ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফেনীতে ৩ সমন্বয়ককে পিটিয়ে আহত মেহেরপুরে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে নিহত ৩ পণ্যের নামে বিষ কিনে খাচ্ছেন মানুষ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন-দুদু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনে ইউজিসির নতুন নীতিমালা ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ তারেকের নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু শিল্পখাতে অশনি সংকেত ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা মূল্যস্ফীতির উদ্বেগ কাটেনি বাড়ি ভাড়া-চালের দামে অস্বস্তি একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেয়ার নির্দেশ শাহবাজ শরিফের পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো উসকানিমূলক

রামপালে মন্দিরসহ জমি ফিরে পেতে বৃদ্ধের আকুতি

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ১০:৩৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১০:৩৯:৩১ অপরাহ্ন
রামপালে মন্দিরসহ জমি ফিরে পেতে বৃদ্ধের আকুতি
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে মন্দিরসহ ব্যক্তি মালিকানা জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন নব্বই বছরের বৃদ্ধ বিল্ব রঞ্জন মণ্ডল। গতকাল রোববার প্রেসক্লাব রামপালের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভাগা বেতকাটা গ্রামের মৃত যোগেশ্বর মণ্ডলের ছেলে বিল্ব রঞ্জন মণ্ডল জানান, তার কোনো ছেলে সন্তান নেই। তিনটি মেয়ে বিয়ে দিয়েছেন। তারা শ্বশুর বাড়িতে থাকেন। তিনিও অসুস্থতাজনিত কারণে বাগেরহাটে থাকেন। তার রামপাল থানাধীন ৭১ নং বেতকাটা মৌজার বিআরএস ১৬৩ নং খতিয়ানে ২১৬ দাগে ৪৩ শতাংশ জমির মধ্যে ২১.৫০ শতাংশ জমিতে দুটি মন্দির রয়েছে। গত  ১৫/১৬ বছর পূর্বে এলাকার হিন্দু সম্প্রদায়ের পূজা অর্চনা করার জন্য মন্দির দুইটা নির্মাণ করা হয়। কিছুদিন মন্দিরে পূজা অর্চনাদি করার পরে বিল্ব রঞ্জন অসুস্থ হন। পরে তিনি বাগেরহাট গিয়ে মেয়ের কাছে থাকেন। এমন অবস্থায় তার গ্রামের পার্শ্ববর্তী প্রতিবেশী ভীম মণ্ডল ও তার ছেলে উত্তম মণ্ডল আওয়ামী লীগের কতিপয় লোকজন নিয়ে জমি ও মন্দির দখলের চেষ্টার অংশ হিসাবে জমি ঘিরে রাখে। ভীম মণ্ডলকে জমি দেয়া হয়েছে। সে জমির দলিলে চিহ্নিত সব কিছু উল্লেখ আছে। তারপরেও ভীমের বাড়ির সামনের জমি মূল্যবান হওয়ায় সে দেবত্ব জমি দখলের পাঁয়তারা করছে। জমি নিয়ে বাগেরহাটের বিজ্ঞ আদালতে (রামপাল) মিস ১০০৩/২১ নং একটি মামলা চলমান রয়েছে। আদালতের আদেশ অমান্য করে তারা জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। জমি  রামপাল থানায় তৎকালীন ওসি সোমেন দাসের মাধ্যমে সালিশ বৈঠকে সমস্যার সমাধান করে দেয়া হলেও তারা মন্দিরসহ জায়গা ছাড়েনি। উল্টো বৃদ্ধ বিল্ব রঞ্জনসহ তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছে বলে দাবি করেন। তিনি জায়গাটি দখলমুক্ত  করে দেবত্ব ঘোষণা করে জমিটি দান করতে চান। ভুক্তভোগীরা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের জোর হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে প্রতিপক্ষ উত্তম মণ্ডলের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ওখানে দুইটা ঘর আছে। আমরা ঘরসহ জমি কিনেছি। আমাদের বিরুদ্ধে মামলার পর মামলা দিয়ে হয়রানি করছে। জমির সকল কাগজপত্র আমাদের আছে। তবে মন্দিরের বিষয়টি তিনি অস্বীকার করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য