানেন যে, ভিআইপি নিরাপত্তার জন্য আনসাদের আমরা গার্ড রেজিমেন্টের হিসেবে তৈরি করেছিস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা রোহিঙ্গাদের নিয়ে কথা বলেছি, এটি তারাও গুরুত্বের সঙ্গে ভাবছেনরোহিঙ্গাদের মিয়ানমারে যত তাড়াতাড়ি ফেরত পাঠানো যায় সেটি নিয়ে তারা কাজ করছেনমধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা ওয়েভার রয়েছেইউএইয়ের সঙ্গে আমাদের কথা চলছে, ভবিষ্যতে ইউএইয়ের সঙ্গে চুক্তি সম্পন্ন হবেসৌদি আরব আমাদের সঙ্গে এ বিষয়ে সম্মত হয়েছেসৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গা দায়িত্ব কোন রাষ্ট্র নেবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আবর কিন্তু ফেরত পাঠাবে না কাউকেআবার রোহিঙ্গাদের ওই দেশের নাগরিকত্ব দেবে নাতবে কীভাবে থাকবেসেজন্য তাদের কিছু ডকুমেন্টস প্রয়োজন সেজন্য তারা আমাদের অনুরোধ করেছিলআমরা গত বছর সেটি সই করেছিলামসেখানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে কি না সে বিষয়ে সরাসরি কথা বলতে তারা এসেছিলেনসৌদিতে অবস্থানরত রোহিঙ্গারা কি বাংলাদেশি পাসপোর্ট পাবে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা তো বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গিয়েছিলসুতরাং আমরা শুধু তাদের পাসপোর্ট রিনিউ করে দেবোতাদের নাম-ঠিকানা পাসপোর্টে যেমন আছে তেমনি থাকবেহজে নিরাপত্তা ও ব্যবস্থাপনার এবার কেমন থাকছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার হজ নিয়ে সুন্দর ব্যবস্থাপনা হয়েছেআমাদের দেশের ইমিগ্রেশন সিস্টেম চালু হয়েছেএখানে ইমিগ্রেশন করে আর অপেক্ষা করতে হবে নাএদিকে সৌদি আবর রোড টু মক্কা বলে আরও একটি সিস্টেম চালু করেছেনহজযাত্রীরা তাদের লাগেজ এখানে জমা দেবেসৌদিতে হজযাত্রীদের যে হোটেল রয়েছে সেখানে তাদের লাগেজ পৌঁছে দেওয়া হবেআমি আশা করছি, হজযাত্রীরা এই সুযোগটি নেবেস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় সৌদি আবরের উপ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সৌদিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কাজ করছেনভবিষ্যতে এই সুযোগ আরও বাড়বে বলে আশ্বাস দিয়েছেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স