
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
- আপলোড সময় : ০৮-০২-২০২৫ ০৪:০১:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-০২-২০২৫ ০৪:০১:৫১ অপরাহ্ন


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। এদিন সকাল ১১টায় শুরু হওয়া এই পরীক্ষা ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি অফিসের তথ্যমতে, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৪০ হাজার ৯৭৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৯ জন পরীক্ষার্থী। দেড় ঘণ্টার এই পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হবে। পরীক্ষার প্রবেশপত্রে সকাল সাড়ে ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনাসহ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি সঙ্গে নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সব ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে নেওয়ায় নিষিদ্ধ বলা হয়েছে প্রবেশপত্রে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ