ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফেনীতে ৩ সমন্বয়ককে পিটিয়ে আহত মেহেরপুরে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে নিহত ৩ পণ্যের নামে বিষ কিনে খাচ্ছেন মানুষ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন-দুদু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনে ইউজিসির নতুন নীতিমালা ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ তারেকের নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু শিল্পখাতে অশনি সংকেত ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা মূল্যস্ফীতির উদ্বেগ কাটেনি বাড়ি ভাড়া-চালের দামে অস্বস্তি একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেয়ার নির্দেশ শাহবাজ শরিফের পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো উসকানিমূলক

অস্ত্র-গুলি উদ্ধার চরমপন্থি গ্রেফতার

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ০৩:৫০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ০৩:৫০:৪৭ অপরাহ্ন
অস্ত্র-গুলি উদ্ধার চরমপন্থি গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পদ্মা নদীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গুলি উদ্ধারসহ এক চরমপন্থি সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম ফারুক হোসেন (৩৫)। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পূর্ব চর আফরা গ্রামের আক্কাস আলী শেখের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে। অভিযানকালে আসামির কাছে থাকা দুটি সিমেন্টের বস্তা থেকে দুটি ওয়ান শুটার গান, একটি দেশীয় কাঠের বাটযুক্ত পাইপগান, একটি কাঠের বাটযুক্ত এয়ারগান, চারটি অবিস্ফোরিত সবুজ রঙয়ের ককটেল সাদৃশ্য বস্তু, একটি রামদা, ১৮টি তাজা কার্তুজ, একটি লোহার শ্যালো মেশিনের হ্যান্ডেল, একটি কাঠের বাটযুক্ত ডেগার এবং একটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নৌপুলিশ এক প্রেসনোটে জানায়, গত বৃহস্পতিবার সকাল ৬টার দিকে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ পদ্মা নদীতে টহলে ছিলেন। এ সময় পাংশা থানা পুলিশের কাছ থেকে তথ্য আসে পাংশা থানাধীন হাবাসপুর ইউনিয়নের পূর্ব চর আফরা গ্রামের আক্তার শেখের বসত বাড়ির পেছনে পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকায় কতিপয় সন্ত্রাসী অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে পাংশা থানা এলাকায় পদ্মা নদীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছে। এতে বলা হয়, সংবাদ পেয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক সঙ্গীয় এসআই মেহেদী হাসান অপূর্ব, এসআই মাসুদ রানা, এসআই লুতফর রহমান, এএসআই অশোক কুমার ও ফোর্সসহ সকাল সাড়ে ৭টার দিকে পাংশা থানা এলাকায় পৌঁছেন। সেখান থেকে পাংশা থানার অফিসার ফোর্স, পাংশা অস্থায়ী আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আশিকুর রহমান প্রিন্স ও সার্জেন্ট তোফাজ্জল হোসেন ও তাদের সঙ্গীয় ফোর্সদের সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেলে একজন সন্ত্রাসী নৌকা থেকে লাফ দিয়ে দৌড়ে পালানোর সময় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় তাকে গ্রেপ্তার করে উপরোক্ত অস্ত্রশস্ত্র ও গুলি জব্দ করা হয়। জব্দ করা হয়েছে সন্ত্রাসীদের ব্যবহৃত ট্রলারটিও। এই ঘটনায় নৌপুলিশের এসআই মেহেদী হাসান অপূর্ব বাদী হয়ে পাংশা থানায় একটি মামলা করেন। এ প্রসঙ্গে দৌলতদিয়া নৌ-পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক এনামুল হক বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল শুক্রবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে উদ্ধার অস্ত্রশস্ত্র ও গুলি এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে। নদীতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য