ঢাকা , রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ছুটির দিনে নিউমার্কেটে উপচেপড়া ভিড় ১০ শতাংশের বেশি খেলাপি ঋণ থাকা ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না ঢিলেঢালার কারণে দুষ্কৃতকারীরা আসকারা পাচ্ছে- রিজভী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেয়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর চালের পাশাপাশি বেড়েছে সবজির দাম ভূমিকম্পের উচ্চঝুঁকিতে ঢাকার ৫৬ শতাংশ ভবন স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর লাগবে-মান্না বাজেটের মধ্যে মিলছে না পছন্দের পোশাক ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিলো জনতা জনপ্রশাসনের কর্মচারীদের বেতন-ভাতায় প্রতি বছরই বাড়ছে ব্যয় অনলাইনে আধা ঘণ্টায় ২০ লাখ হিট ঈদযাত্রায় কঠোর নিরাপত্তা : যানজটের ১৫৯ স্পট চিহ্নিত বিপুলসংখ্যক কারখানা স্থায়ীভাবে বন্ধ রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়-জাতিসংঘ মহাসচিব সংক্ষিপ্ত সংস্কার হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে আগামী জুনে : ড. ইউনূস নারী-শিশু নির্যাতন রোধে সহায়তা সেল গঠন বিএনপি’র আগামী ঈদ নিজ দেশে করবে রোহিঙ্গারা, প্রত্যাশা প্রধান উপদেষ্টার রোহিঙ্গার সঙ্গে ইফতার প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ

সাদপন্থীদের ভণ্ডামির সুযোগ না দেয়ার দাবি

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০১:৩৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০১:৩৬:২৮ অপরাহ্ন
সাদপন্থীদের ভণ্ডামির সুযোগ না দেয়ার দাবি
মাওলানা ‘সাদপন্থী খুনিদের’ টঙ্গীর পবিত্র ইজতেমা ময়দানে ইজতেমার নামে ভন্ডামি করার সুযোগ না দেয়ার দাবি জানিয়েছে ওলামা-মাশায়েখ বাংলাদেশ ও তাবলীগের সদস্যদের একাংশ। গতকাল রোববার রাজধানীর জাতীয় এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। গত ১৭ ডিসেম্বর,২০২৪ দিবাগত রাতে সাদপন্থী কর্তৃক টঙ্গী ময়দানে হত্যাযজ্ঞ ও নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবি এবং টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান সংক্রান্ত শুয়ারী নেজামের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে জানাতে তাবলীগের অপর অংশ শুয়ারী নেজাম ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি আমানুল হক। দাবি তুলে ধরে লিখিত বক্তব্যে বলা হয়, সাদ পন্থী খুনিদের টঙ্গীর পবিত্র ইজতেমা ময়দানে ইজতেমার নামে ভন্ডামি করার সুযোগ না দেয়ার জোর দাবি জানাচ্ছি। টঙ্গীর হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আগাম জামিন দেয়ার জন্য তৌহিদি জনতা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। সেই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে তাদের জামিন বাতিল পলাতক খুনিদের গ্রেফতার ও গ্রেফতারকৃতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছে। অন্যথায়, আমরা দেশপ্রেমিক জনতা কোনো অনাকাক্সিক্ষত ঘটনার জন্য দায়িত্ব নিতে প্রস্তুত নই। ইজতেমা সুন্দর সুষ্ঠুভাবে সফল করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকারের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। লিখিত বক্তব্যে আরও বলা হয়, আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে অবগত হয়েছেন ওয়াসিফুল ইসলামের বিতর্কিত ছেলে ওসামা ইসলাম সরকার কর্তৃক প্রচারিত পরিপত্রের মূল গুরুত্বপূর্ণ অংশকে বাদ দিয়ে স্বীয় স্বার্থে, তার ফেইসবুকে প্রচার শুরু করে দিয়েছে। যা সরকারি সিদ্ধান্তকে অবজ্ঞা করার শামিল। আমরা এর জোর প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী তিন দিনের মধ্যে উক্ত বিষয়ে ভুল স্বীকার করে প্রত্যাহারের জন্য আল্টিমেটাম দিচ্ছি। এ ছাড়া ডিসেম্বর মাসের সরকারি প্রজ্ঞাপনে ভুলক্রমে যে সহবস্থান শব্দটি ব্যবহার করে সকল জেলায় ফ্যাসাদের ক্ষেত্র সৃষ্টি হয়েছে তা সংশোধন করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি। লিখিত বক্তব্যে বলা হয়, আমরা ওয়াসিফুল ইসলাম সাহেবসহ সাদ অনুসারী ভাইদের আবারও উদ্ধাত্ত আহ্বান জানাচ্ছি। সত্যের দিকে ফিরে আসুন, ইসলামের শান্তির পথে ফিরে আসুন। নবীর সমালোচনাকারীকে বর্জন করুন। কোরআন হাদীসের অপব্যাখ্যাকারীকে ত্যাগ করুন। নিজেকে নিজে আমীর ঘোষণাকারীকে ছেড়ে দিয়ে বির্তকের ঊর্ধ্বে যে সমস্ত ওলামা-মুরব্বিগণ তাবলীগ পরিচালনা করছেন, তাদের তত্ত্বাবধানে দাওয়াত ও তবলীগের এই মহান ও সুন্দর মেহনতের ছায়াতলে শরীক হউন। নিজের ইমান বাঁচান। তবলীগের এই মেহনতটিকে বাঁচান। দেশকে বাঁচান। দেশের জনগণকে শান্তিতে থাকতে দিন। আর না হয় ভবিষ্যতে আরও কঠিন থেকে কঠিন পরিস্থিতি সৃষ্টির জন্য আপনারাই দায়ী থাকবেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স