ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের শাস্তির সম্মুখীন হলেন স্টোকসরা বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাইয়ের চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার-খাদ্য উপদেষ্টা ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন : বদিউল আলম মজুমদার নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫

শ্রীমঙ্গলে হঠাৎ বাড়ছে শীত

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ১১:০২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ১১:০২:৪০ অপরাহ্ন
শ্রীমঙ্গলে হঠাৎ বাড়ছে শীত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
দেশে চায়ের রাজধানী খ্যাত ও অন্যতম চা শিল্পাঞ্চল উপজেলা শ্রীমঙ্গলে আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬ টা এবং ৯টায় দেশের সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড করেছে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্র। আজ রেকর্ডকৃত ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই চলতি শীত মৌসুমে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এসব তথ্য জানিয়েছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান আরো জানান, আজ দুপুর ১২টায় বাতাসের আর্দ্রতা ছিলো ২৭ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ৩ নটিক্যাল মাইল অর্থাৎ ৫.৫৬ কিলোমিটার। তিনি আরো বলেন, শ্রীমঙ্গলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ২০/২৫ দিন ধরে এখানে তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রিতে অবস্থান করছে। গত ১০ জানুয়ারি এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি, ১১ তারিখে ১০ ডিগ্রি, ১২ তারিখে ১০.৭ ডিগ্রি, ১৫ তারিখে ১০.৭ ডিগ্রি, ১৬ তারিখে ১১ ডিগ্রি, ১৭ তারিখে ১১.৩ ডিগ্রি, ১৮ তারিখে ১১.৭ ডিগ্রি, ১৯ তারিখে ১১.৪ ডিগ্রি, ২০ তারিখে ১১.২ ডিগ্রি, ২১ তারিখে ১১.৫ ডিগ্রি, ২৪ তারিখে ১১.২ ডিগ্রি, ২৬ তারিখে ৯.৬ ডিগ্রি, ২৭ তারিখে ৯.৮ ডিগ্রি, ৩০ তারিখে ১০.১ ডিগ্রি, ৪ ফেব্রুয়ারি ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশের শীতলতম স্থান হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাতে কনকনে শীত আর ঠাণ্ডায় জনজীবনে বেড়েছে দুর্ভোগ। সকালে স্কুল-কলেজ গামী ছাত্রছাত্রীদের কষ্ট বেড়েছে। কনকনে ঠাণ্ডা আর শীতে চা-শ্রমিকসহ ছিন্নমুল আর খেটে খাওয়া মানুষের কষ্ট বেড়েছে।
সন্ধ্যা নামার সাথে সাথেই শীত অনুভুত হতে থাকে। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শীত। তবে ভোরে সুর্য উঠে যাওয়ায় বাড়তে থাকে তাপমাত্রা। তখন শীত অনুভুত হয় কম। জনজীবনে ফিরে আসে স্বস্থি। ২০৫টি গ্রাম, ৯টি ইউনিয়ন, একটি পৌরসভা ও ছোট-বড় ৪৪ টি চা-বাগান নিয়ে গঠিত শ্রীমঙ্গল উপজেলায় শীতের কারণে সাধারণ জীবনযাত্রায় দুর্ভোগে পড়েছেন অসহায়, দরিদ্র, ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষ। বিশেষ করে উপজেলার চা-বাগানগুলোতে শীতের তীব্রতা বেশি। রাতের বেলা বেশি শীত অনুভূত হলেও সকালে সুর্য ওঠে যাওয়ায় দিনের বেলায় তেমন শীত অনুভুত হয় না। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মৌমিতা বৈদ্য জানান, উপজেলায় অনেকেই শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমন দেখা দিয়েছে। তাছাড়া ডায়রিয়ার প্রবনতা বেড়েছে। অ্যাজমাজনিত রোগে আক্রান্ত বয়স্করা বেশি আসছেন হাসপাতালে। এছাড়াও জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ডা. মৌমিতা  বৈদ্য। এদিকে শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান জানান, ইতোমধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়ন ও এক পৌরসভায় শীতার্ত মানুষের মাঝে প্রায় সাড়ে ৪ হাজার কম্বল বিতরন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যাংক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা উপজেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য