ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
একটি দল সম্পর্কে লিখছেন না, সাংবাদিকদের মির্জা আব্বাস আবারও শাহরুখ-মাধুরী জুটিকে দেখতে চায় দর্শক! সমালোচনার জবাব দিলেন প্যারিস জ্যাকসন মারা গেলেন ব্রিটিশ তারকা সাইমন ফিশার ইন্ডাস্ট্রিকে থেকে তারা আমাকে সরিয়ে দিতে চেয়েছিল : গোবিন্দ ইফতারে যোগ দিয়ে তোপের মুখে বিজয় এবার ভারতীয় সিনেমায় দেখা যাবে হানিয়া আমিরকে ভারতের ফিল্মফেয়ারে মনোনীত হলেন বাংলাদেশি তিন তারকা ওমরাহ হজ পালন করতে মক্কায় বর্ষা উত্তোলন করা হলো তানজিন তিশার সহকারীর লাশ শ্রীপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, যুবক আটক অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে ঐকমত্য কমিশন আসামিদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা মধ্যরাতে আদালতে চার আসামি রিমান্ড মঞ্জুর পাচারকৃত টাকা ফেরাতে আগামী সপ্তাহে নতুন আইন -প্রেস সচিব সাবেক ৬৪ সচিবের তথ্য উপাত্ত সংগ্রহ করে যাচাই করবে সরকার চোখের পাতা নেড়েছে সেই শিশুটি নিরাপত্তায় কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার করারোপের আগে বাজার প্রভাব বিশ্লেষণ চান ব্যবসায়ীরা

রামপালে মন্দিরসহ জমি ফিরে পেতে বৃদ্ধের আকুতি

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ১০:৩৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১০:৩৯:৩১ অপরাহ্ন
রামপালে মন্দিরসহ জমি ফিরে পেতে বৃদ্ধের আকুতি
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে মন্দিরসহ ব্যক্তি মালিকানা জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন নব্বই বছরের বৃদ্ধ বিল্ব রঞ্জন মণ্ডল। গতকাল রোববার প্রেসক্লাব রামপালের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভাগা বেতকাটা গ্রামের মৃত যোগেশ্বর মণ্ডলের ছেলে বিল্ব রঞ্জন মণ্ডল জানান, তার কোনো ছেলে সন্তান নেই। তিনটি মেয়ে বিয়ে দিয়েছেন। তারা শ্বশুর বাড়িতে থাকেন। তিনিও অসুস্থতাজনিত কারণে বাগেরহাটে থাকেন। তার রামপাল থানাধীন ৭১ নং বেতকাটা মৌজার বিআরএস ১৬৩ নং খতিয়ানে ২১৬ দাগে ৪৩ শতাংশ জমির মধ্যে ২১.৫০ শতাংশ জমিতে দুটি মন্দির রয়েছে। গত  ১৫/১৬ বছর পূর্বে এলাকার হিন্দু সম্প্রদায়ের পূজা অর্চনা করার জন্য মন্দির দুইটা নির্মাণ করা হয়। কিছুদিন মন্দিরে পূজা অর্চনাদি করার পরে বিল্ব রঞ্জন অসুস্থ হন। পরে তিনি বাগেরহাট গিয়ে মেয়ের কাছে থাকেন। এমন অবস্থায় তার গ্রামের পার্শ্ববর্তী প্রতিবেশী ভীম মণ্ডল ও তার ছেলে উত্তম মণ্ডল আওয়ামী লীগের কতিপয় লোকজন নিয়ে জমি ও মন্দির দখলের চেষ্টার অংশ হিসাবে জমি ঘিরে রাখে। ভীম মণ্ডলকে জমি দেয়া হয়েছে। সে জমির দলিলে চিহ্নিত সব কিছু উল্লেখ আছে। তারপরেও ভীমের বাড়ির সামনের জমি মূল্যবান হওয়ায় সে দেবত্ব জমি দখলের পাঁয়তারা করছে। জমি নিয়ে বাগেরহাটের বিজ্ঞ আদালতে (রামপাল) মিস ১০০৩/২১ নং একটি মামলা চলমান রয়েছে। আদালতের আদেশ অমান্য করে তারা জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। জমি  রামপাল থানায় তৎকালীন ওসি সোমেন দাসের মাধ্যমে সালিশ বৈঠকে সমস্যার সমাধান করে দেয়া হলেও তারা মন্দিরসহ জায়গা ছাড়েনি। উল্টো বৃদ্ধ বিল্ব রঞ্জনসহ তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছে বলে দাবি করেন। তিনি জায়গাটি দখলমুক্ত  করে দেবত্ব ঘোষণা করে জমিটি দান করতে চান। ভুক্তভোগীরা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের জোর হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে প্রতিপক্ষ উত্তম মণ্ডলের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ওখানে দুইটা ঘর আছে। আমরা ঘরসহ জমি কিনেছি। আমাদের বিরুদ্ধে মামলার পর মামলা দিয়ে হয়রানি করছে। জমির সকল কাগজপত্র আমাদের আছে। তবে মন্দিরের বিষয়টি তিনি অস্বীকার করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য