ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা দিলো দক্ষিণ আফ্রিকা

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৭:৩৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৭:৩৬:১৭ অপরাহ্ন
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা দিলো দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
ছয় নতুন মুখ নিয়ে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। চলমান ঘরোয়া এসএ টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিশ্রামে থাকায় ক্রিদেশীয় সিরিজে দলের প্রধান সারির বেশিরভাগ খেলোয়াড়কে পাবে না দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা মার্কো ইয়ানসেন, আইডেন মার্করাম, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডুসেন ত্রিদেশীয় সিরিজে কোন ম্যাচই খেলবেন না। ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলবেন কেশব মহারাজ ও হেনরিচ ক্লাসেন। এছাড়া দল ফাইনালে উঠলে খেলবেন তারা। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন ব্যাটার মিকা-ইল প্রিন্স, দুই পেসার গিডোন পিটার্স ও ইশান বশ, পেস বোলিং অলরাউন্ডার মিহলালি এমপোংওয়ানা, উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ব্রিটস্কি এবং বাঁ-হাতি স্পিনার সেনুরান মুথুসামি। এদের মধ্যে ব্রিটস্কি টেস্ট ও টি-টোয়েন্টি এবং মুথুসামি শুদুমাত্র টেস্ট খেলেছেন। বাঁ-পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন পেসার জেরাল্ড কোয়েৎজি। গেল বছরের নভেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। তবে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের নভেম্বরে। দেশের হয়ে ১৪ ওয়ানডেতে ৩১ উইকেট শিকার করেছেন কোয়েৎজি। আগামীকাল শনিবার থেকে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা। ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে প্রোটিয়ারা। ত্রিদেশীয় সিরিজে প্রথম ওয়ানডের দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), ইথান বশ, ম্যাথু ব্রিটস্কি, জেরাল্ড কোয়েৎজি, জুনিয়র ডালা, ভিয়ান মুল্ডার, মিহলালি এমপোংওয়ানা, সেনুরান মুথুসামি, গিডোন পিটার্স, মিকা-ইল প্রিন্স, জেসন স্মিথ, কাইল ভেরেনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য