ঢাকা , বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন ঢাকা মেডিকেলের আউটডোরে চিকিৎসা বন্ধ পোশাক রফতানিতে প্রবৃদ্ধির রেকর্ড ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিমুখী চিকিৎসকদের পদযাত্রায় বাধা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিলো পুলিশ যমুনায় যাওয়ার চেষ্টা শিক্ষকদের পুলিশের জলকামান-লাঠিচার্জ এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না আজ সারাদেশে ২ ঘণ্টার অবস্থান কর্মসূচির ডাক ইসি কর্মীদের ওআইসিভুক্ত মিশন প্রধানদের কাছে ভোটের প্রস্তুতি তুলে ধরবেন সিইসি প্রক্সি ভোটে বড় সংশয় ‘বিশ্বাস’ পুলিশের জন্য বিপুলসংখ্যক গাড়ি কেনার উদ্যোগ ১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না আবাসন ব্যবসায়ীদের দুর্দিন কাটছে না যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন আলোচনায় বসবো না যা ইচ্ছা করুন মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে কিল সুইচ

নেত্রকোণায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

  • আপলোড সময় : ০৭-০২-২০২৫ ০৬:৫৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৫ ০৬:৫৭:০৪ অপরাহ্ন
নেত্রকোণায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
নেত্রকোণা প্রতিনিধি
অবৈধভাবে চালু হওয়া ইটভাটার কালো ধোঁয়ার বিষাক্ত গ্যাসে প্রতিনিয়ত বিভিন্ন রোগবালাইসহ পরিবেশ হুমকির মুখে পড়েছে। নেত্রকোণায় কোনো বিধি-বিধান ও প্রশাসনকে তোয়াক্কা না করেই ইটভাটা স্থাপন ও সেসবে ইট  পুড়িয়ে যাচ্ছে। বেশিরভাগ ভাটার  জেলা প্রশাসকের অনুমোদন বা পরিবেশের ছাড়পত্র নেই। স্থানীয় প্রশাসনের এসব ইটভাটা নেই কোনো উচ্ছেদের পদক্ষেপ।
নেত্রকোণা পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, নেত্রকোণা জেলার আওতাধীন বর্তমানে মোট ৩৯টি ইটভাটা রয়েছে এর মধ্যে ৬টি ভাটার  ছাড়পত্র আছে বাকি ৩৩টির কোনো ছাড়পত্র বা বৈধতা নেই। ইতোমধ্যে ৩৩টি অবৈধ ইটভাটার মধ্যে  ৩৬টির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(১) নং টেবিলের ক্রমিক ১২ নং ধারায় স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে পরিবেশ অধিদফতর মামলা দায়ের করেন এবং ৫২টির  মধ্যে  ১২ টির বন্ধ করা দেয়া হয়েছে। এদিকে ভাটার বিধি-বিধান রয়েছে তবুও ইটভাটার মালিকরা কোনো তোয়াক্কা না করে প্রশাসনের চোখের সামনেই প্রস্তুত ও উৎপাদন করা যাচ্ছে বেশ কয়টি ভাটার নাম ও  পরিবর্তন করে ইট  প্রস্তুত বা উৎপাদন করে আসছে।
ইটভাটার মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বললে  জানান, ইটভাটা চালু করার আগে পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং  জেলা প্রশাসক ও পরিবেশ অধিদফতরের সাথে মিটিংয়ের মাধ্যমে ৪০০ মিটারের মধ্যে ইটভাটা চালু করা আইন পাস হবে কিন্তু এখনো গেজেট হয়ে আসেনি। গেজেট হয়ে আসলে কাগজপত্র জমা দেয়া হলে পরিবেশের ছাড়পত্র দিবে। আর এদিকে ভাটা  ৪০০ মিটারের কমে থাকলে সেগুলো বন্ধ বা কোনো ছারপত্র দেয়া হবে না। তিনি আরো বলেন, নিজেই হাইকোর্টে  রিট করেনি এবং যাদের নামে মামলা আছে তারা হাইকোর্টের  রিট করেছে। হাইকোর্ট থেকে রিটে কি ইট পোড়ানোর অনুমতি দিয়েছে কি না সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হাইকোর্ট থেকে ইট পোড়ানোর অনুমতি দিয়েছে।
নেত্রকোণা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন বলেন, গত বছর ৫২টি ইটভাটার মধ্যে ১২টি ভাটা উচ্ছেদ করা হয়েছিল। এর মধ্যে এখনো ৩৩টি অবৈধ ভাটা রয়েছে, ৩৬টি ভাটার মামলা রয়েছে এবং  সেগুলো হাইকোর্ট থেকে রিট এনেছে। তাছাড়া আদালতের নির্দেশনা পেলে ব্যবস্থা নিবেন বলে জানান। জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, বৈধ ইটভাটা ছাড়া অবৈধ ইটভাটার অনুমোদন দেয়া হয়নি। ইটভাটায় অভিযান শুরু করা হয়েছে এবং তা নিয়ন্ত্রণে আনতে অব্যাহত থাকবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য