ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরিষাবাড়ীতে নদী ভাঙনের আতঙ্কে তিন গ্রামের মানুষ ইঞ্জিন সঙ্কটে পূর্বাঞ্চলে রেলযাত্রীদের ভোগান্তি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে-আলী রীয়াজ ভারত-মিয়ানমারের সাথে টানাপোড়েনে বাংলাদেশ দেশ-বিদেশ থেকে ছড়ানো গুজব এক প্রকার অবিরাম বোমাবর্ষণ : ড. ইউনূস ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি বরখাস্ত মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে মারামারি করে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া বিদেশিদের বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে নেগোসিয়েশন চলছে-নৌ-উপদেষ্টা বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায়-তারেক রহমান এফবিসিসিআই নির্বাচনে সময় বাড়লো দেড় মাস শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড হরমুজ প্রণালী অবরোধ ও মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে নিজস্ব মজুদ কমায় ইউক্রেনে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের ২ লাখ ৯৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিলে বিসিবির বাইরের যারা থাকবেন এশিয়া কাপের সম্ভাব্য সূচি প্রকাশ, একাধিকবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান চেলসি ছাড়লেন কেপা, আর্সেনালে নতুন যাত্রা বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের স্ত্রী-সন্তানের ভরণপোষণে মাসে ৪ লাখ রুপি দিতে হবে শামিকে রাজনৈতিক টানাপোড়েনে অনিশ্চিত ভারতের বাংলাদেশ সফর
চ্যাম্পিয়ন্স ট্রফি

বাংলাদেশের বিপক্ষে সবসময় চাপে থাকে ভারত

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৭:৪২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৭:৪২:২৯ অপরাহ্ন
বাংলাদেশের বিপক্ষে সবসময় চাপে থাকে ভারত
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখতে দলের খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। তার মতে, বাংলাদেশের বিপক্ষে খেলতে নামলে ভারত সাধারণত চাপে থাকে। সঙ্গত কারণেই এ মানসিক সুবিধাটা আমাদের নেওয়া উচিত। সাংবাদিকদের বাশার বলেন, ‘ভারত সব সময়ই ভালো দল। কিন্তু তারা চাপে থাকতে পছন্দ করা দল নয়। আমার মনে হয় বাংলাদেশের বিপক্ষে খেললে তারা বাড়তি চাপে থাকে।’ তিনি আরও বলেন, ‘ভারত সব দিক থেকে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে এবং তাদের দলে বেশ কয়েকজন চ্যাম্পিয়ন খেলোয়াড় আছে- ‘এটা অস্বীকার করা যাবে না। কিন্তু তারা আমাদের বিপক্ষে মাঠে নামলে চাপ অনুভব করে।’ বাশার জানান, ‘প্রথম বল থেকেই তাদের চাপে রাখতে পারলে আমরা তাদের হারাতে পারি।’ এখন পর্যন্ত আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতকে হারানোটা আইসিসির অন্যতম সফল ইভেন্টে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন বাশার। যদিও চ্যাম্পিয়ন হবার দৌঁড়ে এগিয়ে ভারত। তবে বাশার মনে করেন, ওয়ানডেতে আগের চেয়ে ভালো দল বাংলাদেশ। এখন পর্যন্ত ৪১ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এরমধ্যে ভারত জিতেছে ৩২টিতে এবং বাংলাদেশের জয় মাত্র ৮টিতে। দুই দলের শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ তিনটি এবং ভারত দু’টিতে জিতেছে। বাশার বলেন, ‘বিষয়টা এমন নয় যে, আমরা ভারতকে কখনও হারাইনি। আইসিসি ইভেন্টে আমরা যখন তাদের আগে হারিয়েছিলাম, তখন তারা ভালো দল ছিল। কিন্তু আমি মনে করি এখন আমরা আগের চেয়ে ভালো দল। তাই এমন নয় যে, আমরা তাদের হারাতে পারবো না।’ ২০১৭ সালে ইংল্যান্ডে মাটিতে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। ভারতের কাছে হেরে ফাইনালে খেলার সেরা সুযোগ হাতছাড়া করে টাইগাররা। বাশার জানান, বাংলাদেশ দলের এখন লক্ষ্য হওয়া উচিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা। তিনি বলেন, ‘বিশ্বকাপে আমাদের রেকর্ড তেমন ভালো নয়। তবে আমরা এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছি। আমি মনে করি এবার আমাদের ফাইনালে ওঠার লক্ষ্য থাকা উচিত।’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে টাইগাররা। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দু’টি ম্যাচই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স