ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফেনীতে ৩ সমন্বয়ককে পিটিয়ে আহত মেহেরপুরে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে নিহত ৩ পণ্যের নামে বিষ কিনে খাচ্ছেন মানুষ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন-দুদু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনে ইউজিসির নতুন নীতিমালা ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ তারেকের নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু শিল্পখাতে অশনি সংকেত ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা মূল্যস্ফীতির উদ্বেগ কাটেনি বাড়ি ভাড়া-চালের দামে অস্বস্তি একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেয়ার নির্দেশ শাহবাজ শরিফের পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো উসকানিমূলক

আগুনে পুড়ে নিঃস্ব বিকাশ ত্রিপুরার পরিবার

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৯:৫২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৯:৫২:৪৪ অপরাহ্ন
আগুনে পুড়ে নিঃস্ব বিকাশ ত্রিপুরার পরিবার
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি সদর উপজেলার পাঁচ মাইল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছেন হতদরিদ্র বিকাশ ত্রিপুরা। গতকাল রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তার বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, দুপুরে রান্নার কাজে চুল্লায় আগুন জ্বালানো হলে হঠাৎ বাতাসের তীব্রতায় আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বাড়িটি দাউ দাউ করে জ্বলতে থাকে, ফলে ঘরে থাকা কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এতে আনুমানিক দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। 
প্রত্যক্ষদর্শী অজয় ত্রিপুরা ও অমর বিকাশ ত্রিপুরা জানান, ‘আমি বাজার থেকে ফেরার সময় দেখি আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। কেউ কিছু করার সুযোগই পায়নি’  ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নির্মল ত্রিপুরা জানান, ‘আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরেজমিনে দেখেছি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে জানিয়েছি।’
পরিবারের পাঁচ সদস্য বিকাশ ত্রিপুরা, তার দুই ছেলে ও এক পুত্রবধূ-বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন অসহায় অবস্থায় রয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসনসহ সমাজের সহৃদয় ব্যক্তিদের সহায়তার জন্য আবেদন জানিয়েছেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা জানান, ঘটনার ব্যাপারে শুনেছি। ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে অবগত করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য