ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আপনি বললেই তো নির্বাচন হবে না এক কোটি বিশ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি বরাদ্দ গিলে খেয়েছেন প্রধান শিক্ষক ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় জাগরণ চান বিশিষ্টজনরা বিমান কর্মচারী ফয়েজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঢাকা-১৬ আসনে নতুন ৪ ওয়ার্ড সংযুক্তির আবেদন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার গাইবান্ধায় রাতের আঁধারে দুর্গা প্রতিমায় আগুন ভাইরাল বাবার ভালোবাসায় কাঁদছে-হাসছে অনেকে রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় দু’জন আহত জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়কÑ রিজভী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া

আপন সৌন্দর্যে জমে উঠেছে গ্রন্থমেলা

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ১০:৪২:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ১০:৪২:২১ পূর্বাহ্ন
আপন সৌন্দর্যে জমে উঠেছে গ্রন্থমেলা
আপন সৌন্দর্যে জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। দলে-দলে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে দলবেঁধে বইপ্রেমীরা আসছে মেলায়। তারা বই কিনছে, দলে-দলে সোহরাওয়ার্দীর খোলা পরিবেশে আকাশের নিচে হেঁটে বেড়াচ্ছে বাধাহীনভাবে। দেখে মনে হচ্ছে, ভাষা শহীদদের আত্মত্যাগের মাস ফেব্রুয়ারিতে সকল জঞ্জাল ধ্বংস করে ফুটে উঠেছে বইমেলার প্রকৃত সৌন্দর্য। গতকাল সোমবার অমর একুশে বইমেলার দশম দিনে নতুন বই এসেছে-৮৪টি। নীতিমালা না মানলে শাস্তি : এ বছর একুশে বইমেলায় অংশগ্রহণের শর্ত হিসেবে নীতিমালায় যা বলা হয়েছে, মেলায় অংশ নেয়া কোনো প্রতিষ্ঠান ও প্রকাশক সেগুলো মানতে ব্যর্থ হলে তাদের স্টল বরাদ্দ বাতিল করা হবে। স্টল বাবদ জমা দেয়া টাকা ফেরত দেয়া হবে না। এমনকি ভবিষ্যতে তিনি মেলায় অংশগ্রহণ করতে পারবেন কিনা সে বিষয়ে পরিচালনা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এছাড়া এ সমস্ত অভিযোগে অভিযুক্ত হয়ে কোনো প্রতিষ্ঠান আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে পরবর্তী তিন বছরের জন্য ওই প্রতিষ্ঠান বা প্রকাশনা সংস্থা বইমেলায় অংশগ্রহণের অযোগ্য বিবেচিত হবে। এ বিষয়ে লেখক আহমাদ মোস্তফা কামাল বলেন, এখানে বিরোধী বলতে কী বোঝায়? সমালোচনাকে বিরোধীতা হিসেবে সংজ্ঞায়িত করা হবে কি না? এটার মানদণ্ড কী? এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলা হয় নি। তিনি বলেন, একজন লেখক কতটুকু স্বাধীনতা ভোগ করতে পারবেন সেটির যদি সীমা নির্ধারণ করে দেয়া হয়, তাহলে তার স্বাধীনতা থাকে না। সমাজে অস্থিরতা, সাম্প্রদায়িক দাঙ্গা বা সহিংসতা তৈরি করতে পারে, এমন কাজগুলোকে বাংলা একাডেমি বিরত থাকতে বলতে পারে, এটা তাদের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন লেখক বলেন, বইমেলার উদ্বোধনের সময় মুক্তিযুদ্ধের কথা আসেনি এজন্য তিনি বিরক্ত হয়েছেন। তিনি বলেন, শুধু বায়ান্ন আর চব্বিশ। মাঝখানে মুক্তিযুদ্ধকে উইথ-ড্র (এড়িয়ে যাওয়া) করে দেয়া হয়েছে। কেন এটা আসবে না, আমি ওইটার বিরোধী। এই লেখক এবার লেখকদের নিরাপত্তা নিয়ে শঙ্কার বিষয়েও উদাহরণ দেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে লেখালেখি করেছেন। যার কারণে পরিবারের পক্ষ থেকে নিরাপত্তার কারণে ওই লেখককে এ বছর মেলায় যেতে নিষেধ করা হচ্ছে। এবার তার প্রথম উপন্যাস বের হয়েছে কিন্তু মেলার এক সপ্তাহ পেরোলেও এখনো যান নি। বাংলা একাডেমির একজন পরিচালক সরকার আমিন বলেন, কোন বই নিষিদ্ধ করার এই পুরো কাজটা কিন্তু রাষ্ট্র কর্তৃক হবে। বাংলা একাডেমী রাষ্ট্রীয় বিধানের আলোকে বই মেলা করছে বলে মন্তব্য করেন তিনি। আলোচনা অনুষ্ঠান : গতকাল সোমবার বিকেল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘ড. মনিরুজ্জামানের সময়রেখা : ভাষাবিজ্ঞানের ত্রিকালদর্শী পরিব্রাজক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মাশরুর ইমতিয়াজ। আলোচনায় অংশগ্রহণ করেন সালমা নাসরীন এবং মামুন অর রশীদ। সভাপতিত্ব করেন অধ্যাপক মনসুর মুসা। প্রাবন্ধিক বলেন, ড. মনিরুজ্জামান ভাষাবিজ্ঞানের দুরূহ পথে কেবল সরলরৈখিকভাবেই পরিভ্রমণ করেননি, বরং নজর দিয়েছেন অতীতের ভাষিক নিরীক্ষায় এবং ভবিষ্যতের ভাষা-গবেষণার সুলুক সন্ধানে। প্রতিভার মৌলিকত্বে তিনি তাঁর স্বকীয় অবস্থান নিশ্চিত করেছেন। ভাষাবিজ্ঞান বিষয়ে গভীর পাণ্ডিত্য এবং উপভাষা গবেষণায় অসামান্য অবদানের কারণে ভাষাবিজ্ঞানের জগতে যেমন তাঁর অবিস্মরণীয় খ্যাতি রয়েছে, তেমনি সুসাহিত্যিক ও সাহিত্য-বিশ্লেষক হিসেবেও বাংলা সাহিত্যজগতে তাঁর নাম সুবিদিত। তিনি বাংলাদেশে অনুসৃত ভাষাবিজ্ঞানের যাবতীয় ধারাসমূহের বিন্যাস করেছেন, একইসঙ্গে তাঁর রচনায় তুলনামূলক ভাষাতত্ত্বের বিকাশমানতার ধারা প্রতিভাত হয়েছে। আলোচকদ্বয় বলেন, ড. মনিরুজ্জামান ছিলেন আধুনিক চিন্তাধারার অধিকারী বিজ্ঞানমনস্ক একজন মানুষ। গবেষণার মাধ্যমে তিনি বাংলা উপভাষার উচ্চারণগত, ব্যাকরণগত এবং শব্দগত বৈচিত্র্য তুলে ধরেছেন। ভাষা গবেষণায় তিনি আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রয়োগ ঘটিয়েছেন। তিনি উপভাষার অভ্যন্তরীণ রূপটি আমাদের সামনে তুলে ধরেছেন এবং উপভাষাকে উদার দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন। সভাপতির বক্তব্যে অধ্যাপক মুনসুর মুসা বলেন, ড. মনিরুজ্জামান শৈশবকাল থেকেই বিভিন্ন উপভাষার সংস্পর্শে এসেছিলেন এবং একজন গবেষক হিসেবে ভাষাবিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করেছেন। তাঁর মূল্যবান গবেষণা ভবিষ্যতের গবেষকদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা জোগাবে। লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন-কুদরত-ই-হুদা এবং হিজল জোবায়ের। সাংস্কৃতিক অনুষ্ঠানে আজ ছিল মো. আনোয়ার হোসেনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘আরশিনগর বাউল সংঘ’, সানজিদা আহমেদ লাবণ্যের পরিচালনায় নৃত্যসংগঠন ‘নৃত্য সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়’ এবং মজিবুর রহমান বিরোহীর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘বিরোহী শিল্পীগোষ্ঠী’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী আব্দুল লতিফ শাহ, বাউল সুভাষ বিশ্বাস, আবুল কালাম আজাদ, সাধিকা সৃজনী তানিয়া, এলাহী মাসুদ, কাজী দেলোয়ার হোসেন, এ টি এম গোলাম মোস্তফা, পিয়াল হাসান এবং শামিমা সুলতানা। যন্ত্রাণুষঙ্গে ছিলেন প্রিয়ব্রত চৌধুরী (তবলা), শাহীনুর রহমান (কী-বোর্ড), মো. ফায়জুর রহমান (বাঁশি), সুমন কুমার শীল (দোতারা) এবং হাসান মিয়া (বাংলা ঢোল)। আজকের অনুষ্ঠান : আজ মঙ্গলবার অমর একুশে বইমেলার ১১ম দিন মেলা শুরু হবে বিকেল ৩ টায় এবং চলবে রাত ৯ টা পর্যন্ত। এদিন বিকেল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জীবন ও সাহিত্য : শাহেদ আলী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন শিবলী আজাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন নাজিব ওয়াদুদ এবং মোস্তাক আহমাদ দীন। এতে সভাপতিত্ব করবেন চঞ্চল কুমার বোস।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ