ঢাকা , বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সুপারিশ প্রণয়নে কমিটি অনেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাওয়ার চেষ্টা করছে-মির্জা ফখরুল দাম বাড়লে কমবে ধূমপান প্রবণতা পাইকারি ও খুচরা বাজারে ভারসাম্য নেই ফলের দামে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি সই ঈদে ৯ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর বন্দর সমন্বয়ক পরিচয়ে দাপিয়ে বেড়াত সানি গ্রেফতার হলো চাঁদাবাজি মামলায় পাকুন্দিয়ায় জমি জবর দখলের অভিযোগ ঠাকুরগাঁওয়ে ১৫৩ কোটি টাকার ‘কালো সোনা’ উৎপাদনের সম্ভাবনা শেরপুরে মোগল খাঁ ও লালু খাঁ হত্যা মামলার ৮ আসামিকে চার্জশীট থেকে বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন পাথর খনি থেকে দীর্ঘ ১ মাস পর পাথর উত্তোলন শুরু ঘোড়াঘাটে রাবার ড্রাম স্থাপনের দাবি এলাকাবাসীর ২৪ ঘণ্টায় ৩৫ জন রোগী ভর্তি সেবা দিতে হিমশিম খাচ্ছেন দুই ডাক্তার দেশি কাপড় বিদেশি ট্যাগ ২ দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা ঝুঁকিপূর্ণ সেতুই দুর্গাপুর কলমাকান্দা মানুষের ভরসা অস্কারজয়ী ফিলিস্তিনি নির্মাতাকে তুলে নিয়ে গেলো আইডিএফ পুত্রসন্তানের মা হলেন অ্যামি জ্যাকসন বলিউড ছাড়ছেন সানি দেওল কারাগারে যেমন ছিলেন রিয়া চক্রবর্তী মঞ্চে সোনু নিগামের দিকে পাথর ও বোতল নিক্ষেপ

ইতোমধ্যে চিন্তাশীল মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ- মামুনুল

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ০৩:৪৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ০৩:৪৪:০৩ অপরাহ্ন
ইতোমধ্যে চিন্তাশীল মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ- মামুনুল
চলমান পরিস্থিতিতে বিশেষ আহ্বান রেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, অভ্যুত্থান ও পরবর্তী সংগ্রামে বাংলাদেশের সর্বস্তরের জনতার অভূতপূর্ব অংশগ্রহণ এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। তিনি বলেন, ফ্যাসিবাদের প্রতিটি স্মৃতিচিহ্ন ও প্রতীকের বিরুদ্ধে দেশপ্রেমিক তরুণ প্রজন্মের মহাজাগরণ এক অবিস্মরণীয় বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে। আগামীতে ফ্যাসিবাদমুক্ত দেশ প্রেমিক জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখার প্রতীক্ষায় আছি আমরা সবাই। দেশবিরোধী অপশক্তি বসে নেই উল্লেখ করে মামুনুল হক বলেন, তার দোসর ও পরিকল্পনাকারীরা জনতার জাগরণের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনও মুহূর্তে। ইতোমধ্যে চিন্তাশীল মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। চলমান আন্দোলনকে সহিংসতার রূপ দিয়ে ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনা করা হতে পারে। সে ক্ষেত্রে দেশে-বিদেশে ভয়ংকর চাপের মুখে পড়বে বাংলাদেশ’ বলে মন্তব্য করে মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষের ধৈর্য ও সহনশীলতার প্রমাণ পেয়েছে পৃথিবী। এতে হয়তো হতাশ হয়েছে দেশবিরোধী অপশক্তি। তবে হতাশ হলেও হাল ছাড়েনি তারা। আর তাই তীব্রভাবে আশঙ্কা করা হচ্ছে— চলমান আন্দোলনে অনুপ্রবেশ করে একটি সহিংস পরিবেশ তৈরি করা হবে। এজন্য এখন সর্বাগ্রে প্রয়োজন সচেতনতা ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তিনি বলেন, আমি দেশের আলেম-ওলামা, ইসলাম প্রিয় জনতাসহ সব দেশপ্রেমিক নাগরিকের প্রতি আহ্বান জানাই, কোনও অবস্থাতেই যেন সহিংসতা না ঘটে। মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত না হয়। পরিণামে ক্ষতিগ্রস্ত হবে বিপ্লব। ক্ষতিগ্রস্ত হবে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে উঠবার সম্ভাবনা। ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। মজলিস আমির বলেন, পবিত্র জুমাকে কেন্দ্র করেও অতিরিক্ত বিক্ষোভ কিংবা শোডাউনের কর্মসূচি কোনও দায়িত্বশীল মহলের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। হেফাজতে ইসলাম বাংলাদেশ কিংবা বাংলাদেশ খেলাফত মজলিস অথবা অন্য কোনও দায়িত্বশীল মহল চলমান সহিংস আন্দোলনের পক্ষে নয়। মামুনুল হক বলেন, দেশের সব বিক্ষুব্ধ জনতা ও দেশপ্রেমিক জনগণকে যেকোনও মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান জানাচ্ছি। দেশের জনগণের জান মালের নিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা সব দেশপ্রেমিক জনগণের ঐতিহাসিক দায়িত্ব।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স