ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আবারও পিএসএল থেকে ক্রিকেটার নিলো আইপিএল উইন্ডিজের বিপক্ষে ইংলিশ দল থেকে ছিটকে গেলেন আর্চার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন ক্যাবরেরা ট্রফিখরা কাটিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়লো টটেনহ্যাম ডিআরএস থাকছেনা পিএসএলে আবারও লাহোর শিবিরে যোগ দিলেন রিশাদ পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে ডাক পড়লো মিরাজের দীর্ঘদিনেও শিক্ষাঙ্গনে ফিরে আসছে না স্বাভাবিক অবস্থা গাজায় এখনো কোনো সহায়তা দেয়া যায়নি- জাতিসংঘ গাজায় ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে শিশুরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি বিধিমালা অনুসরণ না করে ২৫৭ প্রকৌশলীর পদোন্নতি ১০ম গ্রেডে উন্নীত হচ্ছে মেডিকেল টকনোলোজিস্ট ও ফার্মাসিস্ট পদ র‌্যাব সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার পদযাত্রায় পুলিশকে নিবন্ধনধারীরা বললেন, ‘দয়া করে মারবেন না’ অধ্যাদেশ বাতিল ও চেয়ারম্যানের পদত্যাগ দাবি ২৮ মে’র মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে : উপদেষ্টা মানবিক করিডোর নিয়ে নিরাপত্তা ঝুঁকি রয়েছে-নিরাপত্তা উপদেষ্টা রাখাইন অঞ্চলের মানবিক করিডোর নিয়ে কোনো কথা হয়নি -খলিলুর রহমান মব সৃষ্টির সুযোগ দেয়া হবে না-রমনা ডিসি

চাঁদাবাজ ও মধ্যস্বত্বভোগীদের লোভে জীবন যাচ্ছে কৃষকের-জি এম কাদের

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০২:৩৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০২:৩৪:০৬ অপরাহ্ন
চাঁদাবাজ ও মধ্যস্বত্বভোগীদের লোভে জীবন যাচ্ছে কৃষকের-জি এম কাদের
কৃষকরা কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। গতকাল বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সাক্ষরিত এক বিবৃতিতে কৃষকদের বাঁচাতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, গেলো বছর কয়েক দফা বন্যায় ফসলের বিপুল ক্ষতি মেটাতে এবার ব্যাপকভাবে শীতকালীন শাক-সব্জি আবাদ করেছে কৃষক। ভালো ফলন পেলেও ফসলের ন্যায্য মূল্য না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। বীজ, সার, কীটনাশক ও কৃষি শ্রমিকের মজুরি দিয়ে ফসল ফলাতে কৃষক যে ব্যায় করেছে তা তুলতে পারছে না ফসল বিক্রি করে। কৃষক দুই থেকে তিন টাকা মূল্যে যে লাউ বিক্রি করেছে তা রাজধানীতে ১৫ থেকে ২০ টাকা দামে বিক্রি হচ্ছে। আবার, দুই থেকে তিন টাকা দামের টমেটো রাজধানীতে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫ থেকে ১৭ টাকায়। তিন থেকে চার টাকা দামের বেগুন রাজধানীতে বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৮ টাকায়। কৃষক প্রতি পিচ ফুলকপির দাম দুই থেকে তিন টাকা পেলেও রাজধানীতে বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। রাস্তায় রাস্তায় চাঁদাবাজী ও মধ্যস্বত্তভোগীদের মুনাফার লোভে জীবন যাচ্ছে কৃষকের। এ ব্যাপারে সরকারের কার্যকর উদ্যোগ নিতে হবে। তাছাড়া, একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে কৃষিপণ্য সংরক্ষণ ও শুধুমাত্র বাজারের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক হিমাগারসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে বীজ, সার ও কীটনাশকের দাম কমাতে দাবিও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স