ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব জনগণের সমস্যা সমাধানে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি চলছে-তথ্য উপদেষ্টা সর্বনিম্ন ফিতরা ১১০ সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা চলতি বছরের মধ্যে পাচারকৃত অর্থের কিছু অংশ ফিরিয়ে আনা সম্ভব-অর্থ উপদেষ্টা পদযাত্রায় সংঘর্ষে শিক্ষার্থী-পুলিশ আহত ধর্ষকের শাস্তি জনসম্মুখে করাসহ ৬ দাবি ঈদের পর এনসিপির চূড়ান্ত রাজনৈতিক এজেন্ডা শ্রমিকদের ওপর হামলার বিচার ও বেতনের দাবি ঝিমিয়ে পড়েছে বিদেশী বাজেট সহায়তার প্রতিশ্রুত অর্থছাড় প্রক্রিয়া প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস-প্রাইভেট পড়ানো যাবে না ন্যায়বিচার-মানবাধিকার নিশ্চিতের আহ্বান চার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোট’ নিয়ে ভাবছে ইসি শেখ পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ট্রেনের যাত্রী জিম্মি উদ্ধারে গিয়ে ২০ সেনা নিহত ট্রেনে জঙ্গি হামলা জিম্মি ৫শ’ যাত্রী পল্লবী থানায় ঢুকে হামলা ওসিসহ আহত ৩ রাখাল রাহার ৪শ’ কোটি টাকা বাণিজ্যের তথ্য ভুয়া ব্যবসায়ী হত্যায় ৪ জনের যাবজ্জীবন ডিএফপি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি
চ্যাম্পিয়ন্স ট্রফি

বাংলাদেশের বিপক্ষে সবসময় চাপে থাকে ভারত

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৭:৪২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৭:৪২:২৯ অপরাহ্ন
বাংলাদেশের বিপক্ষে সবসময় চাপে থাকে ভারত
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখতে দলের খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। তার মতে, বাংলাদেশের বিপক্ষে খেলতে নামলে ভারত সাধারণত চাপে থাকে। সঙ্গত কারণেই এ মানসিক সুবিধাটা আমাদের নেওয়া উচিত। সাংবাদিকদের বাশার বলেন, ‘ভারত সব সময়ই ভালো দল। কিন্তু তারা চাপে থাকতে পছন্দ করা দল নয়। আমার মনে হয় বাংলাদেশের বিপক্ষে খেললে তারা বাড়তি চাপে থাকে।’ তিনি আরও বলেন, ‘ভারত সব দিক থেকে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে এবং তাদের দলে বেশ কয়েকজন চ্যাম্পিয়ন খেলোয়াড় আছে- ‘এটা অস্বীকার করা যাবে না। কিন্তু তারা আমাদের বিপক্ষে মাঠে নামলে চাপ অনুভব করে।’ বাশার জানান, ‘প্রথম বল থেকেই তাদের চাপে রাখতে পারলে আমরা তাদের হারাতে পারি।’ এখন পর্যন্ত আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতকে হারানোটা আইসিসির অন্যতম সফল ইভেন্টে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন বাশার। যদিও চ্যাম্পিয়ন হবার দৌঁড়ে এগিয়ে ভারত। তবে বাশার মনে করেন, ওয়ানডেতে আগের চেয়ে ভালো দল বাংলাদেশ। এখন পর্যন্ত ৪১ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এরমধ্যে ভারত জিতেছে ৩২টিতে এবং বাংলাদেশের জয় মাত্র ৮টিতে। দুই দলের শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ তিনটি এবং ভারত দু’টিতে জিতেছে। বাশার বলেন, ‘বিষয়টা এমন নয় যে, আমরা ভারতকে কখনও হারাইনি। আইসিসি ইভেন্টে আমরা যখন তাদের আগে হারিয়েছিলাম, তখন তারা ভালো দল ছিল। কিন্তু আমি মনে করি এখন আমরা আগের চেয়ে ভালো দল। তাই এমন নয় যে, আমরা তাদের হারাতে পারবো না।’ ২০১৭ সালে ইংল্যান্ডে মাটিতে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। ভারতের কাছে হেরে ফাইনালে খেলার সেরা সুযোগ হাতছাড়া করে টাইগাররা। বাশার জানান, বাংলাদেশ দলের এখন লক্ষ্য হওয়া উচিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা। তিনি বলেন, ‘বিশ্বকাপে আমাদের রেকর্ড তেমন ভালো নয়। তবে আমরা এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছি। আমি মনে করি এবার আমাদের ফাইনালে ওঠার লক্ষ্য থাকা উচিত।’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে টাইগাররা। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দু’টি ম্যাচই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স