ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফেনীতে ৩ সমন্বয়ককে পিটিয়ে আহত মেহেরপুরে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে নিহত ৩ পণ্যের নামে বিষ কিনে খাচ্ছেন মানুষ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন-দুদু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনে ইউজিসির নতুন নীতিমালা ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ তারেকের নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু শিল্পখাতে অশনি সংকেত ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা মূল্যস্ফীতির উদ্বেগ কাটেনি বাড়ি ভাড়া-চালের দামে অস্বস্তি একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেয়ার নির্দেশ শাহবাজ শরিফের পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো উসকানিমূলক

ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে শ্রাবন্তীর নতুন সিনেমা

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৬:৪৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৬:৪৭:২৮ অপরাহ্ন
ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে শ্রাবন্তীর নতুন সিনেমা
বিনোদন ডেস্ক
গত বছর টলিপাড়ায় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও অভিনেতা জিতু কমলের প্রেমের ঘটনায় শোরগোল পড়ে যায়। প্রচার করা হয়- বিদেশে এই দুই অভিনয়শিল্পী চুটিয়ে প্রেম করছেন। পরে জানা যায়, পুরো ঘটনাই ছিল নতুন সিনেমার প্রমোশন। যে সিনেমা নিয়ে এতো হৈহৈ কাণ্ড, তার নাম ‘বাবু সোনা’। সিনেমাটি পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। অবশেষে ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। কমেডি ঘরানার এই সিনেমাটি দর্শকরা বেশ উপভোগ করবে বলেই প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের। গল্পে বাবু (জিতু) আর সোনা (শ্রাবন্তী) দু’জন লন্ডনে থাকে। সেখানেই তারা এক শিশুকে কিডন্যাপ করে । আর এই ঘটনার জেরেই আলাপ হয় বাবু এবং সোনার। গল্প বাঁক নেয় এখান থেকেই। হাসি-ঠাট্টার গল্প হলেও সিনেমাতে রয়েছে অ্যাকশন দৃশ্যও। সিনেমার দুটি গান ইতোমধ্যেই মুক্তি পেয়েছে। গত মঙ্গলবার মুক্তি পায় ‘বাবু সোনা’র ট্রেলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়িকাও। সেখানেই শ্রাবন্তীর কাছে প্রশ্ন ছিল, বাবুসোনা নামটাই বড় আদরের। শ্রাবন্তীকে এই নাম দিতে হলে কাকে দিতেন? এক গাল হেসে শ্রাবন্তী বলেন, ‘এখন তো জিতুকেই ডাকব’। সিনেমার প্রেক্ষাপটে রয়েছে এক অপহরণের ঘটনা। আর সেই কিডন্যাপের ঘটনাই মিলিয়ে দেয় বাবু এবং সোনাকে। শ্রাবন্তীর কাছে প্রশ্ন ছিল, সত্যিই যদি ইন্ডাস্ট্রি থেকে কাউকে অপহরণ করার সুযোগ থাকত, তাহলে কাকে করতেন? খানিকটা সময় নিয়ে অভিনেত্রীর উত্তর, ‘যদি কাউকে কিডন্যাপ করতেই হয়, তাহলে হয়তো জিত দা-কে করতে পারি!’ বলেই হেসে ফেললেন শ্রাবন্তী। ‘বাবু সোনা’র প্রযোজনায় রয়েছে এসকে মুভিজ। জিতু-শ্রাবন্তী ছাড়া সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে পায়েল সরকার, অ্যালেকজান্দ্রা টেলর, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য, সাগ্নিক চট্টোপাধ্যায়কে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য