ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৫:৪৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০৫:৪৪:৪২ অপরাহ্ন
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণা ও উদ্ভাবনের মেধাস্বত্ব সংরক্ষণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল মঙ্গলবার ইউজিসিতে অনুষ্ঠিত এক কর্মশালায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব এ কথা বলেন। শিগগিরই ইউজিসিতে একটি সেল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ড. মাছুমা হাবিব। কলা ও সামাজিক বিজ্ঞান গবেষণা শাখার অধীন বিজনেস স্টাডিজ উপশাখায় ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রাপ্ত গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়নে এই সভার আয়োজন করে কমিশনের রিসার্চ এন্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে গবেষণা ও উদ্ভাবন সংরক্ষণের বিকল্প নেই। দেশের বিশ্ববিদ্যালয় সমূহের গবেষণার তথ্য ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান। এছাড়া, আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি ইউজিসির সক্রিয় বিবেচনায় রয়েছে। গবেষণায় পেটেন্ট লাভে গবেষকদের বিশেষ প্রণোদনা দেওয়া হবে। এসব পদক্ষেপে দেশের বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাংকিংয়ে এগিয়ে আসবে বলে তিনি মনে করেন। সভায় গবেষকরা মানসম্মত গবেষণা ও প্রকাশনায় নজর দেওয়া, গবেষণায় বাজেট বরাদ্দ বৃদ্ধি, প্রকল্পের ডকুমেন্টেশন ব্যয় কমিয়ে আনা, জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলে এমন প্রকল্পে বেশি বিনিয়োগ করা, একাডেমিয়া ও শিল্প-প্রতিষ্ঠানের মধ্যকার সহযোগিতা জোরদার করা, মানসম্মত প্রকল্প প্রস্তাব তৈরি, যথাযথ রেফারেন্স ব্যবহার, আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশে সহায়তা প্রদান, গবেষণা পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি, নতুন জ্ঞান সৃজনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সেমিনারে ইউজিসির রিসার্চ অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে করেন। একই বিভাগের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজের সঞ্চালনায় সেমিনারে ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য প্রফেসর ড. চৌধুরী সায়মা ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম, প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার, প্রফেসর ড. শাকিলা ইয়াসমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আতিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আইরিন আক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর মমতাজ আক্তার ও আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শেখ রফিকুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. খায়রুল ইসলাম বিষয় সংশ্লিষ্ট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স