ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্থানীয়দের বাধায় পিছু হটলো বিএসএফ মৌলভীবাজারে সীমান্তে ১৫ জনকে ‘পুশইন’ বিএসএফের আমতলীতে দুই বছরে অর্ধশতাধিক দুর্ঘটনা নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে আইনজীবীর লাশ উদ্ধার আত্মসমর্পণ করে জামিন পেলেন চয়নিকা চৌধুরী রিমান্ড শেষে কারাগারে পলক ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন শেখ হাসিনাসহ ইসি কমিশনারদের বিরুদ্ধে মামলা সংস্কারের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে চায় ভাসানী অনুসারি পরিষদ ওসি আলিমের দখল ও ক্ষমতার অপব্যবহারের ভয়ঙ্কর তথ্য ফাঁস রাখাইনে মানবিক করিডোর প্রক্রিয়ায় চীন যুক্ত নয় : রাষ্ট্রদূত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-আহতদের ফ্ল্যাট দেবে সরকার সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে ক্ষুব্ধ ছাত্র-জনতা ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে বিনিয়োগে আগ্রহী জাইকা গ্যাস সরবরাহ নিশ্চিত হলে পোশাক শিল্পে ৫০ বিলিয়ন ডলার রফতানি সম্ভবÑ আইটিইটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা নিহত ৫ ৩ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসছে চট্টগ্রাম বন্দরে : আশিক চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মন্ত্রণালয় ঘেরাও

সড়কের ইট তুলে নিলো যুবদল নেতা

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ০৩:৫২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ০৩:৫২:৩৯ অপরাহ্ন
সড়কের ইট তুলে নিলো যুবদল নেতা
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের দূর্যোগ ত্রান মন্ত্রণালয়ের বরাদ্দকৃত নির্মাণাধীন সড়কের ৫ হাজার ইট তুলে নেয়ার অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের যুবদলের সহ-সভাপতি মো. মোক্তার হোসেন ফরাজীর বিরুদ্ধে। গত কয়েকদিন যাবত দিবালোকে প্রকাশ্য তিনি সড়কের ইট গুলো তুলে নেন। ইট তুলে নেয়ার সময় স্থানীয় বাসিন্ধারা বাধা দিলে তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেয়া ও মামলায় জড়ানোর হুমকির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও তার দাবি তিনি ঢালচর ইউনিয়নের প্রসাশক ঢালচর রেঞ্জ কর্মকর্তা মো. মাহিদুল ইসলামের অনুমোতি নিয়েই সড়কের ইট তুলে নিয়ে স্থানীয় একটি মসজিদে দান করেছেন।
প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, ২০১৯-২০২০ অর্থবছরে পর্যটন দ্বীপ ঢালচরের মানুষ ও পর্যটকদের যাতায়তের সুবিধার জন্য ঢালচর বাজার থেকে আনন্দ বাজার ভায়া কোষ্ট অফিস সংলগ্ন এলাকায় দূর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত প্রায় ৪৪ লাখ টাকা ব্যয়ে একটি হেরিংবন সড়ক নির্মাণ করা হয়। তবে সড়কটি ঘূর্ণিঝড় দানার প্রভাবে অতিজোয়ারের প্রভাবে ওই সড়কটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই সড়কটি পূর্ণ মেরামতের জন্য প্রক্রিধীন রয়েছে বলে জানাগেছে। স্থানীয় সুত্রে জানাগেছে, সম্প্রতি সময়ে ঘূর্ণিঝড় দানার প্রভাবে অতিজোয়ারের প্রভাবে ওই সড়কটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এসুযোগে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের বসত ঘরে ব্যবহারের জন্য সড়কের ইটগুলো তুলে নেয়া শুরু করেন। সম্প্রতি সময়ে দিনের আলোতে প্রকাশ্য স্থানীয় যুবদলের সহ-সভাপতি মো. মোক্তার হোসেন ফরাজী নিজের পারিবারিক কাজে ব্যবহারের জন্য সড়ক থেকে প্রায় ৫০০০ইট তুলে নিয়ে যান। স্থানীয়রা বাধা দিলেও কোন প্রতিকার হয়নি। উল্টো স্থানীয়দেরকে মামলায় হয়রানি ও বাড়ি ঘর পুড়িয়ে দেয়ার হুমকি দেন ওই যুবদল নেতা। এতে থেমে যাননি ওই যুবদল নেতা মোক্তার ফরাজী। তিনি স্থানীয়দের বাধা উপেক্ষা করে সড়ক থেকে ইটগুলো তুলে নেন। এতে প্রায় তিনি ৫০০০ হাজার ইট তুলে নিয়ে গেছেন বলে স্থানীয়দের অভিযোগ। নিজের ক্ষমতার বলয়ে প্রভাব খাটিয়ে সড়কের ইট তুলে নেয়ায় বিপাকে পড়েছেন ওই এলাকার বাসিন্ধাসহ ঘুরতে আসা পর্যটকরা। ইট তুলে নেয়ার ফলে ওই এলাকার মানুষের যাতায়াতের বিঘ্ন হচ্ছে। ভোগন্তিতে পড়েছে ওই গ্রামের কয়েকশ পরিবার। দ্রুত সময়ের মধ্যে সড়কটি পূর্ণনির্মাণ ও ওই যুবদল নেতার বিচারের দাবি জানান।
অভিযুক্ত যুবদল নেতা মোক্তার হোসেন জানান, জোয়ারের প্রভাবে সড়কটি ভেঙে যাওয়ায় তিনি সড়ক থেকে কিছু ইট তুলে নিয়ে একটি মসজিদে দান করেছেন। তিনি সরকারি সড়কের ইট তুলে নিয়ে মসজিদের দান করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাব তিনি বলেন ক্ষমতা থাকলে সবই করা যায়। যত খুশি আপনারা লিখেন এতে আমার কিছুই হবে না।
ঢালচর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ঢালচর রেঞ্জ কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম তার কাছ থেকে অনুমোতি নিয়ে ইট নেয়ার কথা অস্বীকার করে জানান, সরকারি সড়কের ইট নেয়ার অনুমোতি দেয়ার ক্ষমতা আমার নেই। সড়কের ইট তুলে নেয়ার বিষয়ে ওই যুবদল নেতার সাথে আমার কোন কথা হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম অলি উল্লাহ জানান, সরকারি সড়কের ইট তুলে নেয়ার বৈধতা করো নেই। আর সড়কের ইট তুলে নিয়ে কোন প্রতিষ্টানে দান করার তো কোন প্রশ্নই উঠেনা। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। 
দক্ষিণ আইচা থানা বিএনপির একাংশের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক মাষ্টার বলেন, সরকারি সড়কের ইট তুলে নিয়ে কোথাও দান করা বা নিজের কাজে ব্যবহার করার করো বৈধতা নেই। আমাদের দলের কেউ যদি এমন অপকর্ম করে থাকে তাহালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান, এ বিয়য়ে কেউ আমাকে জানায়নি। সড়কের ইট তুলে নেয়ার বৈধতা কারো নেই। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠিয়ে তদন্ত স্বাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-আহতদের ফ্ল্যাট দেবে সরকার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-আহতদের ফ্ল্যাট দেবে সরকার