ঢাকা , রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ছুটির দিনে নিউমার্কেটে উপচেপড়া ভিড় ১০ শতাংশের বেশি খেলাপি ঋণ থাকা ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না ঢিলেঢালার কারণে দুষ্কৃতকারীরা আসকারা পাচ্ছে- রিজভী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেয়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর চালের পাশাপাশি বেড়েছে সবজির দাম ভূমিকম্পের উচ্চঝুঁকিতে ঢাকার ৫৬ শতাংশ ভবন স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর লাগবে-মান্না বাজেটের মধ্যে মিলছে না পছন্দের পোশাক ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিলো জনতা জনপ্রশাসনের কর্মচারীদের বেতন-ভাতায় প্রতি বছরই বাড়ছে ব্যয় অনলাইনে আধা ঘণ্টায় ২০ লাখ হিট ঈদযাত্রায় কঠোর নিরাপত্তা : যানজটের ১৫৯ স্পট চিহ্নিত বিপুলসংখ্যক কারখানা স্থায়ীভাবে বন্ধ রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়-জাতিসংঘ মহাসচিব সংক্ষিপ্ত সংস্কার হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে আগামী জুনে : ড. ইউনূস নারী-শিশু নির্যাতন রোধে সহায়তা সেল গঠন বিএনপি’র আগামী ঈদ নিজ দেশে করবে রোহিঙ্গারা, প্রত্যাশা প্রধান উপদেষ্টার রোহিঙ্গার সঙ্গে ইফতার প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ

আবারও অজি শিবিরে ধাক্কা

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৭:৩৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৭:৩৬:৪৮ অপরাহ্ন
আবারও অজি শিবিরে ধাক্কা
স্পোর্টস ডেস্ক
বিশ্ব ক্রিকেটের বড় পরাশক্তি অস্ট্রেলিয়া আরেকটি আইসিসি ইভেন্ট শুরুর আগে একের পর এক ধাক্কা খাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ১৩ দিন আগেই অজি অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার জশ হ্যাজলউড ছিটকে গেছেন টুর্নামেন্টটি থেকে। এর আগে চোটের কারণে দুঃসংবাদ দিয়েছিলেন তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। এ ছাড়া স্কোয়াডে থাকা মার্কাস স্টয়নিসও হঠাৎ করেই আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘ক্রিকেট ডটকম ডটএইউ’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের আগে এলোমেলো সর্বোচ্চ সংখ্যক বিশ্বচ্যাম্পিয়ন দলটি। আগে ঘোষিত স্কোয়াডে তারা অন্তত চারটি পরিবর্তন আনতে হবে। চোটের কারণে কামিন্স, হ্যাজলউড ও মার্শ এবং হঠাৎ অবসর নেওয়া স্টয়নিসের বিকল্প খুঁজতে হবে অস্ট্রেলিয়াকে। এর আগে কামিন্সের খেলা নিয়ে অনিশ্চয়তা থেকেই তারা বিকল্প অধিনায়ক খোঁজার প্রক্রিয়া শুরু করেছিল। গণমাধ্যমটি জানিয়েছে, অ্যাঙ্কলের চোট থেকে এখনও কামিন্স সেরে ওঠেননি। ভারতের বিপক্ষে সর্বশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজে তিনি ওই চোটে পড়েন। যদিও তার পাশাপাশি পায়ের মাংসপেশির ইনজুরিতে থাকা হ্যাজলউডকে পাওয়ার আশায় ছিলেন অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। আশা ছিল মেডিক্যাল রিপোর্টে হয়তো অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা ঘুচবে। তবে নতুন করে জানা গেছে, তাদের দুজনকেই বেশি কিছু সময় পুনর্বাসনে থাকতে হবে। ফলে কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, অনিশ্চয়তা রয়েছে কামিন্স-হ্যাজলউডের আসন্ন আইপিএল খেলা নিয়েও। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে প্যাট, জশ এবং মিচেল কিছু ইনজুরির সমস্যায় ভুগছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্ধারিত সময়ে সেরে উঠতে অপারগ। বিষয়টি আমাদের জন্য বেশ হতাশার। একইসঙ্গে তরুণ ক্রিকেটারদের জন্যও অস্ট্রেলিয়ার হয়ে বৈশ্বিক ইভেন্টে পারফর্ম করার সুযোগ খুলে দেবে।’ যদিও এখনও তাদের বিকল্প ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। তারকা ক্রিকেটারদের ইনজুরিতে সৃষ্ট সংকটের কারণে বোর্ডার-গাভাস্কার সিরিজ দিয়ে টেস্টে অভিষেক হওয়া ডেব্যু ওয়েবস্টারের ডাক মিলতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ফলে আন্তর্জাতিক ওয়ানডেতেও অভিষেক হয়ে যেতে পারে এই অলরাউন্ডারের। অজি কোচের কাছ থেকে অন্তত সেই আভাসই মিলেছে। আবার কামিন্সের ইনজুরিতে শন অ্যাবটকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। এ ছাড়া অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে আছেন অভিজ্ঞ তারকা স্টিভেন স্মিথ ও আগ্রাসী ক্রিকেটার ট্রাভিস হেড। প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। যেখানে অস্ট্রেলিয়া ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের সঙ্গে। নিজেদের প্রথম ম্যাচে ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মুখোমুখি হবে। পরবর্তীতে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি অজিরা যথাক্রমে মোকাবিলা দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য